ETV Bharat / sitara

অসুস্থ অভিনেত্রী সন্ধ্যা রায়, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে - tmc

অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ সন্ধ্যা রায় ৷

sandhya roy
sandhya roy
author img

By

Published : May 7, 2021, 2:13 PM IST

কলকাতা , 7 মে : অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ সন্ধ্যা রায় ৷ হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বেলার দিকে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী ।

চিকিৎসকদের অনুমান করোনা আক্রান্ত হতে পারেন সন্ধ্যা রায় । তবে এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ৷

করোনার উপসর্গ থাকায় তাঁকে আপাতত রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে ৷ প্রবীণ এই অভিনেত্রীর বর্তমান বয়স আশি ৷ দীর্ঘ 25 বছর রূপোলি পর্দায় থাকার পর তিনি নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের সাংসদ রূপে ৷

তাঁর সেরা কিছু ছবি গুলি হল ' দাদার কীর্তি ' , ' ছোট বউ ', ' আলোর পিপাসা ' ইত্যাদি ৷

কলকাতা , 7 মে : অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ সন্ধ্যা রায় ৷ হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বেলার দিকে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী ।

চিকিৎসকদের অনুমান করোনা আক্রান্ত হতে পারেন সন্ধ্যা রায় । তবে এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ৷

করোনার উপসর্গ থাকায় তাঁকে আপাতত রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে ৷ প্রবীণ এই অভিনেত্রীর বর্তমান বয়স আশি ৷ দীর্ঘ 25 বছর রূপোলি পর্দায় থাকার পর তিনি নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের সাংসদ রূপে ৷

তাঁর সেরা কিছু ছবি গুলি হল ' দাদার কীর্তি ' , ' ছোট বউ ', ' আলোর পিপাসা ' ইত্যাদি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.