ETV Bharat / sitara

Arkoja Acharyya: দুর্গা পুজোয় নয়া অবতারে ওগো নিরুপমার অর্কজা

দুর্গা পুজোয় (Durga Puja) অর্কজার (Arkoja Acharyya) নয়া অবতার 'ওগো নিরুপমা' ধারাবাহিকের নিরুপমা ৷ অর্থাৎ অর্কজা আচার্যকে এ বার পাওয়া যাবে অন্য ভূমিকায় । এক জনপ্রিয় বিনোদন চ্যানেলে পুজোর অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছেন তিনি ৷

Ogo nirupama star Arkoja Acharyya to present durga puja program at tv channel
দুর্গা পুজোয় নয়া অবতারে ওগো নিরুপমার অর্কজা
author img

By

Published : Oct 11, 2021, 9:45 AM IST

কলকাতা, 11 অক্টোবর: 'ওগো নিরুপমা' ধারাবাহিকের নিরুপমা অর্থাৎ অর্কজা আচার্যকে (Arkoja Acharyya) এবার পাওয়া যাবে অন্য ভূমিকায় । এক স্বনামধন্য বিনোদন চ্যানেলে পুজোর (Durga Puja) সঞ্চালনায় রয়েছেন তিনি ৷

'দূর গাঁয়ের অন্নপূর্ণা' শিরোনামের একটি পুজোর অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অর্কজা আচার্য এবং পার্থসারথি । পুজোর গল্প এবং পুজোর খেলা - সব নিয়েই এই অনুষ্ঠান । সম্প্রচারিত হবে সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে । সপ্তমীতে অর্কজা এবং পার্থসারথি পৌঁছে যাবেন মুর্শিদাবাদের নিমতিতা রাজবাড়িতে, অষ্টমীতে মুর্শিদাবাদের ধুলিয়ান রাজবাড়িতে, নবমীতে বর্ধমানের আমোদপুর রাজবাড়িতে আর দশমীতে যাবেন হুগলির শ্রীরামপুর রাজবাড়িতে । টিভির পর্দায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে সকাল 11টা থেকে সাড়ে 11টা পর্যন্ত ।

নতুন ভূমিকায় নিজেকে দর্শকের সামনে নিয়ে আসার সুযোগ পেয়ে বেশ খুশি অভিনেত্রী । একইসঙ্গে সহ-সঞ্চালক হিসেবে পার্থসারথিকে পেয়েও নিজেকে ধন্য মনে করেন অর্কজা । তিনি জানিয়েছেন, "পুজো মানে আর পাঁচটা বাঙালির মতো আমার কাছেও আনন্দ, উচ্ছ্বাসের আর আরাধনার ক'টা দিন । নতুন জামা, জমিয়ে ভুরিভোজ সব নিয়ে জমজমাট একটা ইভেন্ট । এই পুজোতে নো ডায়েট । লুচি-আলুর দম, লুচি-পাঁঠার মাংস সবই খাব জমিয়ে । কোনও লোভনীয় খাবারই বাদ পড়বে না । এবার বাবা-মাকে কিছু একটা রেঁধে খাওয়ানোর ইচ্ছে আছে ।

Ogo nirupama star Arkoja Acharyya to present durga puja program at tv channel
শাড়িতে অর্কজা

আরও পড়ুন: Aryan Khan : ফাইটারের ছেলে লড়াইয়ে ফিরবেই, শাহরুখের পাশে বলিউড

পুজোয় কী ধরনের পোশাক পছন্দ ? "প্রতিদিন শাড়িই পরব । দুর্গাপুজো মানেই ষোল আনা বাঙালিয়ানা । তাই শাড়িই এই সময়ে বেশি ফিট করে মেয়েদের সঙ্গে, এটা আমার বিশ্বাস ।"

পুজোর প্রেম ? "হয়নি কখনও । তবে, চোখাচোখি, হালকা ঝারি সবই হত ।"

দুর্গাপুজো গেলেই আসেন মা লক্ষ্মী । বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো হয় ? "আমাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো হয় । আমি ওইদিন সন্ধ্যায় হলুদ রঙের শাড়ি পরি । বন্ধুরা আসে অনেকে ৷ বাবার বন্ধুরাও আসেন । ভোগ হয় আমাদের বাড়িতে । মায়ের হাতে হাতে আমিও কাজ করি । আড্ডা দিই বন্ধুদের সঙ্গে । এভাবেই কেটে যায় ।"

আরও পড়ুন: Arunima Ghosh : আজও পুজোর ভিড়ে সাদা পাঞ্জাবি পরা ছেলেটাকে খোঁজেন অরুণিমা

ভাইফোঁটা দেওয়া হয় কাউকে ? "না । বোনফোঁটা হয় আমার বাড়িতে । মামাবাড়িতে অবশ্য আমি ভাইফোঁটা দিয়েছি কয়েকবার । আমি আমার দিদিকে আর দিদি আমাকে বোন ফোঁটা দেয় ।"

পুজো ঘিরে বহু ফটো শুটে ব্যস্ত অর্কজা ৷ ওয়েবে কাজ করার অদম্য ইচ্ছা অভিনেত্রীর ৷ অপেক্ষায় আছেন ভালো চরিত্রের ।

আরও পড়ুন: Sohini Sujoy: সোহিনী-সুজয়ের আগমনীতে মানবতার আরাধনার ডাক

কলকাতা, 11 অক্টোবর: 'ওগো নিরুপমা' ধারাবাহিকের নিরুপমা অর্থাৎ অর্কজা আচার্যকে (Arkoja Acharyya) এবার পাওয়া যাবে অন্য ভূমিকায় । এক স্বনামধন্য বিনোদন চ্যানেলে পুজোর (Durga Puja) সঞ্চালনায় রয়েছেন তিনি ৷

'দূর গাঁয়ের অন্নপূর্ণা' শিরোনামের একটি পুজোর অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অর্কজা আচার্য এবং পার্থসারথি । পুজোর গল্প এবং পুজোর খেলা - সব নিয়েই এই অনুষ্ঠান । সম্প্রচারিত হবে সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে । সপ্তমীতে অর্কজা এবং পার্থসারথি পৌঁছে যাবেন মুর্শিদাবাদের নিমতিতা রাজবাড়িতে, অষ্টমীতে মুর্শিদাবাদের ধুলিয়ান রাজবাড়িতে, নবমীতে বর্ধমানের আমোদপুর রাজবাড়িতে আর দশমীতে যাবেন হুগলির শ্রীরামপুর রাজবাড়িতে । টিভির পর্দায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে সকাল 11টা থেকে সাড়ে 11টা পর্যন্ত ।

নতুন ভূমিকায় নিজেকে দর্শকের সামনে নিয়ে আসার সুযোগ পেয়ে বেশ খুশি অভিনেত্রী । একইসঙ্গে সহ-সঞ্চালক হিসেবে পার্থসারথিকে পেয়েও নিজেকে ধন্য মনে করেন অর্কজা । তিনি জানিয়েছেন, "পুজো মানে আর পাঁচটা বাঙালির মতো আমার কাছেও আনন্দ, উচ্ছ্বাসের আর আরাধনার ক'টা দিন । নতুন জামা, জমিয়ে ভুরিভোজ সব নিয়ে জমজমাট একটা ইভেন্ট । এই পুজোতে নো ডায়েট । লুচি-আলুর দম, লুচি-পাঁঠার মাংস সবই খাব জমিয়ে । কোনও লোভনীয় খাবারই বাদ পড়বে না । এবার বাবা-মাকে কিছু একটা রেঁধে খাওয়ানোর ইচ্ছে আছে ।

Ogo nirupama star Arkoja Acharyya to present durga puja program at tv channel
শাড়িতে অর্কজা

আরও পড়ুন: Aryan Khan : ফাইটারের ছেলে লড়াইয়ে ফিরবেই, শাহরুখের পাশে বলিউড

পুজোয় কী ধরনের পোশাক পছন্দ ? "প্রতিদিন শাড়িই পরব । দুর্গাপুজো মানেই ষোল আনা বাঙালিয়ানা । তাই শাড়িই এই সময়ে বেশি ফিট করে মেয়েদের সঙ্গে, এটা আমার বিশ্বাস ।"

পুজোর প্রেম ? "হয়নি কখনও । তবে, চোখাচোখি, হালকা ঝারি সবই হত ।"

দুর্গাপুজো গেলেই আসেন মা লক্ষ্মী । বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো হয় ? "আমাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো হয় । আমি ওইদিন সন্ধ্যায় হলুদ রঙের শাড়ি পরি । বন্ধুরা আসে অনেকে ৷ বাবার বন্ধুরাও আসেন । ভোগ হয় আমাদের বাড়িতে । মায়ের হাতে হাতে আমিও কাজ করি । আড্ডা দিই বন্ধুদের সঙ্গে । এভাবেই কেটে যায় ।"

আরও পড়ুন: Arunima Ghosh : আজও পুজোর ভিড়ে সাদা পাঞ্জাবি পরা ছেলেটাকে খোঁজেন অরুণিমা

ভাইফোঁটা দেওয়া হয় কাউকে ? "না । বোনফোঁটা হয় আমার বাড়িতে । মামাবাড়িতে অবশ্য আমি ভাইফোঁটা দিয়েছি কয়েকবার । আমি আমার দিদিকে আর দিদি আমাকে বোন ফোঁটা দেয় ।"

পুজো ঘিরে বহু ফটো শুটে ব্যস্ত অর্কজা ৷ ওয়েবে কাজ করার অদম্য ইচ্ছা অভিনেত্রীর ৷ অপেক্ষায় আছেন ভালো চরিত্রের ।

আরও পড়ুন: Sohini Sujoy: সোহিনী-সুজয়ের আগমনীতে মানবতার আরাধনার ডাক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.