কলকাতা, 30 সেপ্টেম্বর : সমালোচনার মুখে জনপ্রিয় টিভি শো 'দিদি নম্বর ওয়ান' (Didi Number 1)। রবিবার সম্প্রচারিত রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) শো-এর একটি এপিসোড নিয়েই যত কোলাহল । টিআরপি টানতে মিথ্যে গল্প সাজিয়ে পরিবেশন করার অভিযোগে এই নন-ফিকশন বন্ধের দাবি তুলেছেন নেট নাগরিকরা ৷
রবিবার 'দিদি নম্বর ওয়ান' সম্প্রচারিত এপিসোড নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে শোরগোল । সে দিনের এপিসোডে সুন্দরবনের একটি পরিবারকে খেলতে দেখা যায় । প্রতিযোগী জ্যোৎস্না শী জানান, তিনি নাকি নিজের স্বামীকে বাঘের হাত থেকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই করেছেন । তিনি স্বামীকে বাঁচাতে পারলেও তাঁর হাতদুটিকে বাঁচানো তাঁর পক্ষে সম্ভব হয়নি ।
সেই পর্ব দেখার পর নেট দুনিয়ার বক্তব্য, ওই ব্যক্তির হাত জামার ভিতর দিয়ে দেখা গিয়েছে । আর তা লাল দাগ দিয়ে চিহ্নিত করেও নানান মন্তব্যের ঝড় উঠছে নেট দুনিয়ায় । দাবি, এই নন ফিকশনে মিথ্যে ঘটনা দেখানো হয়েছে মনোরঞ্জনের জন্য । তাই অবিলম্বে এই শো বন্ধ করা উচিত ।
আরও পড়ুন: Shweta Tiwari : হাসপাতালে ভর্তি শ্বেতা, দ্রুত আরোগ্য কামনা প্রাক্তন স্বামীর
নেটদুনিয়ায় ওই হতদরিদ্র পরিবারের বিরুদ্ধে এ হেন মন্তব্য দেখে গর্জে উঠেছেন সুন্দরবনের ওই পরিবারের পূর্ব পরিচিত পদ্মাবতী মণ্ডল । তিনি শী পরিবারকে খুব ভাল করে চেনেন ৷ বাঘের আঘাতে ওই ব্যক্তির হাত আহত হওয়ার কথাও তাঁর জানা । তাঁর দাবি, যাঁরা ওই অসহায় পরিবারের সম্বন্ধে কুমন্তব্য পেশ করছেন, তাঁরা যেন ওই পরিবারে দায়ভার গ্রহণ করেন ।
আরও পড়ুন: Rhea Chakraborty: বিগ বস 15-এর প্রতিযোগী হতে কত টাকা নিচ্ছেন রিয়া ?
সোশ্যাল মিডিয়ায় শাড়ির পসরা সাজিয়ে লাইভ করার পরেও নেটিজেনদের রোষানলে পড়েছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতো তারকা কেন শাড়ি বিক্রি করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে ৷ অনেকে আবার অভিযোগ করেছেন, বাজার মূল্যের থেকে অনেক বেশি দাম দিয়ে শাড়ি বিক্রি করছেন রচনা ৷ এ বার ট্রোলড হতে হল তাঁর শো দিদি নম্বর ওয়ানকে ৷ এই দুই ঘটনা কি রচনা ও তাঁর শোয়ের জনপ্রিয়তায় আঘাত হানবে ? সময় দেবে তার উত্তর ।
আরও পড়ুন: Swastika Dutta: লিপ বাম, সানস্ক্রিন মেখেই ওয়েবে গ্ল্যামারাস স্বস্তিকা ! আসছে উত্তরণ