কলকাতা : এক পুলিশ অফিসারের বিয়েতে প্রধান অতিথি হিসেবে যাওয়ার কথা রোদ্দুরের। আর সেখানেই বেশ অপ্রত্যাশিতভাবে মহুলকে দেখতে পায় রোদ্দুর।
![ফাগুন বউ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3607424_fagun-1.jpg)
সেই পুলিশ অফিসারের সঙ্গেই মহুলকে দেখে রোদ্দুর। আর সে ভেবে বসে যে, মহুলের সঙ্গেই বিয়ে হতে চলেছে পুলিশ অফিসারটির।
![ফাগুন বউ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3607424_fagun-3.jpg)
আর এদিকে রোদ্দুরের বাড়িতে মিলি এমনভাবে জাঁকিয়ে বসেছে যে, বাড়ির সকলেই তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। কোন খাতে বইবে এবার মহুল-রোদ্দুরের সম্পর্ক? উত্তর আছে 'ফাগুন বউ' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।