ETV Bharat / entertainment

পায়ে বাঁধা ব্যান্ডেজ, হুইলচেয়ারে বসে হাসপাতাল থেকে বেরলেন গোবিন্দা - GOVINDA DISCHARGED FROM HOSPITAL

Govinda Returns Home: চার দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দা ৷ হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বেরিয়ে সবাইকে ধন্যবাদ জানালেন অভিনেতা ৷

author img

By ETV Bharat Entertainment Team

Published : 2 hours ago

Govinda Discharged from Hospital
হাসপাতাল থেকে বেরোলেন গোবিন্দা (এএনআই)

মুম্বই, 4 অক্টোবর: পায়ে গুলি লাগার পর গোবিন্দাকে মঙ্গলবারই মুম্বইয়ের সিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক রমেশ আগরওয়ালের তত্ত্বাবধানে অভিনেতার অস্ত্রোপচার হয় ৷ আজ চার দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বছর ষাটের এই জনপ্রিয় অভিনেতা ৷ প্রিয় তারকার স্বাস্থ্যের কতটা উন্নতি হয়েছে তা জানতে উদ্বেগে ছিলেন অনুরাগীরা ৷

তিনি এদিন ছাড়া পেতেই হাসপাতালের সামনে ভিড় উপচে পড়ে ৷ বলি অভিনেতা হাসপাতাল থেকে বেরিয়েই সকল শুভাকাঙ্খী, অনুরাগী, পুলিশ এবং মিডিয়ার পাশাপাশি শিবসেনা নেতৃত্বকে ধন্যবাদ জানান।

শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সদস্যর পরনে ছিল কালো কুর্তা-পাজামা ৷ তাঁর বাঁ-পায়ে জড়ানো ব্যান্ডেজ ৷ হুইলচেয়ারে বসে হাসপাতালের বাইরে আসেন। অপেক্ষারত অনুরাগীদের উদ্দেশে হাত জোর করে তিনি বলেন, "আই লভ ইউ, সকলকে ধন্যবাদ। যেখানে যেখানে আমার জন্য পুজো করা হয়েছে, দোয়া করা হয়েছে, প্রেয়ার করা হয়েছে তাঁদের সবাইকে ধন্যবাদ। আমি আমার শুভাকাঙ্খী-সহ সংবাদমাধ্যম, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি শিবসেনার নেতৃত্বকে।"

কী ঘটেছিল বলি তারকার?

মঙ্গলবার সকালে পায়ে গুলি লাগে তাঁর ৷ 60 বছর বয়সি অভিনেতা একটি প্রোগ্রামে কলকাতা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রাথমিক রিপোর্ট অনুসারে, গোবিন্দা তাঁর প্রাইভেট রিভলভারটি আলমারিতে রাখার চেষ্টা করছিলেন ৷ সেই সময় নাকি আচমকাই রিভলবার হাত থেকে পড়ে যায় ৷ গুলি এসে লাগে পায়ে। অবিলম্বে তাঁকে মুম্বইয়ের সিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর স্ত্রী সুনীতা আহুজা গোবিন্দার শারীরিক অবস্থার কথা জানান ৷ তিনি কেমন রয়েছেন তা গোবিন্দার চিকিৎসক ডক্টর আগরওয়ালও সংবাদমাধ্যমকে জানান ৷ বলেন, "অভিনেতার পায়ে 8 থেকে 10'টির মতো সেলাই পড়েছে। হাঁটুর থেকে ঠিক দুই ইঞ্চি নীচে গুলি লেগেছে অভিনেতার পায়ে।

উল্লেখ্য, এরই মাঝে কিছু ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ তাতে দেখা যায় রক্তমাখা বুলেট রাখা রয়েছে একটি বাটির মধ্যে ৷ সেই বুলেটটি অভিনেতার পা-থেকে বের করা হয় । তবে তিনি এখন বিপদমুক্ত ৷

মুম্বই, 4 অক্টোবর: পায়ে গুলি লাগার পর গোবিন্দাকে মঙ্গলবারই মুম্বইয়ের সিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক রমেশ আগরওয়ালের তত্ত্বাবধানে অভিনেতার অস্ত্রোপচার হয় ৷ আজ চার দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বছর ষাটের এই জনপ্রিয় অভিনেতা ৷ প্রিয় তারকার স্বাস্থ্যের কতটা উন্নতি হয়েছে তা জানতে উদ্বেগে ছিলেন অনুরাগীরা ৷

তিনি এদিন ছাড়া পেতেই হাসপাতালের সামনে ভিড় উপচে পড়ে ৷ বলি অভিনেতা হাসপাতাল থেকে বেরিয়েই সকল শুভাকাঙ্খী, অনুরাগী, পুলিশ এবং মিডিয়ার পাশাপাশি শিবসেনা নেতৃত্বকে ধন্যবাদ জানান।

শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সদস্যর পরনে ছিল কালো কুর্তা-পাজামা ৷ তাঁর বাঁ-পায়ে জড়ানো ব্যান্ডেজ ৷ হুইলচেয়ারে বসে হাসপাতালের বাইরে আসেন। অপেক্ষারত অনুরাগীদের উদ্দেশে হাত জোর করে তিনি বলেন, "আই লভ ইউ, সকলকে ধন্যবাদ। যেখানে যেখানে আমার জন্য পুজো করা হয়েছে, দোয়া করা হয়েছে, প্রেয়ার করা হয়েছে তাঁদের সবাইকে ধন্যবাদ। আমি আমার শুভাকাঙ্খী-সহ সংবাদমাধ্যম, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি শিবসেনার নেতৃত্বকে।"

কী ঘটেছিল বলি তারকার?

মঙ্গলবার সকালে পায়ে গুলি লাগে তাঁর ৷ 60 বছর বয়সি অভিনেতা একটি প্রোগ্রামে কলকাতা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রাথমিক রিপোর্ট অনুসারে, গোবিন্দা তাঁর প্রাইভেট রিভলভারটি আলমারিতে রাখার চেষ্টা করছিলেন ৷ সেই সময় নাকি আচমকাই রিভলবার হাত থেকে পড়ে যায় ৷ গুলি এসে লাগে পায়ে। অবিলম্বে তাঁকে মুম্বইয়ের সিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর স্ত্রী সুনীতা আহুজা গোবিন্দার শারীরিক অবস্থার কথা জানান ৷ তিনি কেমন রয়েছেন তা গোবিন্দার চিকিৎসক ডক্টর আগরওয়ালও সংবাদমাধ্যমকে জানান ৷ বলেন, "অভিনেতার পায়ে 8 থেকে 10'টির মতো সেলাই পড়েছে। হাঁটুর থেকে ঠিক দুই ইঞ্চি নীচে গুলি লেগেছে অভিনেতার পায়ে।

উল্লেখ্য, এরই মাঝে কিছু ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ তাতে দেখা যায় রক্তমাখা বুলেট রাখা রয়েছে একটি বাটির মধ্যে ৷ সেই বুলেটটি অভিনেতার পা-থেকে বের করা হয় । তবে তিনি এখন বিপদমুক্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.