ETV Bharat / sitara

প্রতিযোগী হিসেবে 'বিগ বস'-এ টিকে থাকা আমার কাছে খুব সহজ : সলমন

'বিগ বস 13'-র লোকেশন পরিবর্তন হওয়ায় উত্তেজিত নন সলমন খান । আরও বেশি সময় লাগবে বলে জানালেন তিনি । সঙ্গে মজার ছলে তিনি প্রতিযোগী হবে জানতে চাওয়া হলে তিনি জানান, 'বিগ বস'-র বাড়িতে টিকে থাকা তাঁর কাছে খুবই সহজ ।

author img

By

Published : Sep 24, 2019, 8:16 AM IST

সলমন খান

মুম্বই : একজন প্রতিযোগী হিসেবে 'বিগ বস'-এ টিকে থাকা তাঁর কাছে খুব সহজ বলে জানালেন বলিউড অভিনেতা সলমন খান । লোনাভালা থেকে সরে মুম্বইতে তৈরি হয়েছে 'বিগ বস ১৩'-র সেট । মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটি এই রিয়্যালিটি শোয়ের নতুন লোকেশন । জায়গার পরিবর্তন হওয়ায় তেমন কোনও উত্তেজনা দেখা গেল না শোয়ের হোস্ট সলমনের মধ্যে ।

IANS-র সঙ্গে কথা বলতে গিয়ে সলমন জানালেন কেন 'বিগ বস'-র জন্য ফিল্ম সিটি সঠিক পছন্দ নয় । তিনি বলেন, "কিলোমিটারের দিক থেকে দেখতে গেলে ফিল্ম সিটি কাছে । কিন্তু ট্র্যাফিকের কারণে বেশি ট্র্যাভেল করতে হবে । এখান থেকে লোনাভালা যেতে সময় লাগে 1 ঘণ্টা 15 মিনিট থেকে 2 ঘণ্টা । কিন্তু গ্যালাক্সি (সলমনের বাড়ি) থেকে ফিল্মসিটি ট্র্যাফিকের জন্য যেতে সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টা । কখনও তার থেকেও বেশি ।"

রিয়্যালিটি শোয়ের ফরম্যাট নিয়েও কথা বললেন ভাইজান । এবারের সিজ়নে কোনও সাধারণ মানুষ "বিগ বস হাউজ়"-এ থাকছেন না ।

তিনি বলেন, "আমি মনে করি না সাধারণ মানুষ ও তারকাদের মধ্যে খুব বেশি পার্থক্য আছে । এগুলো শুধু শব্দ । সবাই সাধারণ মানুষ ও সবাই তারকা । একবার তাঁরা বিগ বস হাউজ়ে ঢুকলে ও আপনারা তাঁদের টিভিতে দেখা শুরু করলে তাঁরা তারকা হয়ে যান ।"

এবছরের প্রতিযোগীদের নিয়ে কথা বলতে গিয়ে ভাইজান বলেন, "এবারে তাঁরা মনে হয় শুধু তারকাদেরই প্রতিযোগী হিসেবে রাখছেন । যারা টিভি বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় । তাই এবারে অনেক আলাদা আলাদা মানুষ দেখা যাবে ।"

এই সিজ়নে নতুন কী থাকছে ? সলমন বলেন, "একমাস পরই একটা ফিনালে হবে । তার দু'সপ্তাহ পর থেকে বিভিন্ন টুইস্ট শুরু হবে । তারপর হবে আসল ফিনালে ।" এবারেও শাস্তি ও জেলের কনসেপ্ট রাখা হচ্ছে ।

বহু বছর ধরে এই রিয়্যালিটি শো'তে হোস্ট করছেন সলমন । অন্যদিক থেকে ভাবলে কেমন লাগবে ? যদি শো'তে তিনি একজন প্রতিযোগী হিসেবে যোগ দিতেন ? সলমন হেসে উত্তর দেন, "আমি টিকে থেকে যেতাম । বাড়ির ভিতরে থাকাটা আমার কাছে খুবই সহজ হত ।"

মুম্বই : একজন প্রতিযোগী হিসেবে 'বিগ বস'-এ টিকে থাকা তাঁর কাছে খুব সহজ বলে জানালেন বলিউড অভিনেতা সলমন খান । লোনাভালা থেকে সরে মুম্বইতে তৈরি হয়েছে 'বিগ বস ১৩'-র সেট । মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটি এই রিয়্যালিটি শোয়ের নতুন লোকেশন । জায়গার পরিবর্তন হওয়ায় তেমন কোনও উত্তেজনা দেখা গেল না শোয়ের হোস্ট সলমনের মধ্যে ।

IANS-র সঙ্গে কথা বলতে গিয়ে সলমন জানালেন কেন 'বিগ বস'-র জন্য ফিল্ম সিটি সঠিক পছন্দ নয় । তিনি বলেন, "কিলোমিটারের দিক থেকে দেখতে গেলে ফিল্ম সিটি কাছে । কিন্তু ট্র্যাফিকের কারণে বেশি ট্র্যাভেল করতে হবে । এখান থেকে লোনাভালা যেতে সময় লাগে 1 ঘণ্টা 15 মিনিট থেকে 2 ঘণ্টা । কিন্তু গ্যালাক্সি (সলমনের বাড়ি) থেকে ফিল্মসিটি ট্র্যাফিকের জন্য যেতে সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টা । কখনও তার থেকেও বেশি ।"

রিয়্যালিটি শোয়ের ফরম্যাট নিয়েও কথা বললেন ভাইজান । এবারের সিজ়নে কোনও সাধারণ মানুষ "বিগ বস হাউজ়"-এ থাকছেন না ।

তিনি বলেন, "আমি মনে করি না সাধারণ মানুষ ও তারকাদের মধ্যে খুব বেশি পার্থক্য আছে । এগুলো শুধু শব্দ । সবাই সাধারণ মানুষ ও সবাই তারকা । একবার তাঁরা বিগ বস হাউজ়ে ঢুকলে ও আপনারা তাঁদের টিভিতে দেখা শুরু করলে তাঁরা তারকা হয়ে যান ।"

এবছরের প্রতিযোগীদের নিয়ে কথা বলতে গিয়ে ভাইজান বলেন, "এবারে তাঁরা মনে হয় শুধু তারকাদেরই প্রতিযোগী হিসেবে রাখছেন । যারা টিভি বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় । তাই এবারে অনেক আলাদা আলাদা মানুষ দেখা যাবে ।"

এই সিজ়নে নতুন কী থাকছে ? সলমন বলেন, "একমাস পরই একটা ফিনালে হবে । তার দু'সপ্তাহ পর থেকে বিভিন্ন টুইস্ট শুরু হবে । তারপর হবে আসল ফিনালে ।" এবারেও শাস্তি ও জেলের কনসেপ্ট রাখা হচ্ছে ।

বহু বছর ধরে এই রিয়্যালিটি শো'তে হোস্ট করছেন সলমন । অন্যদিক থেকে ভাবলে কেমন লাগবে ? যদি শো'তে তিনি একজন প্রতিযোগী হিসেবে যোগ দিতেন ? সলমন হেসে উত্তর দেন, "আমি টিকে থেকে যেতাম । বাড়ির ভিতরে থাকাটা আমার কাছে খুবই সহজ হত ।"

Intro:Body:

Bigg Boss


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.