কলকাতা : চন্দন সেন বললেন, "আমরা মূলত কলকাতা শহরে আর একটা জায়গা খুঁজে বের করতে চেষ্টা করছি। এই ধরনের নাটক তৃপ্তি মিত্র সভাঘরে বেশি প্রদর্শিত হয়। তবে শহরে আরও একটি জায়গা পাওয়া গিয়েছে। তপন থিয়েটারের ঠিক উলটো দিকে, দেশবন্ধু বালিকা বিদ্যালয়ে। সেটাকে আরও একটু পপুলারাইজ় করার চেষ্টা করছি।" সেখানেই স্কুলের হল ঘরে হবে নাটক, কোনও মঞ্চ ছাড়াই।
এই নাট্যোৎসবে অংশগ্রহণকারী দল সম্পর্কে চন্দন সেন বললেন, " আমরা যাঁদের পেয়েছি, তাঁরা আসছেন। যেমন সৌরভ পালোধির দল 'ইচ্ছেমতো' অংশগ্রহণ করছে। মূলত, ৬-৭টি দল রাজি হয়েছে। আমরাই পারিনি। কারণ, আমাদের একদিনের মধ্যে শেষ করতে হবে উৎসব। আর একদিনে ৩টের বেশি ছোটো নাটক করা সম্ভব নয়। আমি বাঞ্ছনীয় বলে মনেও করি না। এটা শুধু ১৫ জুনই আয়োজিত হবে। সন্ধ্যে ৬টায় আমরা উদ্বোধন করব। এবং রাত ৯টার মধ্যেই শেষ হয়ে যাবে।"
চন্দন সেন আরও বলেন, "এই উৎসব আমরা শুরু করলাম। ৬ মাসের কন্ট্র্যাক্ট আছে। এই ৬ মাস পর্যন্ত আমাদের অনুমতি দিয়েছে। সফল হলে দীর্ঘদিন চালাব।"
কথা বললেন অভিনেতা ঋতব্রত মুখার্জিও। কী বললেন তিনি? দেখুন ভিডিয়োতে..
মঞ্চ ছাড়াই হবে নাটক, নতুন থিয়েটারের সন্ধানে নাট্যআনন
শুরু হল অশোকনগর নাট্যআননের নতুন থিয়েটারের সন্ধান। শুধুমাত্র মঞ্চে নয়, যে কোনও জায়গায় করা যায়, এমন নাটক করার উদ্যোগ নিয়েছে এই নাট্যদল। এই ধরনের নাটককে বলা হয় নন-প্রসেনিয়ম নাটক। এই সন্ধানকে নাট্যোৎসবের রূপ দিয়েছে অশোকনগর নাট্যআনন, নাম #OffStageSeason2। বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে ETV Bharat সিতারার সঙ্গে কথা বললেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন এবং অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়।
কলকাতা : চন্দন সেন বললেন, "আমরা মূলত কলকাতা শহরে আর একটা জায়গা খুঁজে বের করতে চেষ্টা করছি। এই ধরনের নাটক তৃপ্তি মিত্র সভাঘরে বেশি প্রদর্শিত হয়। তবে শহরে আরও একটি জায়গা পাওয়া গিয়েছে। তপন থিয়েটারের ঠিক উলটো দিকে, দেশবন্ধু বালিকা বিদ্যালয়ে। সেটাকে আরও একটু পপুলারাইজ় করার চেষ্টা করছি।" সেখানেই স্কুলের হল ঘরে হবে নাটক, কোনও মঞ্চ ছাড়াই।
এই নাট্যোৎসবে অংশগ্রহণকারী দল সম্পর্কে চন্দন সেন বললেন, " আমরা যাঁদের পেয়েছি, তাঁরা আসছেন। যেমন সৌরভ পালোধির দল 'ইচ্ছেমতো' অংশগ্রহণ করছে। মূলত, ৬-৭টি দল রাজি হয়েছে। আমরাই পারিনি। কারণ, আমাদের একদিনের মধ্যে শেষ করতে হবে উৎসব। আর একদিনে ৩টের বেশি ছোটো নাটক করা সম্ভব নয়। আমি বাঞ্ছনীয় বলে মনেও করি না। এটা শুধু ১৫ জুনই আয়োজিত হবে। সন্ধ্যে ৬টায় আমরা উদ্বোধন করব। এবং রাত ৯টার মধ্যেই শেষ হয়ে যাবে।"
চন্দন সেন আরও বলেন, "এই উৎসব আমরা শুরু করলাম। ৬ মাসের কন্ট্র্যাক্ট আছে। এই ৬ মাস পর্যন্ত আমাদের অনুমতি দিয়েছে। সফল হলে দীর্ঘদিন চালাব।"
কথা বললেন অভিনেতা ঋতব্রত মুখার্জিও। কী বললেন তিনি? দেখুন ভিডিয়োতে..
Body:চন্দন সেন বললেন, "আমরা মূলত কলকাতা শহরে আরেকটা জায়গা খুঁজে বের করতে চেষ্টা করছি। এই ধরনের নাটক তৃপ্তি মিত্র সভাঘরে বেশি প্রদর্শিত হয়। শহরে আরো একটি জায়গা পাওয়া গিয়েছে। তপন থিয়েটারের ঠিক উল্টো দিকে, দেশবন্ধু বালিকা বিদ্যালয়ে। সেটাকে আরও একটু পপুলারাইজ করার চেষ্টা করছি।"
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন চন্দন সেন, "আমরা আদতে যেটা করব ভবিষ্যতে, সেটা হল, ওখানে বড় নাটকও করব। এই পরিকল্পনা এখনও পর্যন্ত পরিপূর্ণতা পাচ্ছে না। আমরা চাই লোকজন যাতে আস্তে আস্তে জানতে পারেন, এই শহরে এমন জায়গাও আছে, যেখানে পূর্ণদৈর্ঘ্যের নাটক হয়, আবার স্বল্প দৈর্ঘ্যের নাটকও হয়। লোকজনকে জানানোটাও আমাদের এই নাট্যোৎসব করার একটা অন্যতম কারণ।"
এই নাট্যোৎসবে অংশগ্রহণকারী দল সম্পর্কে চন্দন সেন বললেন, " আমরা যাঁদের পেয়েছি, তাঁরা আসছেন। যেমন সৌরভ পালোধির দল 'ইচ্ছেমতো' অংশগ্রহণ করছে। মূলত, ৬-৭টি দল রাজি হয়েছে। আমরাই পারিনি। কারণ, আমাদের একদিনের মধ্যে শেষ করতে হবে উৎসব। আর একদিনে ৩টের বেশি ছোটো নাটক করা সম্ভব নয়। আমি বাঞ্ছনীয় বলে মনেও করি না। এটা শুধু ১৫ জুনই আয়োজিত হবে। সন্ধ্যে ৬টায় আমরা উদ্বোধন করব। এবং রাত ৯টার মধ্যেই শেষ হয়ে যাবে।"
Conclusion:চন্দন সেন আরও বলেন, "এই উৎসব আমরা শুরু করলাম। ৬ মাসের কন্ট্র্যাক্ট আছে। এই ৬ মাস পর্যন্ত আমাদের অনুমতি দিয়েছে। সফল হলে দীর্ঘদিন চালাব।"
আরও অনেককিছু বললেন চন্দন সেন। কথা বলেন ঋতব্রতও। পুরোটা দেখুন ভিডিওতে :