ETV Bharat / bharat

ভারতের কাছেও আয়রন ডোম আছে: নয়া বায়ুসেনা প্রধান এপি সিং - IAF CAS AP Singh - IAF CAS AP SINGH

ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান এপি সিং ৷ ভারত-চিন সীমান্ত, অগ্নিবীর, দেশের অস্ত্র ভাণ্ডার নিয়ে কী জানালেন তিনি ?

IAF CAS AP Singh
ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান এপি সিং (ছবি সৌজন্য: এএনআই ভিডিয়ো)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2024, 4:32 PM IST

নয়াদিল্লি, 4 অক্টোবর: প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিন ব্যাপক হারে নির্মাণ কাজ করে চলেছে, বিশেষত লাদাখে ৷ ভারতও তার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে জানালেন এয়ার চিফ মার্শাল এপি সিং ৷ 3 সেপ্টেম্বর তিনি ভারতীয় বায়ুসেনার চিফ অফ এয়ার স্টাফ (সিএএস) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ৷

সিএএস হিসেবে তাঁর প্রথম সাংবাদিক বৈঠকে চিন-ভারত আন্তর্জাতিক সীমান্ত ইস্যু এপি সিং বলেন, "নতুন বিমান ঘাঁটি তৈরি হচ্ছে নাওমাতে ৷ এছাড়া যে পরিকাঠামো রয়েছে, তাকে আরও উন্নত করার কাজ চলছে ৷ বাকি বিমান ঘাঁটিগুলিকে সেন্ট্রাল সেক্টরে উন্নীত করা হচ্ছে ৷" 2047 সালের মধ্যে দেশেই যাতে বায়ুসেনার প্রয়োজনীয় সবকিছু উৎপাদন করা যায়, সেই লক্ষ্যে কাজ করছে ভারতীয় বায়ুসেনা, জানান বায়ুসেনা প্রধান ৷

দু'বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে ৷ এরই সঙ্গে গত বছরের অক্টোবর মাস থেকে শুরু হয়েছে ইজরায়েল হামাস যুদ্ধে ৷ সেই যুদ্ধ এখন আর শুধু গাজা ও ইজরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই ৷ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত হতে চলেছে ৷ ইতিমধ্যে লেবানন, ইরানও জড়িয়েছে ৷

ভারতের আয়রন ডোম প্রযুক্তি

ইজরায়েলে হামলা চালালেও বহু মিসাইল আটকে যাচ্ছে বিখ্যাত আয়রন ডোম ৷ সেই প্রযুক্তি ভারতেও আছে, জানালেন চিফ অফ স্টাফ ৷ এপি সিং বলেন, "আমরা যাই কিনি না কেন, আমাদের কাছেও আয়রন ডোমের মতো ব্য়বস্থা আছে ৷ কিন্তু তা সারা দেশের জন্য যথেষ্ট নয় ৷ আমাদের আরও অনেক দরকার ৷ কী কী প্রয়োজন, তাকে অগ্রাধিকার দিতে হবে ৷ খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং যুদ্ধবিমান ভারতেই তৈরি করতে হবে ৷ এই বিষয়ে আমরা ইসরোর সঙ্গে কাজ করছি ৷"

অস্ত্রের বিষয়ে ভারতের স্বনির্ভরতা

বিশ্বের এই অস্থির অবস্থায় আইএএফ প্রধান জানান, ভবিষ্যতের নিরাপত্তার চ্যালেঞ্জগুলির দিকে তাকিয়ে অস্ত্র নির্মাণের ক্ষেত্রে ভারতের স্বনির্ভর হওয়া উচিত ৷ এই যুদ্ধ পরিস্থিতিতে বায়ুসেনা খুবই গুরুত্বপূর্ণ ৷ সিং বলেন, "যুদ্ধ পরিস্থিতির মোকাবিলা কীভাবে হবে, এখন সেই প্রশিক্ষণ দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য ৷ সেটাই প্রয়োজন ৷ আমাদেরও যদি এমন যুদ্ধে লড়তে হয়, তাহলে যেন জিততে পারি ৷ আমরা কয়েক জায়গায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য (সারফেস টু এয়ার) ক্ষেপণাস্ত্র তৈরি রেখেছি ৷ কুশার মতো দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অস্ত্রও কাজে লাগানোর চেষ্টা করছি ৷ বিপুল সংখ্যায় আকাশ ক্ষেপণাস্ত্র রয়েছে ৷ এবার আকাশ এনজি কাজে লাগানোর কথা ভাবছি ৷"

অগ্নিবীর

এখানে উঠে আসে অগ্নিবীরদের প্রসঙ্গ ৷ সিএএস এপি সিং বলেন, "অগ্নিবীররা ভারতীয় বায়ুসেনাকে গৌরব বৃদ্ধি করবেন ৷ বাইরে কোথাও নির্ভর করা ঠিক নয় ৷ আপনি যদি যুদ্ধের মতো যুদ্ধ চান, যেখানে 200-300 ক্ষেপণাস্ত্র ছোড়া হবে ৷ তাহলে সেগুলি ভারতেই তৈরি করতে হবে ৷" অগ্নিবীর নিয়ে তিনি আরও বলেন, "অগ্নিবীর নিয়ে আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি তা অত্যন্ত সদর্থক ৷ আমাদের বলা হয়েছে, আমরা যদি 25 শতাংশ অগ্নিবীরদের নিতে পারি ৷ আমরা তাতে রাজি ৷ সিদ্ধান্তটা নিতে হবে সরকারকে ৷"

নয়াদিল্লি, 4 অক্টোবর: প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিন ব্যাপক হারে নির্মাণ কাজ করে চলেছে, বিশেষত লাদাখে ৷ ভারতও তার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে জানালেন এয়ার চিফ মার্শাল এপি সিং ৷ 3 সেপ্টেম্বর তিনি ভারতীয় বায়ুসেনার চিফ অফ এয়ার স্টাফ (সিএএস) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ৷

সিএএস হিসেবে তাঁর প্রথম সাংবাদিক বৈঠকে চিন-ভারত আন্তর্জাতিক সীমান্ত ইস্যু এপি সিং বলেন, "নতুন বিমান ঘাঁটি তৈরি হচ্ছে নাওমাতে ৷ এছাড়া যে পরিকাঠামো রয়েছে, তাকে আরও উন্নত করার কাজ চলছে ৷ বাকি বিমান ঘাঁটিগুলিকে সেন্ট্রাল সেক্টরে উন্নীত করা হচ্ছে ৷" 2047 সালের মধ্যে দেশেই যাতে বায়ুসেনার প্রয়োজনীয় সবকিছু উৎপাদন করা যায়, সেই লক্ষ্যে কাজ করছে ভারতীয় বায়ুসেনা, জানান বায়ুসেনা প্রধান ৷

দু'বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে ৷ এরই সঙ্গে গত বছরের অক্টোবর মাস থেকে শুরু হয়েছে ইজরায়েল হামাস যুদ্ধে ৷ সেই যুদ্ধ এখন আর শুধু গাজা ও ইজরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই ৷ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত হতে চলেছে ৷ ইতিমধ্যে লেবানন, ইরানও জড়িয়েছে ৷

ভারতের আয়রন ডোম প্রযুক্তি

ইজরায়েলে হামলা চালালেও বহু মিসাইল আটকে যাচ্ছে বিখ্যাত আয়রন ডোম ৷ সেই প্রযুক্তি ভারতেও আছে, জানালেন চিফ অফ স্টাফ ৷ এপি সিং বলেন, "আমরা যাই কিনি না কেন, আমাদের কাছেও আয়রন ডোমের মতো ব্য়বস্থা আছে ৷ কিন্তু তা সারা দেশের জন্য যথেষ্ট নয় ৷ আমাদের আরও অনেক দরকার ৷ কী কী প্রয়োজন, তাকে অগ্রাধিকার দিতে হবে ৷ খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং যুদ্ধবিমান ভারতেই তৈরি করতে হবে ৷ এই বিষয়ে আমরা ইসরোর সঙ্গে কাজ করছি ৷"

অস্ত্রের বিষয়ে ভারতের স্বনির্ভরতা

বিশ্বের এই অস্থির অবস্থায় আইএএফ প্রধান জানান, ভবিষ্যতের নিরাপত্তার চ্যালেঞ্জগুলির দিকে তাকিয়ে অস্ত্র নির্মাণের ক্ষেত্রে ভারতের স্বনির্ভর হওয়া উচিত ৷ এই যুদ্ধ পরিস্থিতিতে বায়ুসেনা খুবই গুরুত্বপূর্ণ ৷ সিং বলেন, "যুদ্ধ পরিস্থিতির মোকাবিলা কীভাবে হবে, এখন সেই প্রশিক্ষণ দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য ৷ সেটাই প্রয়োজন ৷ আমাদেরও যদি এমন যুদ্ধে লড়তে হয়, তাহলে যেন জিততে পারি ৷ আমরা কয়েক জায়গায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য (সারফেস টু এয়ার) ক্ষেপণাস্ত্র তৈরি রেখেছি ৷ কুশার মতো দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অস্ত্রও কাজে লাগানোর চেষ্টা করছি ৷ বিপুল সংখ্যায় আকাশ ক্ষেপণাস্ত্র রয়েছে ৷ এবার আকাশ এনজি কাজে লাগানোর কথা ভাবছি ৷"

অগ্নিবীর

এখানে উঠে আসে অগ্নিবীরদের প্রসঙ্গ ৷ সিএএস এপি সিং বলেন, "অগ্নিবীররা ভারতীয় বায়ুসেনাকে গৌরব বৃদ্ধি করবেন ৷ বাইরে কোথাও নির্ভর করা ঠিক নয় ৷ আপনি যদি যুদ্ধের মতো যুদ্ধ চান, যেখানে 200-300 ক্ষেপণাস্ত্র ছোড়া হবে ৷ তাহলে সেগুলি ভারতেই তৈরি করতে হবে ৷" অগ্নিবীর নিয়ে তিনি আরও বলেন, "অগ্নিবীর নিয়ে আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি তা অত্যন্ত সদর্থক ৷ আমাদের বলা হয়েছে, আমরা যদি 25 শতাংশ অগ্নিবীরদের নিতে পারি ৷ আমরা তাতে রাজি ৷ সিদ্ধান্তটা নিতে হবে সরকারকে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.