ETV Bharat / sitara

Arvind Trivedi : প্রয়াত ছোটপর্দার 'রাবণ' অরবিন্দ ত্রিবেদী

বেশ কিছুদিন ধরে বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন অরবিন্দ ত্রিবেদী ৷ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার হার্ট অ্যাটাক হয় এই বর্ষীয়াণ অভিনেতার ৷

Arvind TriArvind Trivedivedi
Arvind TrArvind Trivediivedi
author img

By

Published : Oct 6, 2021, 9:27 AM IST

মুম্বই, 6 অক্টোবর : ছোটপর্দার রামায়ণের 'রাবণ' অরবিন্দ ত্রিবেদীর প্রয়াণ ঘটল ৷ বর্ষীয়াণ এই অভিনেতা রামায়নে রাবণের ভূমিকায় অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা লাভ করেছিলেন ৷ মঙ্গলবার মুম্বইয়ে মৃত্যু হয় তাঁর ৷ বয়স হয়েছিল 82 বছর ৷

বেশ কিছুদিন ধরে বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন অরবিন্দ ত্রিবেদী ৷ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার হার্ট অ্যাটাক হয় এই বর্ষীয়াণ অভিনেতার ৷ এরপর সন্ধ্যার দিকে মাল্টিপল অর্গ্যান ফেলিওরের কারণে মৃত্যু হয় তাঁর ৷ বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে ইনস্টাগ্রামে পোস্ট করেন রামায়ণের সহ অভিনেতা সুনীল লাহিড়ি ৷

  • Bahut dukhad Samachar hai ki Hamare Sabke Pyare Arvind bhai (Ravan of Ramayan) Ab Hamare bich Nahin Rahe😥 Bhagwan Unki Atma ko Shanti De...I am speechless I lost father figure, my guide, well wisher & gentleman ... 🙏😥 pic.twitter.com/RtB1SgGNMh

    — Sunil lahri (@LahriSunil) October 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Ghanshyam Nayak : নট্টু কাকা আর নেই, মনখারাপ 'তারক মেহতার কা উল্টা চশমা'-র দর্শকদের

দীর্ঘ 40 বছরের কেরিয়ারে টেলিভিশন ছাড়াও প্রচুর সিনেমায় অভিনয় করেছেন অরবিন্দ ত্রিবেদী ৷ হিন্দি ও গুজরাতি মিলিয়ে প্রায় তিনশোর কাছাকাছি সিনেমায় অভিনয় করেছেন তিনি ৷ রামায়ণের জনপ্রিয়তার পাশাপাশি 'বিক্রম অউর বেতাল'-এ অভিনয় করেন ৷ বড় পর্দাতেও পৌরাণিক চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷ টেলিভিশন জগতে সাফল্যের পর ত্রিবেদী রাজনীতির জগতেও পা রাখেন ৷ গুজরাতের সবরকথা বিধানসভা কেন্দ্র থেকে সাংসদ পদে নির্বাচিত হন ৷ 1991 থেকে 1996 সাল পর্যন্ত সাংসদ হিসেবে কাজ করেছেন অরবিন্দ ত্রিবেদী ৷

মুম্বই, 6 অক্টোবর : ছোটপর্দার রামায়ণের 'রাবণ' অরবিন্দ ত্রিবেদীর প্রয়াণ ঘটল ৷ বর্ষীয়াণ এই অভিনেতা রামায়নে রাবণের ভূমিকায় অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা লাভ করেছিলেন ৷ মঙ্গলবার মুম্বইয়ে মৃত্যু হয় তাঁর ৷ বয়স হয়েছিল 82 বছর ৷

বেশ কিছুদিন ধরে বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন অরবিন্দ ত্রিবেদী ৷ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার হার্ট অ্যাটাক হয় এই বর্ষীয়াণ অভিনেতার ৷ এরপর সন্ধ্যার দিকে মাল্টিপল অর্গ্যান ফেলিওরের কারণে মৃত্যু হয় তাঁর ৷ বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে ইনস্টাগ্রামে পোস্ট করেন রামায়ণের সহ অভিনেতা সুনীল লাহিড়ি ৷

  • Bahut dukhad Samachar hai ki Hamare Sabke Pyare Arvind bhai (Ravan of Ramayan) Ab Hamare bich Nahin Rahe😥 Bhagwan Unki Atma ko Shanti De...I am speechless I lost father figure, my guide, well wisher & gentleman ... 🙏😥 pic.twitter.com/RtB1SgGNMh

    — Sunil lahri (@LahriSunil) October 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Ghanshyam Nayak : নট্টু কাকা আর নেই, মনখারাপ 'তারক মেহতার কা উল্টা চশমা'-র দর্শকদের

দীর্ঘ 40 বছরের কেরিয়ারে টেলিভিশন ছাড়াও প্রচুর সিনেমায় অভিনয় করেছেন অরবিন্দ ত্রিবেদী ৷ হিন্দি ও গুজরাতি মিলিয়ে প্রায় তিনশোর কাছাকাছি সিনেমায় অভিনয় করেছেন তিনি ৷ রামায়ণের জনপ্রিয়তার পাশাপাশি 'বিক্রম অউর বেতাল'-এ অভিনয় করেন ৷ বড় পর্দাতেও পৌরাণিক চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷ টেলিভিশন জগতে সাফল্যের পর ত্রিবেদী রাজনীতির জগতেও পা রাখেন ৷ গুজরাতের সবরকথা বিধানসভা কেন্দ্র থেকে সাংসদ পদে নির্বাচিত হন ৷ 1991 থেকে 1996 সাল পর্যন্ত সাংসদ হিসেবে কাজ করেছেন অরবিন্দ ত্রিবেদী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.