কলকাতা, 14 ফেব্রুয়ারি : 'সাত ভাই চম্পা' ধারাবাহিকে একসঙ্গে জুটি বেঁধেছিলেন দু‘জনে । পারুলের ভূমিকায় ছিলেন প্রমিতা চক্রবর্তী আর সেনাপতি রাঘবেন্দ্রর ভূমিকায় ছিলেন অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায় । সেই শ্য়ুটিংয়ের দিনগুলিতেই দু‘জনের মধ্যে প্রেম জমে ওঠে । শুরু থেকেই প্রেম নিয়ে লুকোচাপা করেননি কেউই। ইন্ডাস্ট্রি হোক বা তাঁদের অনুরাগীমহল সকলেই জানতেন সম্পর্কের ব্যাপারে । অবশেষে গত বছর ভ্যালেন্টাইন্স ডের দিনে পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের কোলে আংটি বদল করেন দু‘জন । সেরে ফেলেন আইনি বিয়েও ।
দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল তাঁদের সেই সই সাবুতের বিয়ের । আর তাই দিনটাকে বিশেষভাবে উদযাপন করতে ফটোশুটে মাতলেন দু‘জনে (Rudra and Pramita Celebrate Their Marriage Anniversary with a Photo Shoot)। রবিবার মধ্য়রাতের পর একসঙ্গে এই বিশেষ দিনটি স্মরণ করলেন রুদ্র-প্রমিতা ৷ আইনি বিয়ের পর্ব মিটে গেলেও সামাজিক বিয়ের দিনক্ষণ এখনও জানাননি কেউই । তবে, খুব শীঘ্রই সেই দিনটিও আসন্ন তা আন্দাজ করা যায় ।
আরও পড়ুন : আজই শেষ দিদি নম্বর ওয়ান - সিজন 8, করুণাময়ী রানি রাসমণি
উল্লেখ্য, বেশ অনেকদিন পর ফের ছোটপর্দায় জুটি বেঁধেছেন রুদ্র-প্রমিতা। 'পিলু' ধারাবাহিকে দেখা যাচ্ছে দু‘জনকে। প্রমিতা এখানে একেবারে ইন্ট্রোভার্ট আর রুদ্র হিপ হপ রকিং স্টার যাকে বলে । একজন গম্ভীর, খানিকটা রাগী দিদিমণি টাইপ, অন্যজন ফুরফুরে মেজাজের নায়ক । এই দুই বিপরীত চরিত্রের মানুষের মধ্যে কীভাবে প্রেম গড়ে ওঠে সেটাই দেখার দিন আসন্ন । তবে, অনেকদিন পর ছোটপর্দায় জুটি বাঁধতে পেরে খুশি দু‘জনেই । তাঁদের মতে, কাজের ফাঁকে রোজ দেখা হয়ে যাওয়াটাও একটা বাড়তি পাওনা ।