ETV Bharat / sitara

শুভঙ্করের উপর হামলার প্রতিবাদে সভা নাট্যকর্মীদের - dumdum

15 অগাস্ট পথনাটকের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক অবস্থাকে তুলে ধরা হয়েছিল । নাটকটির মূল উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলেন শুভঙ্কর দাশশর্মা । তাঁর উপর এরকম হামলার প্রতিবাদে দমদম স্টেশন চত্বরে প্রতিবাদ সভা করে নাট্যকর্মীরা ।

শুভঙ্কর
author img

By

Published : Aug 19, 2019, 7:58 AM IST

Updated : Aug 19, 2019, 9:28 AM IST

কলকাতা : নাট্যকর্মী শুভঙ্কর দাশশর্মার উপর হামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় একটি সভার আয়োজন করেছিলেন নাট্যকর্মীরা । এই প্রতিবাদ সভাটি হয় দমদম স্টেশন চত্বরে । নিজেদের বক্তব্য রেখে, গান গেয়ে হামলার প্রতিবাদ করেন নাট্যকর্মীরা ।

15 অগাস্ট অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরে একটি পথনাটকের আয়োজন করা হয় । উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন শুভঙ্কর দাশশর্মা । তাঁকে এখনকার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করে নাট্যজগৎ । অভিযোগ, সেদিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় দমদম স্টেশনের কাছে তাঁর উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । চোখে বাম লাগিয়ে তাঁকে মারধর করা হয় । ঘটনার প্রতিবাদে গতকাল সভা করে নাট্যকর্মীরা ।

নাট্যব্যক্তিত্ব জয়রাজ ভট্টাচার্য বলেন, "শুভঙ্কর কিন্তু নাটক করতে গিয়ে মার খায়নি । ওকে চিহ্নিত করে পরে মারা হয়েছে । নাটকটা হয়েছে অ্যাকাডেমি চত্বরে । শুভঙ্কর সেদিন নাটকে পারফর্ম করেনি । ও অর্গানাইজার ছিল । শুভঙ্কর নিজে নাটক করে, নাটক লেখে । একজন নাট্যকারও । শুভঙ্কর সেদিন অ্যাকাডেমি থেকে নাটক করে বাড়ি ফিরছিল । প্রথমে মেট্রো করে দমদম যায় । ওর বাড়ি শ্যামনগরে । দমদম থেকে মেট্রো করে আবার শ্যামনগরে যাওয়ার কথা ছিল । দমদম স্টেশন চত্বরে পৌঁছয় । শুভঙ্করের সঙ্গে দলের আরও অনেকে ছিল । শুভঙ্করকে আলাদা করে চিহ্নিত করে নিয়ে যায় কিছু লোক । তারপর মারে ।"

নাট্যকর্মীদের প্রতিবাদ সভা

তিনি আরও বলেন, "এটা অনেকদিন ধরে প্ল্যান করে করা হয়েছে । নাট্যজগতে শুভঙ্কর খুব চেনা মুখ । কলকাতা শহর এবং মফস্বলে থিয়েটার চর্চা এবং মূলত রাজনৈতিক থিয়েটার চর্চায় শুভঙ্কর অত্যন্ত পরিচিত । যখনই কোনও অন্যায় ঘটেছে, শুভঙ্কর কিন্তু রুখে দাঁড়িয়েছে । প্রতিবাদে সরব হয়েছে । ১৫ আগস্ট যে অনুষ্ঠানের জন্য শুভঙ্কর এসেছিল সেটা ছিল ভারতবর্ষের সাম্প্রদায়িক অবস্থার প্রশ্নে । সেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আবেদন এবং বাধার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়ে সেই অনুষ্ঠানটি ছিল । শুধু আর্টিস্ট হিসেবে নয়, এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিল শুভঙ্কর । এটা আর্টিস্ট ইউনাইটের অনুষ্ঠান ছিল এবং সেই আর্টিস্টিক ইউনাইটের অন্যতম সদস্য শুভঙ্কর । ধারাবাহিকভাবে যেহেতু বিভিন্ন ঘটনার জন্য শুভঙ্কর প্রতিবাদ জানিয়েছে, তাই ওকে চিহ্নিত করে রেখেছিল । এবং চিহ্নিত করেই শুভঙ্করকে মেরেছে । এটা আশঙ্কার কারণ এই জন্যেই, যে শুভঙ্করকে যেভাবে মারা হচ্ছে, বোঝাই যাচ্ছে যে তারা আরও অনেককে নিশ্চিতভাবে চিহ্নিত করে রেখেছে । এটা শুধু একা শুভংকরের প্রশ্ন নয় ।"

কলকাতা : নাট্যকর্মী শুভঙ্কর দাশশর্মার উপর হামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় একটি সভার আয়োজন করেছিলেন নাট্যকর্মীরা । এই প্রতিবাদ সভাটি হয় দমদম স্টেশন চত্বরে । নিজেদের বক্তব্য রেখে, গান গেয়ে হামলার প্রতিবাদ করেন নাট্যকর্মীরা ।

15 অগাস্ট অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরে একটি পথনাটকের আয়োজন করা হয় । উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন শুভঙ্কর দাশশর্মা । তাঁকে এখনকার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করে নাট্যজগৎ । অভিযোগ, সেদিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় দমদম স্টেশনের কাছে তাঁর উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । চোখে বাম লাগিয়ে তাঁকে মারধর করা হয় । ঘটনার প্রতিবাদে গতকাল সভা করে নাট্যকর্মীরা ।

নাট্যব্যক্তিত্ব জয়রাজ ভট্টাচার্য বলেন, "শুভঙ্কর কিন্তু নাটক করতে গিয়ে মার খায়নি । ওকে চিহ্নিত করে পরে মারা হয়েছে । নাটকটা হয়েছে অ্যাকাডেমি চত্বরে । শুভঙ্কর সেদিন নাটকে পারফর্ম করেনি । ও অর্গানাইজার ছিল । শুভঙ্কর নিজে নাটক করে, নাটক লেখে । একজন নাট্যকারও । শুভঙ্কর সেদিন অ্যাকাডেমি থেকে নাটক করে বাড়ি ফিরছিল । প্রথমে মেট্রো করে দমদম যায় । ওর বাড়ি শ্যামনগরে । দমদম থেকে মেট্রো করে আবার শ্যামনগরে যাওয়ার কথা ছিল । দমদম স্টেশন চত্বরে পৌঁছয় । শুভঙ্করের সঙ্গে দলের আরও অনেকে ছিল । শুভঙ্করকে আলাদা করে চিহ্নিত করে নিয়ে যায় কিছু লোক । তারপর মারে ।"

নাট্যকর্মীদের প্রতিবাদ সভা

তিনি আরও বলেন, "এটা অনেকদিন ধরে প্ল্যান করে করা হয়েছে । নাট্যজগতে শুভঙ্কর খুব চেনা মুখ । কলকাতা শহর এবং মফস্বলে থিয়েটার চর্চা এবং মূলত রাজনৈতিক থিয়েটার চর্চায় শুভঙ্কর অত্যন্ত পরিচিত । যখনই কোনও অন্যায় ঘটেছে, শুভঙ্কর কিন্তু রুখে দাঁড়িয়েছে । প্রতিবাদে সরব হয়েছে । ১৫ আগস্ট যে অনুষ্ঠানের জন্য শুভঙ্কর এসেছিল সেটা ছিল ভারতবর্ষের সাম্প্রদায়িক অবস্থার প্রশ্নে । সেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আবেদন এবং বাধার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়ে সেই অনুষ্ঠানটি ছিল । শুধু আর্টিস্ট হিসেবে নয়, এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিল শুভঙ্কর । এটা আর্টিস্ট ইউনাইটের অনুষ্ঠান ছিল এবং সেই আর্টিস্টিক ইউনাইটের অন্যতম সদস্য শুভঙ্কর । ধারাবাহিকভাবে যেহেতু বিভিন্ন ঘটনার জন্য শুভঙ্কর প্রতিবাদ জানিয়েছে, তাই ওকে চিহ্নিত করে রেখেছিল । এবং চিহ্নিত করেই শুভঙ্করকে মেরেছে । এটা আশঙ্কার কারণ এই জন্যেই, যে শুভঙ্করকে যেভাবে মারা হচ্ছে, বোঝাই যাচ্ছে যে তারা আরও অনেককে নিশ্চিতভাবে চিহ্নিত করে রেখেছে । এটা শুধু একা শুভংকরের প্রশ্ন নয় ।"

Intro:শুভঙ্কর দাশশর্মার উপর আঘাতের প্রতিবাদে একটি সভার আয়োজন করেন কলকাতা ও পশ্চিমবঙ্গের নাট্যব্যক্তিত্বরা। প্রতিবাদ সভাটি রাখা হয়েছিল দমদম স্টেশন চত্বরে। যে স্টেশন চত্বরে নির্মমভাবে পেটানো হয়েছিল শুভঙ্করকে।


Body:15 আগস্ট স্বাধীনতা দিবস ও রাখিবন্ধন উৎসবের দিন মধ্য কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরে একটি পথনাটিকার আয়োজন করা হয়। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন শুভঙ্কর দাশশর্মা, যাঁকে এই সময়কার উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করে নাট্যজগৎ।

এহেন শুভঙ্কর যখন অনুষ্ঠান শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, তখন দমদমে দুষ্কৃতিরা তাঁর উপর চড়াও হয়। চোখে বাম লাগিয়ে ক্ষণিকের জন্য দৃষ্টিশক্তি দুর্বল করে তাঁকে প্রচণ্ড শারীরিক নির্যাতন করে মারধর করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার তোলপাড় হয়ে যায় নাট্যজগৎ। দুষ্কৃতিরা মারপিটের সময় শুভঙ্করকে বারবার বলতে থাকে, শুভঙ্কর কেন রাখি দিন দিদির নামে বাজে কথা বলেছে? অনেকে মনে করছেন এই কাজ তৃণমূলের। কিন্তু যে নাটকটি প্রদর্শিত হয়, সেটি অ্যান্টি BJP। তাহলে কি সে দুষ্কৃতিরা BJPর দলের? কারা মারল শুভঙ্করকে? কতটা সুরক্ষিত বাংলা নাট্যজগৎ? এই নিয়ে এখন প্রশ্নের মুখে পশ্চিমবাংলার নাট্যজগৎ।

নাট্যব্যক্তিত্ব জয়রাজ ভট্টাচার্য ETV ভারত সিতারাকে বলেন, " শুভঙ্কর কিন্তু নাটক করতে গিয়ে মার খাইনি। ওকে চিহ্নিত করে মারা হয়েছে। নাটকটা হয়েছে অ্যাকাডেমি চত্বরে। শুভঙ্কর সেদিন নাটকে পারফর্ম করেনি। ও অর্গানাইজার ছিল। শুভঙ্কর নিজে নাটক করে, নাটক লেখে। একজন নাট্যকারও। শুভঙ্কর সেদিন অ্যাকাডেমি থেকে নাটক করে বাড়ি ফিরছিল। প্রথমে মেট্রো করে দমদম যায়। ওর বাড়ি শ্যামনগরে। দমদম থেকে মেট্রো করে আবার শ্যামনগরে যাওয়ার কথা ছিল। দমদম স্টেশন চত্বরে পৌঁছয়। শুভঙ্করের সঙ্গে দলের আরও অনেকে ছিল। শুভঙ্করকে আলাদা করে চিহ্নিত করে নিয়ে যায় কিছু লোক। তারপর মারে।"




Conclusion:জয়রাজের অভিযোগ, "এটা অনেকদিন ধরে প্ল্যান করে করা হয়েছে। নাট্যজগতে শুভঙ্কর খুব চেনা মুখ। কলকাতা শহর এবং মফস্বলে থিয়েটার চর্চা এবং মূলত রাজনৈতিক থিয়েটার চর্চায় শুভঙ্কর অত্যন্ত পরিচিত। যখনই কোনও অন্যায় ঘটেছে, শুভঙ্কর কিন্তু রুখে দাঁড়িয়েছে। প্রতিবাদে সরব হয়েছে। ১৫ আগস্ট যে অনুষ্ঠানের জন্য শুভঙ্কর এসেছিল সেটা ছিল ভারতবর্ষের সাম্প্রদায়িক অবস্থার প্রশ্নে। সেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আবেদন এবং বাধার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়ে সেই অনুষ্ঠানটি ছিল। শুধু আর্টিস্ট হিসেবে নয়,
এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিল শুভঙ্কর। এটা আর্টিস্ট ইউনাইটের অনুষ্ঠান ছিল এবং সেই আর্টিস্টিক ইউনাইটের অন্যতম সদস্য শুভঙ্কর। ধারাবাহিকভাবে যেহেতু বিভিন্ন ঘটনার জন্য শুভঙ্কর প্রতিবাদ জানিয়েছে, তাই ওকে চিহ্নিত করে রেখেছিল। এবং চিহ্নিত করেই শুভঙ্করকে মেরেছে। এটা আশঙ্কার কারণ এই জন্যেই, যে শুভঙ্করকে যেভাবে মারা হচ্ছে, বোঝাই যাচ্ছে যে তারা আরও অনেককে নিশ্চিতভাবে চিহ্নিত করে রেখেছে। এটা শুধু একা শুভংকরের প্রশ্ন নয়।"

দেখুন প্রতিবাদ সভার ভিডিও :
Last Updated : Aug 19, 2019, 9:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.