কলকাতা : শুরু হল ১১তম পূর্ব-পশ্চিম থিয়েটার ফেস্টিভাল । প্রয়াত নাট্যব্যক্তিত্ব গিরিশ কার্নাড, সুনীল বন্দ্যোপাধ্যায়, সতীশ শাহ এবং কৌস্তভ দত্তগুপ্তকে সম্মান জানিয়ে শুরু হল এই উৎসব । এবছর থেকেই শুরু হয়েছে লাইফটাইম অ্যাওয়ার্ড দেওয়ার কাজ । এই অ্যাওয়ার্ড পেয়েছেন নাট্যব্যক্তিত্ব মেঘনা ভট্টাচার্য ।
প্রতিবছর একাধিক নাটকের প্রদর্শনীর মাধ্যমে পালিত হয় এই উৎসব । এবছরও তার ব্যতিক্রম ঘটেনি । 6 নভেম্বর পর্যন্ত অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, তৃপ্তি মিত্র সভাঘরের মত নাট্যমঞ্চগুলিতে প্রায় প্রতিদিনই মঞ্চস্থ হবে নাটকগুলি ।
আজ : দুপুর আড়াইটেতে মঞ্চস্থ হবে 'হাতিবাগান সঙ্ঘারাম' নাট্যদলের নাটক 'পন্তুলাহা 2.0'। পরিচালনায় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । সন্ধে সাড়ে 6টায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে 'পূর্ব পশ্চিম' নাট্যদলের 'এক মঞ্চ এক জীবন' নাটকটি । পরিচালনায় সৌমিত্র মিত্র ।
আগামীকাল : সন্ধে 6টায় তৃপ্তি মিত্র সভাঘরে মঞ্চস্থ হবে 'কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র'-এর নাটক 'দয়াময়ীর কথা'। নির্দেশনার দায়িত্বে কিশোর সেনগুপ্ত ।
5 নভেম্বর : সন্ধ্যে ৬টায় 'আবেরি চাউড়ি' নাট্যদলের 'রবীন্দ্রনাথের দুরাশা' একক নাটক মঞ্চস্থ হবে । নির্দেশনায় তুলিকা দাস । ব্রাত্য বসুর একটি প্লে রিডিংও রয়েছে ।
6 নভেম্বর : উৎসবের শেষদিন তৃপ্তি মিত্র সভাঘরে সন্ধে 6টার সময় মঞ্চস্থ হবে 'টেন্থ প্ল্যানেট থিয়েটার গ্রুপ'-এর 'একটি বন্ধ পোস্ট অফিস' নাটকটি । এছাড়াও মঞ্চস্থ হবে 'কসবা অর্ঘ্য' নাট্যদলের 'ম্যাকবেথ বদ্য' নাটকটি । নির্দেশনা মণীশ মিত্রর ।