ETV Bharat / sitara

রবীন্দ্রসংগীতের নতুন অ্যালবাম - Albuma

11টি রবীন্দ্রসংগীত নিয়ে এল ইনডেভারইন টেগর।

ফোটো
author img

By

Published : May 16, 2019, 3:06 PM IST

Updated : May 21, 2019, 1:06 PM IST

কলকাতা : রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্য়ে মুক্তি পেল রবীন্দ্রসংগীতের নতুন অ্যালবাম। নাম ইনডেভারইন টেগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপল সেনগুপ্ত, গৌরব চ্যাটার্জি, রুদ্রনীল চৌধুরি ঋতপ্রভ রায়, কুনাল বিশ্বাস, সোমলতা আচার্য, প্রসূন ভট্টাচার্য ও চন্দ্রা চক্রবর্তী।

অনুষ্ঠানে এসে সোমলতা বললেন, "খুবই ভালো লাগছে দেখে যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও রবীন্দ্রসংগীতকে নিয়ে এতটা মেতে উঠেছে। নতুন করে কিছু নিয়ে আসার চেষ্টা করছে। এটা দেখেই তো ভালো লাগছে।" অ্যালবাম প্রসঙ্গে উপল বলেন,"আবারও প্রমাণ হয়ে গেল যে রবীন্দ্রসংগীতকে বাঁধা যায় না। নতুন প্রজন্ম সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যদি দেখা যায় লোকগীতি নিয়েও এক্সপিরিমেন্ট হয়েছে। তেমনই রবীন্দ্রসংগীত নিয়েও হচ্ছে। সব সফল হচ্ছে তেমন নয়। কিন্তু, এক্সপিরিমেন্টটা হবেই।"

ভিডিয়ো

কলকাতা : রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্য়ে মুক্তি পেল রবীন্দ্রসংগীতের নতুন অ্যালবাম। নাম ইনডেভারইন টেগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপল সেনগুপ্ত, গৌরব চ্যাটার্জি, রুদ্রনীল চৌধুরি ঋতপ্রভ রায়, কুনাল বিশ্বাস, সোমলতা আচার্য, প্রসূন ভট্টাচার্য ও চন্দ্রা চক্রবর্তী।

অনুষ্ঠানে এসে সোমলতা বললেন, "খুবই ভালো লাগছে দেখে যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও রবীন্দ্রসংগীতকে নিয়ে এতটা মেতে উঠেছে। নতুন করে কিছু নিয়ে আসার চেষ্টা করছে। এটা দেখেই তো ভালো লাগছে।" অ্যালবাম প্রসঙ্গে উপল বলেন,"আবারও প্রমাণ হয়ে গেল যে রবীন্দ্রসংগীতকে বাঁধা যায় না। নতুন প্রজন্ম সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যদি দেখা যায় লোকগীতি নিয়েও এক্সপিরিমেন্ট হয়েছে। তেমনই রবীন্দ্রসংগীত নিয়েও হচ্ছে। সব সফল হচ্ছে তেমন নয়। কিন্তু, এক্সপিরিমেন্টটা হবেই।"

ভিডিয়ো
Intro:25 শে বৈশাখ এর স্মরণে মুক্তি পেল রবীন্দ্রনাথের গানের রিমেক মিউজিক ভিডিও অ্যালবাম

অমিত চক্রবর্তী,কলকাতা:বাংলা বছরের প্রথম মাস মানে বৈশাখ মাস।এই মাস মানে রবি মাস ও বটে অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাস। এই বছরের মতন পঁচিশে বৈশাখ চলে গেলেও, কবির অবস্থান বাঙালি মনে চিরকালীন।দিকে দিকে পালিত হচ্ছে পক্ষকালব্যাপী রবীন্দ্র সন্ধ্যা ও রবীন্দ্র জন্মজয়ন্তী। আর এই 25 শে বৈশাখের রেশ টেনে নিয়ে তারই মধ্যে হয়ে গেল রবীন্দ্র গানের রিমেক মিউজিক ভিডিও লঞ্চ। এনি আহমেদ ও সুদীপ্ত পল এর নতুন এই রবীন্দ্রনাথের মিউজিক ভিডিও লঞ্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপল সেনগুপ্ত, গৌরব চ্যাটার্জী, রুদ্রনীল চৌধুরী রীতপ্রভো রায়, কুনাল বিশ্বাস,প্রসূন ভট্টাচার্য ও চন্দ্রা চক্রবর্তী। ইনডেভারইন টেগর মিউজিক অ্যালবাম এ আজ প্রথম একটি মাত্র মিউজিক ভিডিও, দর্শকদের সামনে নিয়ে আসা হয়েছে। ভবিষ্যতে এই অ্যালবামের বাকি গান গুলির মিউজিক ভিডিও দর্শকদের সামনে আসতে চলেছে।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : May 21, 2019, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.