ETV Bharat / sitara

Bengali serial Dutta and Bouma: বিদায়ের আগে পৌষ পার্বণে মাতোয়ারা দত্ত অ্যান্ড বউমা - পিঠে পুলি উৎসব

বিদায়ের আগে পৌষ পার্বণে মাতোয়ারা বাংলা ধারাবাহিক দত্ত অ্যান্ড বউমা (bengali serial Dutta and Bouma) ৷ বাড়ির পুরুষ সদস্যরা বানালেন পিঠে পুলি (pithe puli festival)৷

pithe puli festival celebrated in bengali serial Dutta and Bouma
বিদায়ের আগে পৌষ পার্বণে মাতোয়ারা দত্ত অ্যান্ড বউমা
author img

By

Published : Jan 16, 2022, 3:16 PM IST

কলকাতা, 16 জানুয়ারি: শেষের পথে বাংলা ধারাবাহিক 'দত্ত অ্যান্ড বউমা'(bengali serial Dutta and Bouma)। শেষ সম্প্রচার 23 জানুয়ারি । 24 জানুয়ারি থেকে সেই স্লটে আসছে ধারাবাহিক 'সোনা রোদের গান'(Sona roder gan)।

বিদায়ের ঘণ্টা বেজেছে । শেষের পথে ধারাবাহিক 'দত্ত অ্যান্ড বউমা'। এই ধারাবাহিকে এক শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন পাপিয়া অধিকারী । দিনকয়েক অসুস্থ থাকার পর শুক্রবার মকর সংক্রান্তির দিন ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী । 16 জানুয়ারির এপিসোডে পিঠে পুলি উৎসবে (pithe puli festival) মেতে উঠতে দেখা যাবে দত্ত পরিবারের সদস্যদের । এমনটাই জানা গিয়েছে চ্যানলের তরফে ।

pithe puli festival celebrated in bengali serial Dutta and Bouma
দত্ত অ্যান্ড বউমায় পিঠে পুলি উৎসব

গল্পের ছাঁচ বলে, দত্ত বাড়িতে পালিত হচ্ছে মকর সংক্রান্তি, কিন্তু একটু অন্য ভাবে । পুরুষরা এদিন রান্না করবে এবং বাড়ির মহিলা সদস্যরা বিশ্রাম নেবে, নিজেদের মতো করে আমোদ আহ্লাদে মেতে থাকবে । ওদিকে মুকুটকে নিজের ভালবাসার কথা এদিন জানাবে হলে ঠিক করে স্বর্ণ । বাধ সাধে অভয় । পায়েসে বিষ মেশায় সে । আর সেটা খেয়ে স্বর্ণর কোলে ঢলে পড়ে মুকুট। তারপর কী হয় সেটাই দেখার আগামী দিনগুলিতে ।

আরও পড়ুন: Search Trailer Release: আসছে নতুন ওয়েব সিরিজ সার্চ, পৌষ পার্বণে এল ট্রেলার

প্রসঙ্গত কদিন আগেই এ হেন বাড়ির পুরুষ সদস্যদের দিয়ে পিঠে পুলি বানানোর এপিসোড দেখায় ধারাবাহিক 'মন ফাগুন'। আর এ বার 'দত্ত অ্যান্ড বউমা'-তেও ঘটতে চলেছে তেমন কিছু । বাংলা ধারাবাহিকের এ এক নতুন ট্রেন্ড ধরে নেওয়া যায় ।

pithe puli festival celebrated in bengali serial Dutta and Bouma
বিদায়ের আগে পৌষ পার্বণে মাতোয়ারা দত্ত অ্যান্ড বউমা

গল্পের নায়িকা মুকুট অর্থাৎ তিতিক্ষা দাস তাঁর জীবনের পৌষ পার্বণ নিয়ে ইটিভি ভারতকে বলেন, "পৌষ পার্বণে লক্ষ্মীপুজো হত আমাদের বাড়িতে । মিষ্টি খুব একটা পছন্দ না করলেও পিঠে পায়েস আমার বেশ পছন্দের । আমি, ভাই, দিদি পুজোর আগেই অর্ধেক পিঠে শেষ করে দিতাম । আর এটা নিয়ে ঝামেলা হত বাড়িতে । কারণ পুজোর জন্য মা ওগুলো বানাত । আর আমরা পুজোর আগে খেয়ে নিলে মা তো রাগবেই । পুজোর আগে টপাটপ খান কয়েক খেয়ে নেওয়াতেই মজা ছিল আমদের । এখন শুটিংয়ে কাটে সব পার্বণই । পিঠে, পায়েস আমি বানাতে পারি না ৷ মা বানায় । মাকেই বলি করতে । আর আমি খাই । ধারাবাহিকে ছেলেদের পিঠে বানাতে দেখবেন দর্শক । বাস্তবেও যদি এমন হত কী মজাই না হত ।’’

আরও পড়ুন: Ekla Ghar Trailer Releases : টলিউডের নতুন জুটি ঋষভ-ঐশ্বর্য, প্রকাশ্যে 'একলা ঘর'-র ফার্স্ট লুক

কলকাতা, 16 জানুয়ারি: শেষের পথে বাংলা ধারাবাহিক 'দত্ত অ্যান্ড বউমা'(bengali serial Dutta and Bouma)। শেষ সম্প্রচার 23 জানুয়ারি । 24 জানুয়ারি থেকে সেই স্লটে আসছে ধারাবাহিক 'সোনা রোদের গান'(Sona roder gan)।

বিদায়ের ঘণ্টা বেজেছে । শেষের পথে ধারাবাহিক 'দত্ত অ্যান্ড বউমা'। এই ধারাবাহিকে এক শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন পাপিয়া অধিকারী । দিনকয়েক অসুস্থ থাকার পর শুক্রবার মকর সংক্রান্তির দিন ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী । 16 জানুয়ারির এপিসোডে পিঠে পুলি উৎসবে (pithe puli festival) মেতে উঠতে দেখা যাবে দত্ত পরিবারের সদস্যদের । এমনটাই জানা গিয়েছে চ্যানলের তরফে ।

pithe puli festival celebrated in bengali serial Dutta and Bouma
দত্ত অ্যান্ড বউমায় পিঠে পুলি উৎসব

গল্পের ছাঁচ বলে, দত্ত বাড়িতে পালিত হচ্ছে মকর সংক্রান্তি, কিন্তু একটু অন্য ভাবে । পুরুষরা এদিন রান্না করবে এবং বাড়ির মহিলা সদস্যরা বিশ্রাম নেবে, নিজেদের মতো করে আমোদ আহ্লাদে মেতে থাকবে । ওদিকে মুকুটকে নিজের ভালবাসার কথা এদিন জানাবে হলে ঠিক করে স্বর্ণ । বাধ সাধে অভয় । পায়েসে বিষ মেশায় সে । আর সেটা খেয়ে স্বর্ণর কোলে ঢলে পড়ে মুকুট। তারপর কী হয় সেটাই দেখার আগামী দিনগুলিতে ।

আরও পড়ুন: Search Trailer Release: আসছে নতুন ওয়েব সিরিজ সার্চ, পৌষ পার্বণে এল ট্রেলার

প্রসঙ্গত কদিন আগেই এ হেন বাড়ির পুরুষ সদস্যদের দিয়ে পিঠে পুলি বানানোর এপিসোড দেখায় ধারাবাহিক 'মন ফাগুন'। আর এ বার 'দত্ত অ্যান্ড বউমা'-তেও ঘটতে চলেছে তেমন কিছু । বাংলা ধারাবাহিকের এ এক নতুন ট্রেন্ড ধরে নেওয়া যায় ।

pithe puli festival celebrated in bengali serial Dutta and Bouma
বিদায়ের আগে পৌষ পার্বণে মাতোয়ারা দত্ত অ্যান্ড বউমা

গল্পের নায়িকা মুকুট অর্থাৎ তিতিক্ষা দাস তাঁর জীবনের পৌষ পার্বণ নিয়ে ইটিভি ভারতকে বলেন, "পৌষ পার্বণে লক্ষ্মীপুজো হত আমাদের বাড়িতে । মিষ্টি খুব একটা পছন্দ না করলেও পিঠে পায়েস আমার বেশ পছন্দের । আমি, ভাই, দিদি পুজোর আগেই অর্ধেক পিঠে শেষ করে দিতাম । আর এটা নিয়ে ঝামেলা হত বাড়িতে । কারণ পুজোর জন্য মা ওগুলো বানাত । আর আমরা পুজোর আগে খেয়ে নিলে মা তো রাগবেই । পুজোর আগে টপাটপ খান কয়েক খেয়ে নেওয়াতেই মজা ছিল আমদের । এখন শুটিংয়ে কাটে সব পার্বণই । পিঠে, পায়েস আমি বানাতে পারি না ৷ মা বানায় । মাকেই বলি করতে । আর আমি খাই । ধারাবাহিকে ছেলেদের পিঠে বানাতে দেখবেন দর্শক । বাস্তবেও যদি এমন হত কী মজাই না হত ।’’

আরও পড়ুন: Ekla Ghar Trailer Releases : টলিউডের নতুন জুটি ঋষভ-ঐশ্বর্য, প্রকাশ্যে 'একলা ঘর'-র ফার্স্ট লুক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.