ETV Bharat / sitara

একশোতে পা 'রান্নাবান্না'-র - gopal

দেখতে দেখতে 100 এপিসোড পার করতে চলেছে 'রান্নাবান্না'। আর এই বিশেষ এপিসোডে 100 পাউন্ডের একটা কেক-মিষ্টি দেখানো হবে ।

asd
sd
author img

By

Published : Sep 26, 2020, 8:38 PM IST

Updated : Sep 27, 2020, 8:22 AM IST

কলকাতা : দেখতে দেখতে 100 এপিসোড পার করতে চলেছে 'রান্নাবান্না'। প্রতিদিনই নতুন নতুন রান্না দেখানো হয় সেখানে । আর এই বিশেষ এপিসোডে 100 পাউন্ডের একটা কেক-মিষ্টি দেখানো হবে । সেই সঙ্গে বিশেষ আকর্ষণ 100 বছরের পুরোনো বৈকুণ্ঠ ভোগের রেসিপি ।

dfsdf
.

শোয়ের সঞ্চালক অপরাজিতা আঢ্য ও গোপাল কয়েক মাস ধরে নতুন নতুন রান্না দর্শকদের শিখিয়েছেন । সেখানে অতিথিরা রান্নার পাশাপাশি অনেক অজানা কথা ভাগও করে নিয়েছেন দর্শকের সঙ্গে । এভাবেই দেখতে দেখতে 100টা এপিসোড পার করেছে এই নন-ফিকশন শো ।

শুনুন প্রসেনজিতের বক্তব্য

এবিষয়ে স্টার জালসা থেকে বলা হয়, "আমরা সবসময় এমন বিষয়কেই তুলে ধরেছি, যা আপনাদের উদ্বুদ্ধ করেছে । আমাদের উদ্দেশ্য দর্শকদের মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া । 'রান্নাবান্না'-ও তাই করেছে । 100 এপিসোড পার করতে চলেছে এই শো ।"

শুনুন জিশু বক্তব্য

শোয়ের পরিচালক ও প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এ প্রসঙ্গে ETV ভারতকে বলেন, "বাঙালিদের সঙ্গে চায়ের একটা যোগ আছে । তাঁরা সব সময় নতুন ধরনের রান্নাকে আপন করে নিয়েছেন । আমরা খুব আনন্দের সঙ্গে 'রান্নাবান্না'-র 100তম এপিসোড ঘোষণা করছি ।" এই এপিসোড সম্প্রচারিত হবে 27 সেপ্টেম্বর ।

কলকাতা : দেখতে দেখতে 100 এপিসোড পার করতে চলেছে 'রান্নাবান্না'। প্রতিদিনই নতুন নতুন রান্না দেখানো হয় সেখানে । আর এই বিশেষ এপিসোডে 100 পাউন্ডের একটা কেক-মিষ্টি দেখানো হবে । সেই সঙ্গে বিশেষ আকর্ষণ 100 বছরের পুরোনো বৈকুণ্ঠ ভোগের রেসিপি ।

dfsdf
.

শোয়ের সঞ্চালক অপরাজিতা আঢ্য ও গোপাল কয়েক মাস ধরে নতুন নতুন রান্না দর্শকদের শিখিয়েছেন । সেখানে অতিথিরা রান্নার পাশাপাশি অনেক অজানা কথা ভাগও করে নিয়েছেন দর্শকের সঙ্গে । এভাবেই দেখতে দেখতে 100টা এপিসোড পার করেছে এই নন-ফিকশন শো ।

শুনুন প্রসেনজিতের বক্তব্য

এবিষয়ে স্টার জালসা থেকে বলা হয়, "আমরা সবসময় এমন বিষয়কেই তুলে ধরেছি, যা আপনাদের উদ্বুদ্ধ করেছে । আমাদের উদ্দেশ্য দর্শকদের মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া । 'রান্নাবান্না'-ও তাই করেছে । 100 এপিসোড পার করতে চলেছে এই শো ।"

শুনুন জিশু বক্তব্য

শোয়ের পরিচালক ও প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এ প্রসঙ্গে ETV ভারতকে বলেন, "বাঙালিদের সঙ্গে চায়ের একটা যোগ আছে । তাঁরা সব সময় নতুন ধরনের রান্নাকে আপন করে নিয়েছেন । আমরা খুব আনন্দের সঙ্গে 'রান্নাবান্না'-র 100তম এপিসোড ঘোষণা করছি ।" এই এপিসোড সম্প্রচারিত হবে 27 সেপ্টেম্বর ।

Last Updated : Sep 27, 2020, 8:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.