ETV Bharat / sitara

new bengali tv serial: ছোটপর্দায় সোনা রোদের গান গাইবেন পায়েল-ঋষি - ঋষি কৌশিক

নতুন বাংলা ধারাবাহিক 'সোনা রোদের গান' (sona roder gaan)-এ জুটিতে দেখা যাবে ঋষি কৌশিক এবং পায়েল দে-কে (Payel De Rishi Kaushik in new bengali tv serial)।

Payel De Rishi Kaushik to act in new bengali tv serial sona roder gaan
ছোটপর্দায় সোনা রোদের গান গাইবেন পায়েল-ঋষি
author img

By

Published : Dec 15, 2021, 12:02 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: বেশ অনেকদিন পর লিড রোলে ফিরছেন পায়েল দে (Payel De news) ৷ তাঁর বিপরীতে দেখা যাবে ঋষি কৌশিককে (Rishi Kaushik news) ৷ আছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ।

বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন বাংলা ধারাবাহিক 'সোনা রোদের গান' (sona roder gaan)। এই ধারাবাহিকের হাত ধরেই টিভির পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ঋষি কৌশিক এবং পায়েল দে (Payel De Rishi Kaushik in new bengali tv serial)। ঋষি কৌশিককে এখানেও পাওয়া যাবে একজন ডাক্তারের ভূমিকায় । আর বাড়ির আদরের মেয়ে আনন্দীর ভূমিকায় পায়েল দে । চনমনে, সরল, বুদ্ধিমতী এবং চালাক - এই সকল তকমা তার জন্য একদম মানানসই । প্রভাবশালী ব্যবসায়ী পাত্র বিক্রমের সঙ্গে বিয়ে নিয়ে সে এক্সাইটেড ।

আরও পড়ুন: Bhoy Peyo Na : শ্রাবন্তী-ওমকে সঙ্গে নিয়ে বড়পর্দায় ডেবিউ করছেন অয়ন দে

প্রোমো বলছে তাদের বিয়েটা শেষ পর্যন্ত হয়নি । এরপর আনন্দীর বাবার হঠাৎ অসুস্থতা সব ওলটপালট করে দেয় । আনন্দীর সঙ্গে দেখা হয় ডা. অনুভবের । আনন্দীর বাবা যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন তাদের পরিবারের প্রতি দায়িত্ব পালন করে অনুভব । আনন্দীর বাবার মৃত্যুর পর পরিবারের সকলে সবকিছুর জন্য দায়ী করে আনন্দীকে । এমনই গল্পের উপর ভিত্তি করে আসছে ধারাবাহিক 'সোনা রোদের গান' ।

Payel De Rishi Kaushik to act in new bengali tv serial sona roder gaan
ধারাবাহিকে সপরিবার

পায়েল, ঋষির জুটি বাঁধা নিয়ে অনেকদিন থেকেই আগ্রহের পারদ চড়েছিল নেট পাড়ায় । কিন্তু, কোথায়, কীরকম চরিত্রে তাঁরা আসছেন তার কোনও খবর কারও কাছে ছিল না । অবশেষে জল্পনার অবসান হল ।

Payel De Rishi Kaushik to act in new bengali tv serial sona roder gaan
সোনা রোদের গানের দৃশ্য

আরও পড়ুন: Vicky Katrina Lands in Mumbai : মুম্বইয়ে ফিরলেন ভিক্যাট, নজর কাড়লেন নবদম্পতি

পায়েল, ঋষি, সৌম্য ছাড়াও 'সোনা রোদের গান'-এর বিভিন্ন চরিত্রে রয়েছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, অনিন্দ্য সরকার, অনিন্দিতা কপিলেশ্বরী-সহ আরও অনেকে । খুব শিগগিরই টিভির পর্দায় আসছে এই ধারাবাহিক ।

Payel De Rishi Kaushik to act in new bengali tv serial sona roder gaan
শুটিং চলছে

আরও পড়ুন: shooting of Haami 2 starts : শুরু হল 'হামি-২'র শুটিং, চেনা চরিত্র শুধু লাল্টু-মিতালী

কলকাতা, 15 ডিসেম্বর: বেশ অনেকদিন পর লিড রোলে ফিরছেন পায়েল দে (Payel De news) ৷ তাঁর বিপরীতে দেখা যাবে ঋষি কৌশিককে (Rishi Kaushik news) ৷ আছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ।

বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন বাংলা ধারাবাহিক 'সোনা রোদের গান' (sona roder gaan)। এই ধারাবাহিকের হাত ধরেই টিভির পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ঋষি কৌশিক এবং পায়েল দে (Payel De Rishi Kaushik in new bengali tv serial)। ঋষি কৌশিককে এখানেও পাওয়া যাবে একজন ডাক্তারের ভূমিকায় । আর বাড়ির আদরের মেয়ে আনন্দীর ভূমিকায় পায়েল দে । চনমনে, সরল, বুদ্ধিমতী এবং চালাক - এই সকল তকমা তার জন্য একদম মানানসই । প্রভাবশালী ব্যবসায়ী পাত্র বিক্রমের সঙ্গে বিয়ে নিয়ে সে এক্সাইটেড ।

আরও পড়ুন: Bhoy Peyo Na : শ্রাবন্তী-ওমকে সঙ্গে নিয়ে বড়পর্দায় ডেবিউ করছেন অয়ন দে

প্রোমো বলছে তাদের বিয়েটা শেষ পর্যন্ত হয়নি । এরপর আনন্দীর বাবার হঠাৎ অসুস্থতা সব ওলটপালট করে দেয় । আনন্দীর সঙ্গে দেখা হয় ডা. অনুভবের । আনন্দীর বাবা যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন তাদের পরিবারের প্রতি দায়িত্ব পালন করে অনুভব । আনন্দীর বাবার মৃত্যুর পর পরিবারের সকলে সবকিছুর জন্য দায়ী করে আনন্দীকে । এমনই গল্পের উপর ভিত্তি করে আসছে ধারাবাহিক 'সোনা রোদের গান' ।

Payel De Rishi Kaushik to act in new bengali tv serial sona roder gaan
ধারাবাহিকে সপরিবার

পায়েল, ঋষির জুটি বাঁধা নিয়ে অনেকদিন থেকেই আগ্রহের পারদ চড়েছিল নেট পাড়ায় । কিন্তু, কোথায়, কীরকম চরিত্রে তাঁরা আসছেন তার কোনও খবর কারও কাছে ছিল না । অবশেষে জল্পনার অবসান হল ।

Payel De Rishi Kaushik to act in new bengali tv serial sona roder gaan
সোনা রোদের গানের দৃশ্য

আরও পড়ুন: Vicky Katrina Lands in Mumbai : মুম্বইয়ে ফিরলেন ভিক্যাট, নজর কাড়লেন নবদম্পতি

পায়েল, ঋষি, সৌম্য ছাড়াও 'সোনা রোদের গান'-এর বিভিন্ন চরিত্রে রয়েছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, অনিন্দ্য সরকার, অনিন্দিতা কপিলেশ্বরী-সহ আরও অনেকে । খুব শিগগিরই টিভির পর্দায় আসছে এই ধারাবাহিক ।

Payel De Rishi Kaushik to act in new bengali tv serial sona roder gaan
শুটিং চলছে

আরও পড়ুন: shooting of Haami 2 starts : শুরু হল 'হামি-২'র শুটিং, চেনা চরিত্র শুধু লাল্টু-মিতালী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.