কলকাতা : দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে ঋষি কৌশিক ও অপরাজিতা ঘোষ দাস অভিনীত 'এখানে আকাশ নীল' ধারাবাহিক । সম্প্রতি এখন টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিকের দ্বিতীয় সিজ়ন । সেখানে ডক্টর উজান চ্যাটার্জির চরিত্রে শন ব্যানার্জি ও হিয়ার চরিত্রে অনামিকা চক্রবর্তীকে ভাবা হয় । পরিকল্পনামাফিক শুরু হয় ধারাবাহিক । তারপর কোরোনা সংক্রমণ ঠেকাতে জারি হয় লকডাউন । তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন বিধিনিষেধ মেনে ফের শুরু হয়েছে শুটিং । এদিকে শুটিং শুরু হওয়ার পর রাতারাতি হিয়া চরিত্রটি চলে যায় উজনকে ছেড়ে । তার পরিবর্তে যোগ হয় ডক্টর ঝিনুক সেনের চরিত্রটি । যেখানে অভিনয় করছেন প্রমিতা চক্রবর্তী ।
লকডাউনের পর নিয়মিত 'এখানে আকাশ নীল' ধারাবাহিকের শুটিংয়ে যাচ্ছেন প্রমিতা । এর নতুন এপিসোডের টেলিকাস্টও শুরু হয়ে গিয়েছে । হিয়া যেমন মিষ্টি, চঞ্চল ও সরল একটি মেয়ে, ঝিনুক চুপচাপ ও ভয়ে থাকে । এই চরিত্র সম্পর্কে প্রমিতা বলেন, "হিয়ার সঙ্গে ঝিনুকের কোনও মিল নেই । কোনও কানেকশন নেই । যত গল্প এগোবে ঝিনুকের চরিত্রটাও পরিণত হবে । আমাকে বলা হয়েছে ঝিনুকের চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ ।"
অন্যদিকে অনামিকার না থাকায় তাঁর অনুরাগীদের অনেকেরই মন ভেঙেছে । অনামিকাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমার সঙ্গে 'এখানে আকাশ নীল'-এর ব্যাপারে এখনও কথা চলছে । আমি কিছু বলতে পারব না । আমাকে এখনও কিছু জানানো হয়নি । এখনও আলোচনা চলছে, যে আমি করছি কি না তা নিয়ে ।"
শোনা যাচ্ছে, যেখানে অনামিকা থাকেন সেটি কনটেনমেন্ট জ়োন । তাই সেই কারণেই তাঁকে আপাতত শুটিংয়ের বাইরে রাখা হল কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । তবে তিনি আদৌ শুটিংয়ে ফিরবেন কি না তা অবশ্য নির্ভর করছে চ্যানেলের উপর ।