মুম্বই : "রসোরে মে কৌন থা ?" গত কয়েকদিন এই সংলাপটি যেন লোকের মুখে মুখে ফিরছে । কিন্তু, কেন ? কী আছে এই সংলাপটির মধ্যে ? নেপথ্যে যশরাজ মুখটে নামে এক ইউটিউবর ।
2010 সালের 20 ফেব্রুয়ারি ইউটিউব জয়েন করেন যশরাজ । অদ্ভুত রকমের কনটেন্ট ক্রিয়েট করেন তিনি । কোনও সংলাপ, কারও বলা কথা বা প্রতিক্রিয়ায় সুর মিশিয়ে ব়্যাপের মতো তৈরি করেন যশরাজ । এর আগেও এমন কনটেন্ট উপহার দিয়েছেন তিনি দর্শককে ।
তবে এই 'কোকিলাবেন ব়্যাপ'-এর মতো জনপ্রিয়তা পায়নি কোনওটাই । শাশুড়ি কোকিলাবেন আর তাই দুই বউমার কথোপকথন নিয়ে ব়্যাপটি বানিয়েছেন যশরাজ । রান্নাঘরে কিছু গন্ডগোল করায় বউমাদের বকাবকি করছেন কোকিলাবেন । এই হল সংলাপের উপজীব্য বিষয় ।
তার মধ্যেই নিজের ক্রিয়েটিভিটি দেখিয়েছেন যশরাজ । ব্যাস, তাতেই কামাল । মিম, স্পুফ, জোক - সবকিছুতেই কোকিলাবেন আর তার চানাডালের গল্প । শুনে নিন যশরাজের 'বিখ্যাত' ব়্যাপ...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর অনেক কনটেন্ট ক্রিয়েটর আবার এই ভিডিয়োর নকল তৈরি করা শুরু করেছেন । যশরাজের ব়্যাপকে ব্যবহার করে নিজেদের মতো করে রিক্রিয়েট করেছেন ধারাবাহিকের চরিত্রগুলোকে ।
রনিত আশরা, শ্রদ্ধা ওঙ্কারের মতো অনেকেই কোকিলাবেন সেজে মনোরঞ্জন করছেন দর্শককে । তেমনই কয়েকটি ভিডিয়ো দেখে নিন..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">