ETV Bharat / bharat

50 কোটি তোলাবাজির অভিযোগ ! কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামীর বিরুদ্ধে এফআইআর - HD KUMARASWAMY LANDS IN CONTROVERSY - HD KUMARASWAMY LANDS IN CONTROVERSY

FIR Registered Against Kumaraswamy: কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজয় টাটা নামক এক ব্যবসায়ী ৷

HD Kumaraswamy
কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামীর বিরুদ্ধে এফআইআর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2024, 4:12 PM IST

বেঙ্গালুরু, 4 অক্টোবর: কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজয় টাটা নামক এক ব্যবসায়ী ৷ দাবি, তাঁর থেকে তোলা বাবদ 50 কোটি টাকা চাওয়া হয়েছে। স্থানীয় অম্রিতাহল্লি থানায় অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ী ৷ একই অভিযোগে নাম জড়িয়েছে বিধান পরিষদের প্রাক্তন সদস্য রমেশ গৌড়ারও ৷

ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে ভয় দেখিয়ে 50 কোটি টাকা চাওয়া হয়েছে ৷ অতীতে জেডিএসের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে ছিলেন বিজয় ৷ যদিও বর্তমানে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর ৷

প্রাথমিকভাবে, পুলিশ প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী এবং গৌড়ার বিরুদ্ধে একটি নন-কগনিজেবল রিপোর্ট (এনসিআর) দায়ের করে ৷ কিন্তু শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনার পর এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয় । প্রথম অভিযুক্ত রমেশ গৌড়া এবং দ্বিতীয় অভিযুক্ত কুমারস্বামী।

বিজয়ের অভিযোগ, 2019 সালের লোকসভা নির্বাচনের সময়, তিনি মান্ডিয়া কেন্দ্রের জেডিএস প্রার্থী নিখিল কুমারস্বামীর পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছিলেন ৷ সম্পর্কে নিখিল এইচডি কুমারস্বামীর ছেলে। প্রচারে নিজের প্রচুর অর্থ ব্যয় করেন বিজয়। গত 24 অগস্ট রমেশ গৌড়া তাঁর বাড়িতে যান ৷ তাঁকে বলা হয়, নিখিল কুমারস্বামী চান্নাপাটনা উপ-নির্বাচনের জন্য টিকিট পাবেন ।

ব্যবসায়ীর অভিযোগ, এই প্রচারের জন্য তাঁকে 50 কোটি টাকা দেওয়ার কথা বলা হয় ৷ কিন্তু এত টাকা দেওয়ার ক্ষমতা তাঁর নেই ৷ যদিও তাঁর এই বক্তব্যে ক্ষুব্ধ হন কুমারস্বামী ৷ এরপর তাঁকে হুমকি দিয়ে জানান, 50 কোটির ব্যবস্থা না করে দেওয়া হলে তাঁর সমস্ত ব্যবসা কেড়ে নেওয়া হবে ৷ শুধু তাই নয়, তাঁর পক্ষে বেঙ্গালুরুতে বসবাস করাও মুশকিল হয়ে যাবে ৷

বেঙ্গালুরু, 4 অক্টোবর: কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজয় টাটা নামক এক ব্যবসায়ী ৷ দাবি, তাঁর থেকে তোলা বাবদ 50 কোটি টাকা চাওয়া হয়েছে। স্থানীয় অম্রিতাহল্লি থানায় অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ী ৷ একই অভিযোগে নাম জড়িয়েছে বিধান পরিষদের প্রাক্তন সদস্য রমেশ গৌড়ারও ৷

ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে ভয় দেখিয়ে 50 কোটি টাকা চাওয়া হয়েছে ৷ অতীতে জেডিএসের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে ছিলেন বিজয় ৷ যদিও বর্তমানে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর ৷

প্রাথমিকভাবে, পুলিশ প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী এবং গৌড়ার বিরুদ্ধে একটি নন-কগনিজেবল রিপোর্ট (এনসিআর) দায়ের করে ৷ কিন্তু শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনার পর এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয় । প্রথম অভিযুক্ত রমেশ গৌড়া এবং দ্বিতীয় অভিযুক্ত কুমারস্বামী।

বিজয়ের অভিযোগ, 2019 সালের লোকসভা নির্বাচনের সময়, তিনি মান্ডিয়া কেন্দ্রের জেডিএস প্রার্থী নিখিল কুমারস্বামীর পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছিলেন ৷ সম্পর্কে নিখিল এইচডি কুমারস্বামীর ছেলে। প্রচারে নিজের প্রচুর অর্থ ব্যয় করেন বিজয়। গত 24 অগস্ট রমেশ গৌড়া তাঁর বাড়িতে যান ৷ তাঁকে বলা হয়, নিখিল কুমারস্বামী চান্নাপাটনা উপ-নির্বাচনের জন্য টিকিট পাবেন ।

ব্যবসায়ীর অভিযোগ, এই প্রচারের জন্য তাঁকে 50 কোটি টাকা দেওয়ার কথা বলা হয় ৷ কিন্তু এত টাকা দেওয়ার ক্ষমতা তাঁর নেই ৷ যদিও তাঁর এই বক্তব্যে ক্ষুব্ধ হন কুমারস্বামী ৷ এরপর তাঁকে হুমকি দিয়ে জানান, 50 কোটির ব্যবস্থা না করে দেওয়া হলে তাঁর সমস্ত ব্যবসা কেড়ে নেওয়া হবে ৷ শুধু তাই নয়, তাঁর পক্ষে বেঙ্গালুরুতে বসবাস করাও মুশকিল হয়ে যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.