ETV Bharat / sitara

লকডাউনে পাবলিক ডিম্যান্ড, টেলিভিশনের পরদায় ফিরছে 'রামায়ণ' - রামায়ণের খবর

আগামীকাল অর্থাৎ 28 মার্চ থেকে টেলিভিশনের পরদায় ফিরছে এক সময়ের ব্লকবাস্টার সিরিয়াল 'রামায়ণ' । লকডাউনের মাঝে সাধারণ মানুষকে আবার সেই পুরোনো বিনোদনের স্বাদ ফিরিয়ে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার ।

ramayan on doordarshan
ramayan on doordarshan
author img

By

Published : Mar 27, 2020, 1:13 PM IST

নিউ দিল্লি : একটা সময় ছিল যখন দেশজুড়ে আপামর জনতার কাছে বিনোদনের আর এক নাম ছিল 'রামায়ণ' । সন্ধেবেলা পুরো পরিবারের মিটিং প্লেস ছিল বাড়ির বৈঠকখানায় টেলিভিশন সেটের সামনে । 1987-এর 25 জানুয়ারি থেকে 1988 সালের 31 জুলাই অবধি দূরদর্শনের পরদায় দাপিয়েছিল রামানন্দ সাগর পরিচালিত 'রামায়ণ' । দেশবাসীর সেই নস্ট্যালজিয়াকে ফিরিয়ে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার ।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইটারের মাধ্যমে এই খবর জানিয়েছেন । তিনি লিখেছেন, "পাবলিক ডিমান্ডে আমরা আগামীকাল থেকে 'রামায়ণ'-এর পুনঃসম্প্রচার শুরু করতে চলেছি । এই খবর ঘোষণা করতে পেরে ভালো লাগছে । 28 মার্চ শনিবার থেকে DD ন্যাশনালে শুরু হবে ধারাবাহিকটি । সকাল 9 টা থেকে 10 টা একটি এপিসোড ও রাত 9 টা থেকে 10 টা আর একটি এপিসোড ।"

  • Happy to announce that on public demand, we are starting retelecast of 'Ramayana' from tomorrow, Saturday March 28 in DD National, One episode in morning 9 am to 10 am, another in the evening 9 pm to 10 pm.@narendramodi
    @PIBIndia@DDNational

    — Prakash Javadekar (@PrakashJavdekar) March 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মন্ত্রীর এই ঘোষণায় বেশ খুশি নেটিজেনরা । অনেকেই মন্তব্য করেছেন যে, শৈশবের স্মৃতি ফিরতে চলেছে, নস্ট্যালজিক হয়ে পড়ছেন তাঁরা । আবার অনেকের মতে, এই লকডাউনের সময় 'রামায়ণ'-এর মতো ধর্মীয় জনপ্রিয় ধারাবাহিক মানুষকে বাড়িতে আটকে রাখতে বাধ্য ।

ধারাবাহিকের 'রাম' অরুণ গোভিল ও 'সীতা' দীপিরা ছিখাল্যাকে দেবতাজ্ঞানে প্রায় পুজো করা হত একটা সময়ে । 'রামায়ণ'-এর 33 বছরের সেলিব্রেশনে এসে দীপিকা বলেছিলেন যে, কোনওদিন কেউ তাঁকে সাধারণ ভাবে সম্ভাষণ জানায়নি, প্রত্য়েকেই পায়ে হাত দিয়ে "সীতা মা" হিসেবে ট্রিট করতেন তাঁকে ।

ramayan on doordarshan
রাম-সীতা

আর তাঁদের এই ইমেজের জন্য পরবর্তী কালে কোনও রক্তমাংসের সাধারণ মানুষের চরিত্রে দেখা যায়নি অরুণ বা দীপিকাকে, মত অ্যানালিস্টদের ।

'রামায়ণ' কি ফের সেইভাবে সাড়া জাগাতে পারবে ভারতবাসীর মধ্যে? লকডাউনের অচলতাকে একটু চাগাড় দিতে পারবে ? উত্তর পাওয়া যাবে আগামীকাল থেকেই ।

নিউ দিল্লি : একটা সময় ছিল যখন দেশজুড়ে আপামর জনতার কাছে বিনোদনের আর এক নাম ছিল 'রামায়ণ' । সন্ধেবেলা পুরো পরিবারের মিটিং প্লেস ছিল বাড়ির বৈঠকখানায় টেলিভিশন সেটের সামনে । 1987-এর 25 জানুয়ারি থেকে 1988 সালের 31 জুলাই অবধি দূরদর্শনের পরদায় দাপিয়েছিল রামানন্দ সাগর পরিচালিত 'রামায়ণ' । দেশবাসীর সেই নস্ট্যালজিয়াকে ফিরিয়ে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার ।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইটারের মাধ্যমে এই খবর জানিয়েছেন । তিনি লিখেছেন, "পাবলিক ডিমান্ডে আমরা আগামীকাল থেকে 'রামায়ণ'-এর পুনঃসম্প্রচার শুরু করতে চলেছি । এই খবর ঘোষণা করতে পেরে ভালো লাগছে । 28 মার্চ শনিবার থেকে DD ন্যাশনালে শুরু হবে ধারাবাহিকটি । সকাল 9 টা থেকে 10 টা একটি এপিসোড ও রাত 9 টা থেকে 10 টা আর একটি এপিসোড ।"

  • Happy to announce that on public demand, we are starting retelecast of 'Ramayana' from tomorrow, Saturday March 28 in DD National, One episode in morning 9 am to 10 am, another in the evening 9 pm to 10 pm.@narendramodi
    @PIBIndia@DDNational

    — Prakash Javadekar (@PrakashJavdekar) March 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মন্ত্রীর এই ঘোষণায় বেশ খুশি নেটিজেনরা । অনেকেই মন্তব্য করেছেন যে, শৈশবের স্মৃতি ফিরতে চলেছে, নস্ট্যালজিক হয়ে পড়ছেন তাঁরা । আবার অনেকের মতে, এই লকডাউনের সময় 'রামায়ণ'-এর মতো ধর্মীয় জনপ্রিয় ধারাবাহিক মানুষকে বাড়িতে আটকে রাখতে বাধ্য ।

ধারাবাহিকের 'রাম' অরুণ গোভিল ও 'সীতা' দীপিরা ছিখাল্যাকে দেবতাজ্ঞানে প্রায় পুজো করা হত একটা সময়ে । 'রামায়ণ'-এর 33 বছরের সেলিব্রেশনে এসে দীপিকা বলেছিলেন যে, কোনওদিন কেউ তাঁকে সাধারণ ভাবে সম্ভাষণ জানায়নি, প্রত্য়েকেই পায়ে হাত দিয়ে "সীতা মা" হিসেবে ট্রিট করতেন তাঁকে ।

ramayan on doordarshan
রাম-সীতা

আর তাঁদের এই ইমেজের জন্য পরবর্তী কালে কোনও রক্তমাংসের সাধারণ মানুষের চরিত্রে দেখা যায়নি অরুণ বা দীপিকাকে, মত অ্যানালিস্টদের ।

'রামায়ণ' কি ফের সেইভাবে সাড়া জাগাতে পারবে ভারতবাসীর মধ্যে? লকডাউনের অচলতাকে একটু চাগাড় দিতে পারবে ? উত্তর পাওয়া যাবে আগামীকাল থেকেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.