ETV Bharat / sitara

শুরু পূর্ব-পশ্চিমের বার্ষিক থিয়েটার উৎসব - পূর্ব-পশ্চিমের বার্ষিক থিয়েটার উৎসব

6 নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব । এবছর থেকেই শুরু হয়েছে লাইফটাইম অ্যাওয়ার্ড দেওয়ার কাজ । এই অ্যাওয়ার্ড পেয়েছেন নাট্যব্যক্তিত্ব মেঘনা ভট্টাচার্য ।

ছবি
author img

By

Published : Nov 3, 2019, 2:06 PM IST

কলকাতা : শুরু হল ১১তম পূর্ব-পশ্চিম থিয়েটার ফেস্টিভাল । প্রয়াত নাট্যব্যক্তিত্ব গিরিশ কার্নাড, সুনীল বন্দ্যোপাধ্যায়, সতীশ শাহ এবং কৌস্তভ দত্তগুপ্তকে সম্মান জানিয়ে শুরু হল এই উৎসব । এবছর থেকেই শুরু হয়েছে লাইফটাইম অ্যাওয়ার্ড দেওয়ার কাজ । এই অ্যাওয়ার্ড পেয়েছেন নাট্যব্যক্তিত্ব মেঘনা ভট্টাচার্য ।

প্রতিবছর একাধিক নাটকের প্রদর্শনীর মাধ্যমে পালিত হয় এই উৎসব । এবছরও তার ব্যতিক্রম ঘটেনি । 6 নভেম্বর পর্যন্ত অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, তৃপ্তি মিত্র সভাঘরের মত নাট্যমঞ্চগুলিতে প্রায় প্রতিদিনই মঞ্চস্থ হবে নাটকগুলি ।

theatre festival
বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা

আজ : দুপুর আড়াইটেতে মঞ্চস্থ হবে 'হাতিবাগান সঙ্ঘারাম' নাট্যদলের নাটক 'পন্তুলাহা 2.0'। পরিচালনায় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । সন্ধে সাড়ে 6টায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে 'পূর্ব পশ্চিম' নাট্যদলের 'এক মঞ্চ এক জীবন' নাটকটি । পরিচালনায় সৌমিত্র মিত্র ।

আগামীকাল : সন্ধে 6টায় তৃপ্তি মিত্র সভাঘরে মঞ্চস্থ হবে 'কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র'-এর নাটক 'দয়াময়ীর কথা'। নির্দেশনার দায়িত্বে কিশোর সেনগুপ্ত ।

5 নভেম্বর : সন্ধ্যে ৬টায় 'আবেরি চাউড়ি' নাট্যদলের 'রবীন্দ্রনাথের দুরাশা' একক নাটক মঞ্চস্থ হবে । নির্দেশনায় তুলিকা দাস । ব্রাত্য বসুর একটি প্লে রিডিংও রয়েছে ।

6 নভেম্বর : উৎসবের শেষদিন তৃপ্তি মিত্র সভাঘরে সন্ধে 6টার সময় মঞ্চস্থ হবে 'টেন্থ প্ল্যানেট থিয়েটার গ্রুপ'-এর 'একটি বন্ধ পোস্ট অফিস' নাটকটি । এছাড়াও মঞ্চস্থ হবে 'কসবা অর্ঘ্য' নাট্যদলের 'ম্যাকবেথ বদ্য' নাটকটি । নির্দেশনা মণীশ মিত্রর ।

কলকাতা : শুরু হল ১১তম পূর্ব-পশ্চিম থিয়েটার ফেস্টিভাল । প্রয়াত নাট্যব্যক্তিত্ব গিরিশ কার্নাড, সুনীল বন্দ্যোপাধ্যায়, সতীশ শাহ এবং কৌস্তভ দত্তগুপ্তকে সম্মান জানিয়ে শুরু হল এই উৎসব । এবছর থেকেই শুরু হয়েছে লাইফটাইম অ্যাওয়ার্ড দেওয়ার কাজ । এই অ্যাওয়ার্ড পেয়েছেন নাট্যব্যক্তিত্ব মেঘনা ভট্টাচার্য ।

প্রতিবছর একাধিক নাটকের প্রদর্শনীর মাধ্যমে পালিত হয় এই উৎসব । এবছরও তার ব্যতিক্রম ঘটেনি । 6 নভেম্বর পর্যন্ত অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, তৃপ্তি মিত্র সভাঘরের মত নাট্যমঞ্চগুলিতে প্রায় প্রতিদিনই মঞ্চস্থ হবে নাটকগুলি ।

theatre festival
বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা

আজ : দুপুর আড়াইটেতে মঞ্চস্থ হবে 'হাতিবাগান সঙ্ঘারাম' নাট্যদলের নাটক 'পন্তুলাহা 2.0'। পরিচালনায় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । সন্ধে সাড়ে 6টায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে 'পূর্ব পশ্চিম' নাট্যদলের 'এক মঞ্চ এক জীবন' নাটকটি । পরিচালনায় সৌমিত্র মিত্র ।

আগামীকাল : সন্ধে 6টায় তৃপ্তি মিত্র সভাঘরে মঞ্চস্থ হবে 'কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র'-এর নাটক 'দয়াময়ীর কথা'। নির্দেশনার দায়িত্বে কিশোর সেনগুপ্ত ।

5 নভেম্বর : সন্ধ্যে ৬টায় 'আবেরি চাউড়ি' নাট্যদলের 'রবীন্দ্রনাথের দুরাশা' একক নাটক মঞ্চস্থ হবে । নির্দেশনায় তুলিকা দাস । ব্রাত্য বসুর একটি প্লে রিডিংও রয়েছে ।

6 নভেম্বর : উৎসবের শেষদিন তৃপ্তি মিত্র সভাঘরে সন্ধে 6টার সময় মঞ্চস্থ হবে 'টেন্থ প্ল্যানেট থিয়েটার গ্রুপ'-এর 'একটি বন্ধ পোস্ট অফিস' নাটকটি । এছাড়াও মঞ্চস্থ হবে 'কসবা অর্ঘ্য' নাট্যদলের 'ম্যাকবেথ বদ্য' নাটকটি । নির্দেশনা মণীশ মিত্রর ।

Intro:শুরু হল ১১তম পূর্ব-পশ্চিম থিয়েটার ফ্যাস্টিভ্যাল। প্রয়াত নাট্যব্যক্তিত্ব গিরিশ কার্নাড, সুনীল বন্দোপাধ্যায়, সতীশ শাহ এবং কৌস্তভ দত্তগুপ্তকে সম্মান জানিয়ে শুরু হল এই উৎসব।


Body:নাট্যব্যক্তিত্ব, অভিনেতা রমাপ্রসাদ বণিকের স্মৃতির উদ্দেশ্যে উৎসবের নবমবার থেকে চালু হয় রমাপ্রসাদ বণিক মেমোরিয়াল অ্যাওয়ার্ড। এবছর পূর্ব পশ্চিমের ১৬তম সালে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা শুরু হল। এবছর সেই অ্যাওয়ার্ডটি পান নাট্যব্যক্তিত্ব মেঘনা ভট্টাচার্য, যিনি বিগত ৪৫ বছর ধরে বাংলার নাট্যজগৎকে সমৃদ্ধ করে চলেছেন তাঁর অবদানের মাধ্যমে। প্রতিবছর একাধিক নাটকের প্রদর্শনীর মাধ্যমে খুব সুন্দরভাবে পালিত হয় এই উৎসব। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। ৩১ অক্টোবর থেকে ৬ পর্যন্ত অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, তৃপ্তি মিত্র সভাঘরের মত নাট্যমঞ্চগুলিতে প্রায় প্রতিদিনই একেএকে মঞ্চস্থ হবে একাধিক নাটক। ২ নভেম্বর সন্ধ্যা ৬:৩০টায় অ্যাক্যাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে 'নান্দীকার'এর নাটক 'মানুষ'। এই নাটকের নির্দেশক সোহিনী সেনগুপ্ত। ৩ নভেম্বর সকাল ১০:৪৫ মিনিটে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসেই মঞ্চস্থ হবে 'মুখোমুখি' নাট্যদলের 'বিল্বমঙ্গল ঠাকুর' নাটকটি। নাটকটির রচয়িতা গিরিশচন্দ্র ঘোষ। নির্দেশনায় কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। এদিনই দুপুর ২:৩০টের সময় মঞ্চস্থ হবে 'হাতিবাগান সঙ্ঘারাম' নাট্যদলের নাটক 'পন্তুলাহা ২.০'। নাটকটির পরিচালনা করেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এদিন আরও একটি নাটক মঞ্চস্থ হবে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সন্ধ্যে ৬:৩০টায়। নাটকটি 'পূর্ব পশ্চিম' নাট্যদলের 'এক মঞ্চ এক জীবন'। পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌমিত্র মিত্র। ৪ নভেম্বর সন্ধ্যে ৬টার সময় তৃপ্তি মিত্র সভাঘরে মঞ্চস্থ হবে 'কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র'এর নাটক 'দয়াময়ীর কথা'। নির্দেশনার দায়িত্বে কিশোর সেনগুপ্ত। ৫ নভেম্বর সন্ধ্যে ৬টায় 'আবেরি চাউড়ি' নাট্যদলের 'রবীন্দ্রনাথের দুরাশা' একক নাটক মঞ্চস্থ হবে। নির্দেশনায় রয়েছে তুলিকা দাস। সেদিন নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুর একটি প্লে রিডিংও রয়েছে।


Conclusion: ৬ নভেম্বর উৎসবের শেষদিন তৃপ্তি মিত্র সভাঘরে সন্ধে ৬টার সময় মঞ্চস্থ হবে 'টেন্থ প্ল্যানেট থিয়েটার গ্রুপ'এর 'একটি বন্ধ পোস্ট অফিস' নাটকটি। সেদিনই সেখানে আরও একটি নাটক মঞ্চস্থ হবে 'কসবা অর্ঘ্য' নাট্যদলের 'ম্যাকবেথ বদ্য' নাটকটি। নির্দেশনা মনীষ মিত্রর।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.