ETV Bharat / sitara

Rupam Shamik Song: রূপমের রক-এ শমীকের র‍্যাপ ফিউশন, মন জিতে নিল বিশাল বৃষ্টিরা - শমিক রায়চৌধুরী

রূপম ইসলামের (Rupam Islam) রক-এ শমীক রায়চৌধুরীর (Shamik Roy Chowdhury) র‍্যাপের ফিউশন ৷ হল এক অনবদ্য সৃষ্টি ৷ 'বিশাল বৃষ্টিরা' (Bishaal Brishtira) ইতিমধ্য়েই শ্রোতাদের মন জয় করে নিয়েছে ৷

people loved shamik roy chowdhury's rap and rupam islam's rock fusion Bishaal Brishtira
রূপমের রক-এ শমিকের র‍্যাপ ফিউশন, শ্রোতাদের মন জয় করল বিশাল বৃষ্টিরা
author img

By

Published : Sep 19, 2021, 4:55 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : ইতিমধ্যেই 'রূপম ইসলাম অ্যান্ড ফসিলস'-এর ইউটিউব পেজ-এ হাজির রূপমের নতুন মিউজিক ভিডিয়ো অ্যালবাম 'বিশাল বৃষ্টিরা' (Bishaal Brishtira)। দেশীয় ভাবধারা আশ্রিত 'বিশাল বৃষ্টিরা' শীর্ষক গানে এ বার র‍্যাপের মিশেল দিলেন রূপম (Rupam Islam) । সেই কাজটি করলেন তাঁর কাছের বন্ধু শমীক রায়চৌধুরী (Shamik Roy Chowdhury)।

রূপমের হাতে সম্পূর্ণরূপে তৈরি ছিল 'বিশাল বৃষ্টিরা'। বন্ধু শমীক একদিন বলেন, "অনেকদিন একসঙ্গে কোনও কাজ করা হচ্ছে না ।" কাজ বলতে মিউজিক ভিডিয়োতে ডিরেকশন দিয়ে থাকেন শমীক । এর আগেও রূপম ইসলাম ও ফসিলস, লোপামুদ্রা মিত্র এমনকী 'পৃথিবী' ব্যান্ডের ভিডিয়ো পরিচালনা করেছেন শমীক । পাশাপাশি র‍্যাপ গান তিনি । তাঁর কণ্ঠে 'বল ভাই' শীর্ষক র‍্যাপটি শুনেছেন ইসলাম । তাঁর ভাল লেগেছিল । তাই নিজের সাম্প্রতিক গান 'বিশাল বৃষ্টিরা'কে তিনি তুলে দেন শমীকের হাতে ৷ বলেন, "এই গানের সঙ্গে সামঞ্জস্য রেখে র‍্যাপ বসাও । এই গানের সঙ্গে তুমি র‍্যাপ দিলে এই গান যতটা তোমার ততটাই আমার ।"

শমীক ভাবতে থাকেন একটা গোটা গোছানো গানকে কীভাবে র‍্যাপের ছোঁয়া দেবেন ! কিন্তু কাজটা তিনি করে ফেলেন অবশেষে । তারই ফলশ্রুতি গানটির বিপুল জনপ্রিয়তা । 18 হাজারের উপর মানুষ শুনে আর দেখে ফেলেছে 'বিশাল বৃষ্টিরা'।

আরও পড়ুন: Big Boss OTT : প্রথম সংস্করণের বিজয়ী দিব্যা আগরওয়াল

রূপমের কাছে জানতে চাওয়া হয়, এ বছর সেপ্টেম্বরেও বর্ষা বহাল । তাই কি 'বিশাল বৃষ্টিরা' ? রুপম বলেন, "না, এই গান বহু প্রাচীন একটি গান । সুগত রায় পালোধি দক্ষ সঙ্গীত শিল্পী, মিউজিশিয়ান, মিউজিক প্রোডিউসার ৷ তাঁর সঙ্গে প্রতি বছর আমি একটি করে জরুরি কাজ করি । গতবছর 'বিভাজন' করেছিলাম । তার আগে 'গানের জন্ম' করেছিলাম, যা পণ্ডিত তন্ময় বসুর সঙ্গে আমার কোলাবরেশন । তা ছাড়া 'আমি তোমায় ভালোবাসি' পার্ট ওয়ান, পার্ট টু করেছিলাম । 'অ্যাডভেঞ্চার' নামে একটি গান করি । যে গানে 16 জন নতুন ধারার বাংলা গানের নবপ্রজন্মের পাশাপাশি পুরনো প্রজন্মের প্রতিনিধিও ছিল । যেমন আমি ছিলাম । এ বছর যখন সুগত নতুন গানের জন্য যোগাযোগ করে, তখন আমি পুরনো পাণ্ডুলিপি ঘেঁটে এমন গান বের করি, যে গানে একটু ইস্টার্ন ইনফ্লুয়েন্স আছে । মানে ওয়েস্টার্নের থেকেও বেশি ইস্টার্ন ইনফ্লুয়েন্স আছে ৷ এই প্রসঙ্গে বলে রাখি, যে গানে এ দেশীয় ভাবনা থাকে সঙ্গীত সৃষ্টিতে, সেই সব গান আমি সুগতর সঙ্গে করে তৃপ্তি পাই । এ বছর যখন ও মনে করায় এ বছর আমরা নতুন কী গান করব, তখন ইস্টার্ন ভাবধারায় তৈরি এই গানটি খুঁজে বের করলাম আমার পুরনো পাণ্ডুলিপি ঘেঁটে ।"

দ্বিতীয় প্রশ্ন ছিল, রক-এ র‍্যাপ-এর ফিউশনটা এল কী করে ? রূপম বলেন, "প্রিয় বন্ধু শমীক একদিন এসে বলে, অনেকদিন কাজ করা হচ্ছে না একসঙ্গে । বলে রাখি, শমীক অনেক মিউজিক ভিডিয়ো বানিয়েছে ওর দক্ষ হাতে । 'জানলা', 'ঘৃণা'র ভিডিয়ো ওরই তৈরি । ও ভালো র‍্যাপ গায় ৷ ওর কণ্ঠে 'বল ভাই' র‍্যাপ আমায় খুব আকৃষ্ট করেছে । ওকে আমার 'বিশাল বৃষ্টিরা' দিয়ে বলি, এর সঙ্গে সামঞ্জস্য রেখে র‍্যাপ লেখ । দেখ মাথায় আসে কিনা । এর সঙ্গে র‍্যাপ জুড়লে গানটি অন্য মাত্রা পাবে । আর ও সেটা করে দেখাল । এই গানের জনপ্রিয়তার ক্রেডিট যতটা আমার ততটাই ওর ।"

আরও পড়ুন: Sonu Sood : 20 কোটির কর ফাঁকির অভিযোগ, বিপদ বাড়ছে সোনু সুদের

পুজোর আগে আর কোনও গান আসছে ? রূপমের জবাব, "অনেক গান রেডি আছে । সেগুলো পুজোর আগে আসবে কিনা জানি না । তবে আসবে তো বটেই । দশটা গান রেডি আছে । কবে আসবে ঠিক করিনি বা ঠিক হয়নি এখনও । এর মধ্যে ফিল্মের গানও আছে । যেমন 'ষড়রিপু-2' ৷ অয়ন চক্রবর্তী পরিচালিত 'জতুগৃহ'-র গানও আমার করা । 'ষড়রিপু-2'-এর গান এবং আবহ দুই-ই আমার তৈরি । এসভিএফ-এর সঙ্গে কোলাবরেশনেও কিছু গান আসবে একে একে । এ ছাড়া সুগতর সঙ্গে 'মহানগরের কিনারে' আসবে ৷ কোভিড আবহের কারণে এর শুটিং এখন করা সম্ভব না । তাই কাজটা স্থগিত আছে এখন । এর ভিডিয়ো শমীকই করবে ।"

'বিশাল বৃষ্টিরা' ঘিরে শমীকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, "ছবি বানাব বলে সুখের চাকরি ছেড়ে কলকাতা চলে আসি । অ্যাড ফিল্ম বানাই । পাশাপাশি মিউজিক ভিডিয়োরও কাজ করি । 2019-এর শেষের দিকে একটা ছবি বানানোর আলাপ আলোচনা শুরু হয় । তারপর তো কোভিডের কারণে সকলের মতো আমারও সব ওলটপালট হয়ে যায় । ভাবলাম, আমি যে কথা ছবির মাধ্যমে সবাইকে বলতে চাই তা আমি বলব কীভাবে ? মাথায় আসে র‍্যাপ-এর কথা । অনেক কম সময়ে অনেক কথা বলে ফেলা যায় র‍্যাপ-এর মাধ্যমে ৷ সমস্যা একটাই । আমি খুব আস্তে কথা বলি । আর র‍্যাপ-এ ছন্দে ছন্দে তাড়াতাড়ি কথা বলতে হয় । অনেক প্র‍্যাকটিস করি । তারপর সফল হই । 'আত্মহত্যার খসড়া' আমার প্রথম ট্র‍্যাক । নিজের জীবনের অংশ তুলে ধরেছি । এমন একটা পরিস্থিতি আসে আমার জীবনে, যখন আমি আত্মহত্যার কথা ভেবেছিলাম । সেই সব মুহূর্তের কথা রয়েছে ওই র‍্যাপে । সুইসাইডাল প্রিভেনশন-এর উদ্দেশ্যেই একটা লেখা গান ৷ তাই নিয়েই তৈরি হয় 'আত্মহত্যার খসড়া'৷ অনেক ট্র‍্যাক এরপর করেছি আমি । 'বান্টি', রাজনীতি ও ভোট নিয়ে 'বল ভাই' সেগুলির মধ্যে উল্লেখযোগ্য । এরপর কিছুদিন কাজ ছিল না । খুব ডিপ্রেশনে চলে যাই । তখন রূপমদার সঙ্গে একদিন কাজকর্ম করার ব্যাপারে আলোচনা করছি । সেই সময়ই 'বিশাল বৃষ্টিরা'র কথা হয় । আমাকে গানটা দিয়ে বলেন, এর সঙ্গে র‍্যাপ জুড়লে গানটা আরও ভাল হবে । দেখ মাথায় আসে কিনা । গোছানো একটা গোটা গানে কীভাবে র‍্যাপ দেব বুঝতে পারছিলাম না । কিন্তু ফাইনালি কাজটা করে ফেললাম ।"

আরও পড়ুন: Web series : সৌরভের সেকেন্ড ইনিংস, 'সাড়ে সাঁইত্রিশ'

শ্রোতার রূপম এবং ফসিলস সেন্টিমেন্টের সঙ্গে শমীকের র‍্যাপ ইতিমধ্যেই ভক্তকূলের মনে ধরেছে । তার প্রমাণ মেলে 'রূপম অ্যান্ড ফসিলস'-এর ইউটিউব পেজ-এ পাড়ি দিলেই ।

কলকাতা, 19 সেপ্টেম্বর : ইতিমধ্যেই 'রূপম ইসলাম অ্যান্ড ফসিলস'-এর ইউটিউব পেজ-এ হাজির রূপমের নতুন মিউজিক ভিডিয়ো অ্যালবাম 'বিশাল বৃষ্টিরা' (Bishaal Brishtira)। দেশীয় ভাবধারা আশ্রিত 'বিশাল বৃষ্টিরা' শীর্ষক গানে এ বার র‍্যাপের মিশেল দিলেন রূপম (Rupam Islam) । সেই কাজটি করলেন তাঁর কাছের বন্ধু শমীক রায়চৌধুরী (Shamik Roy Chowdhury)।

রূপমের হাতে সম্পূর্ণরূপে তৈরি ছিল 'বিশাল বৃষ্টিরা'। বন্ধু শমীক একদিন বলেন, "অনেকদিন একসঙ্গে কোনও কাজ করা হচ্ছে না ।" কাজ বলতে মিউজিক ভিডিয়োতে ডিরেকশন দিয়ে থাকেন শমীক । এর আগেও রূপম ইসলাম ও ফসিলস, লোপামুদ্রা মিত্র এমনকী 'পৃথিবী' ব্যান্ডের ভিডিয়ো পরিচালনা করেছেন শমীক । পাশাপাশি র‍্যাপ গান তিনি । তাঁর কণ্ঠে 'বল ভাই' শীর্ষক র‍্যাপটি শুনেছেন ইসলাম । তাঁর ভাল লেগেছিল । তাই নিজের সাম্প্রতিক গান 'বিশাল বৃষ্টিরা'কে তিনি তুলে দেন শমীকের হাতে ৷ বলেন, "এই গানের সঙ্গে সামঞ্জস্য রেখে র‍্যাপ বসাও । এই গানের সঙ্গে তুমি র‍্যাপ দিলে এই গান যতটা তোমার ততটাই আমার ।"

শমীক ভাবতে থাকেন একটা গোটা গোছানো গানকে কীভাবে র‍্যাপের ছোঁয়া দেবেন ! কিন্তু কাজটা তিনি করে ফেলেন অবশেষে । তারই ফলশ্রুতি গানটির বিপুল জনপ্রিয়তা । 18 হাজারের উপর মানুষ শুনে আর দেখে ফেলেছে 'বিশাল বৃষ্টিরা'।

আরও পড়ুন: Big Boss OTT : প্রথম সংস্করণের বিজয়ী দিব্যা আগরওয়াল

রূপমের কাছে জানতে চাওয়া হয়, এ বছর সেপ্টেম্বরেও বর্ষা বহাল । তাই কি 'বিশাল বৃষ্টিরা' ? রুপম বলেন, "না, এই গান বহু প্রাচীন একটি গান । সুগত রায় পালোধি দক্ষ সঙ্গীত শিল্পী, মিউজিশিয়ান, মিউজিক প্রোডিউসার ৷ তাঁর সঙ্গে প্রতি বছর আমি একটি করে জরুরি কাজ করি । গতবছর 'বিভাজন' করেছিলাম । তার আগে 'গানের জন্ম' করেছিলাম, যা পণ্ডিত তন্ময় বসুর সঙ্গে আমার কোলাবরেশন । তা ছাড়া 'আমি তোমায় ভালোবাসি' পার্ট ওয়ান, পার্ট টু করেছিলাম । 'অ্যাডভেঞ্চার' নামে একটি গান করি । যে গানে 16 জন নতুন ধারার বাংলা গানের নবপ্রজন্মের পাশাপাশি পুরনো প্রজন্মের প্রতিনিধিও ছিল । যেমন আমি ছিলাম । এ বছর যখন সুগত নতুন গানের জন্য যোগাযোগ করে, তখন আমি পুরনো পাণ্ডুলিপি ঘেঁটে এমন গান বের করি, যে গানে একটু ইস্টার্ন ইনফ্লুয়েন্স আছে । মানে ওয়েস্টার্নের থেকেও বেশি ইস্টার্ন ইনফ্লুয়েন্স আছে ৷ এই প্রসঙ্গে বলে রাখি, যে গানে এ দেশীয় ভাবনা থাকে সঙ্গীত সৃষ্টিতে, সেই সব গান আমি সুগতর সঙ্গে করে তৃপ্তি পাই । এ বছর যখন ও মনে করায় এ বছর আমরা নতুন কী গান করব, তখন ইস্টার্ন ভাবধারায় তৈরি এই গানটি খুঁজে বের করলাম আমার পুরনো পাণ্ডুলিপি ঘেঁটে ।"

দ্বিতীয় প্রশ্ন ছিল, রক-এ র‍্যাপ-এর ফিউশনটা এল কী করে ? রূপম বলেন, "প্রিয় বন্ধু শমীক একদিন এসে বলে, অনেকদিন কাজ করা হচ্ছে না একসঙ্গে । বলে রাখি, শমীক অনেক মিউজিক ভিডিয়ো বানিয়েছে ওর দক্ষ হাতে । 'জানলা', 'ঘৃণা'র ভিডিয়ো ওরই তৈরি । ও ভালো র‍্যাপ গায় ৷ ওর কণ্ঠে 'বল ভাই' র‍্যাপ আমায় খুব আকৃষ্ট করেছে । ওকে আমার 'বিশাল বৃষ্টিরা' দিয়ে বলি, এর সঙ্গে সামঞ্জস্য রেখে র‍্যাপ লেখ । দেখ মাথায় আসে কিনা । এর সঙ্গে র‍্যাপ জুড়লে গানটি অন্য মাত্রা পাবে । আর ও সেটা করে দেখাল । এই গানের জনপ্রিয়তার ক্রেডিট যতটা আমার ততটাই ওর ।"

আরও পড়ুন: Sonu Sood : 20 কোটির কর ফাঁকির অভিযোগ, বিপদ বাড়ছে সোনু সুদের

পুজোর আগে আর কোনও গান আসছে ? রূপমের জবাব, "অনেক গান রেডি আছে । সেগুলো পুজোর আগে আসবে কিনা জানি না । তবে আসবে তো বটেই । দশটা গান রেডি আছে । কবে আসবে ঠিক করিনি বা ঠিক হয়নি এখনও । এর মধ্যে ফিল্মের গানও আছে । যেমন 'ষড়রিপু-2' ৷ অয়ন চক্রবর্তী পরিচালিত 'জতুগৃহ'-র গানও আমার করা । 'ষড়রিপু-2'-এর গান এবং আবহ দুই-ই আমার তৈরি । এসভিএফ-এর সঙ্গে কোলাবরেশনেও কিছু গান আসবে একে একে । এ ছাড়া সুগতর সঙ্গে 'মহানগরের কিনারে' আসবে ৷ কোভিড আবহের কারণে এর শুটিং এখন করা সম্ভব না । তাই কাজটা স্থগিত আছে এখন । এর ভিডিয়ো শমীকই করবে ।"

'বিশাল বৃষ্টিরা' ঘিরে শমীকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, "ছবি বানাব বলে সুখের চাকরি ছেড়ে কলকাতা চলে আসি । অ্যাড ফিল্ম বানাই । পাশাপাশি মিউজিক ভিডিয়োরও কাজ করি । 2019-এর শেষের দিকে একটা ছবি বানানোর আলাপ আলোচনা শুরু হয় । তারপর তো কোভিডের কারণে সকলের মতো আমারও সব ওলটপালট হয়ে যায় । ভাবলাম, আমি যে কথা ছবির মাধ্যমে সবাইকে বলতে চাই তা আমি বলব কীভাবে ? মাথায় আসে র‍্যাপ-এর কথা । অনেক কম সময়ে অনেক কথা বলে ফেলা যায় র‍্যাপ-এর মাধ্যমে ৷ সমস্যা একটাই । আমি খুব আস্তে কথা বলি । আর র‍্যাপ-এ ছন্দে ছন্দে তাড়াতাড়ি কথা বলতে হয় । অনেক প্র‍্যাকটিস করি । তারপর সফল হই । 'আত্মহত্যার খসড়া' আমার প্রথম ট্র‍্যাক । নিজের জীবনের অংশ তুলে ধরেছি । এমন একটা পরিস্থিতি আসে আমার জীবনে, যখন আমি আত্মহত্যার কথা ভেবেছিলাম । সেই সব মুহূর্তের কথা রয়েছে ওই র‍্যাপে । সুইসাইডাল প্রিভেনশন-এর উদ্দেশ্যেই একটা লেখা গান ৷ তাই নিয়েই তৈরি হয় 'আত্মহত্যার খসড়া'৷ অনেক ট্র‍্যাক এরপর করেছি আমি । 'বান্টি', রাজনীতি ও ভোট নিয়ে 'বল ভাই' সেগুলির মধ্যে উল্লেখযোগ্য । এরপর কিছুদিন কাজ ছিল না । খুব ডিপ্রেশনে চলে যাই । তখন রূপমদার সঙ্গে একদিন কাজকর্ম করার ব্যাপারে আলোচনা করছি । সেই সময়ই 'বিশাল বৃষ্টিরা'র কথা হয় । আমাকে গানটা দিয়ে বলেন, এর সঙ্গে র‍্যাপ জুড়লে গানটা আরও ভাল হবে । দেখ মাথায় আসে কিনা । গোছানো একটা গোটা গানে কীভাবে র‍্যাপ দেব বুঝতে পারছিলাম না । কিন্তু ফাইনালি কাজটা করে ফেললাম ।"

আরও পড়ুন: Web series : সৌরভের সেকেন্ড ইনিংস, 'সাড়ে সাঁইত্রিশ'

শ্রোতার রূপম এবং ফসিলস সেন্টিমেন্টের সঙ্গে শমীকের র‍্যাপ ইতিমধ্যেই ভক্তকূলের মনে ধরেছে । তার প্রমাণ মেলে 'রূপম অ্যান্ড ফসিলস'-এর ইউটিউব পেজ-এ পাড়ি দিলেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.