কলকাতা : দেশজুড়ে কোরোনা তাণ্ডব অনেকটাই নিয়ন্ত্রণে । একটা সময় ছিল যখন শুটিং করতে গিয়ে প্রায় প্রতিদিন কোরোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা-টেকনিশিয়ানরা । কিন্তু, এখন পরিস্থিতি সামাল দেওয়া গেছে অনেকটা । তবুও কোরোনায় আক্রান্ত হলেন শন বন্দ্যোপাধ্যায় ।
সোশাল মিডিয়ায় শন নিজেই জানিয়েছেন এই খবর । আপাতত 14 দিনের কোয়ারানটিনে অভিনেতা ।
শন লিখেছেন, 'আমি ভালো আছি । তবে স্বাদ আর গন্ধের অনুভূতি নেই । এই মুহূর্তে বাড়িতেই আইসোলেশনে রয়েছি । সবাই আমার সুস্থতা কামনায় প্রার্থনা করুন । আমি খুব তাড়াতাড়ি কাজে ফিরতে চাই ।'
টেলিভিশনের জনপ্রিয় মুখ শন । বিশেষ করে 'এখানে আকাশ নীল'-এর পর তো রোম্যান্টিক হিরো হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা আকাশ ছুঁয়েছে । আপাতত টেলিভিশন ছেড়ে সিনেমায় মন দিয়েছেন শন । ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে 'অন্তদৃষ্টি' ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে তাঁকে ।