ETV Bharat / sitara

শুধু 'রামায়ণ' নয়, এবার টিভির পরদায় ফিরছে 'মহাভারত'ও - not just ramayan

আগামীকাল থেকে শুধু 'রামায়ণ'-ই নয় । টেলিভিশনের পরদায় দেখা যাবে 'মহাভারত'-ও । লকডাউনের মধ্যে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই ।

dfg
f
author img

By

Published : Mar 27, 2020, 10:35 PM IST

Updated : Mar 28, 2020, 12:03 AM IST

দিল্লি : 80 ও 90-এর দশকের সেই নস্টালজিয়া ফের ফিরছে টেলিভিশনের পরদায় । 'রামায়ণ'-এর পর এবার 'মহাভারত'। আগামীকাল থেকে টিভিতে দেখা যাবে 'মহাভারত' ধারাবাহিকটি । প্রতিদিন বেলা 12টা ও সন্ধে 7টার সময় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক । আজ টুইট করে একথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ।

টুইট করে তিনি লেখেন, "আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আগামীকাল থেকে প্রতিদিন বেলা 12টা ও সন্ধে 7টার সময় ফের সম্প্রচারিত হবে 'মহাভারত'।" 1988 সালের 2 অক্টোবর টিভিতে সম্প্রচারিত হয় ধারাবাহিকের প্রথম পর্ব । আর1990 সালের 24 জুন ধারাবাহিকের সম্প্রচার শেষ হয় । সে সময় ব্যাপক সাফল্য পেয়েছি বি আর চোপড়ার এই ধারাবাহিক ।

তখন সবার বাড়িতে টিভি ছিল না । প্রতিবেশীর বাড়িতে গিয়ে টিভি দেখার চল ছিল সে সময় । আর ধারাবাহিক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ভরতি হয়ে যেত বাড়ি । আবার ফিরছে সেই নস্টালজিয়া ।

পাশপাশি আজ সকালেই 'রামায়ণ'-এর পুনঃপ্রচার নিয়ে একটি টুইট করেছিলেন প্রকাশ জাভড়েকর । জানান, আগামীকাল থেকে ডিডি ন্যাশনালে শুরু হবে 'রামায়ণ'। সকাল 9টা থেকে 10টা একটি এপিসোড ও রাত 9টা থেকে 10টা আরও একটি এপিসোড সম্প্রচারিত হবে বলে জানিয়েছিলেন । তারপর বিকেলে 'মহাভারত'-এর সম্প্রচারের কথাও তিনি শেয়ার করেন ।

কোরোনা মোকাবিলায় 21 দিনের জন্য লকডাউন জারি করা হয়েছে । এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া দেশবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে সরকারের তরফে । কিন্তু, সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বাইরে বের হচ্ছেন অনেকেই । মানুষকে বাড়িতে আটকে রাখার জন্য এই ধরনের ধারাবাহিক ফের টেলিভিশনে সম্প্রচারিত করা হবে বলে মনে করছেন নেটিজ়েনদের একাংশ ।

যদিও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে খুশি অনেকেই । নস্টালজিক হয়ে পড়েছেন কেউ কেউ । আর লকডাউনের মধ্যে 'রামায়ণ' ও 'মহাভারত'-এর মতো ধারাবাহিক মানুষকে বাড়িতে থাকতে বাধ্য করবে বলে মনে করছেন তাঁরা ।

দিল্লি : 80 ও 90-এর দশকের সেই নস্টালজিয়া ফের ফিরছে টেলিভিশনের পরদায় । 'রামায়ণ'-এর পর এবার 'মহাভারত'। আগামীকাল থেকে টিভিতে দেখা যাবে 'মহাভারত' ধারাবাহিকটি । প্রতিদিন বেলা 12টা ও সন্ধে 7টার সময় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক । আজ টুইট করে একথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ।

টুইট করে তিনি লেখেন, "আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আগামীকাল থেকে প্রতিদিন বেলা 12টা ও সন্ধে 7টার সময় ফের সম্প্রচারিত হবে 'মহাভারত'।" 1988 সালের 2 অক্টোবর টিভিতে সম্প্রচারিত হয় ধারাবাহিকের প্রথম পর্ব । আর1990 সালের 24 জুন ধারাবাহিকের সম্প্রচার শেষ হয় । সে সময় ব্যাপক সাফল্য পেয়েছি বি আর চোপড়ার এই ধারাবাহিক ।

তখন সবার বাড়িতে টিভি ছিল না । প্রতিবেশীর বাড়িতে গিয়ে টিভি দেখার চল ছিল সে সময় । আর ধারাবাহিক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ভরতি হয়ে যেত বাড়ি । আবার ফিরছে সেই নস্টালজিয়া ।

পাশপাশি আজ সকালেই 'রামায়ণ'-এর পুনঃপ্রচার নিয়ে একটি টুইট করেছিলেন প্রকাশ জাভড়েকর । জানান, আগামীকাল থেকে ডিডি ন্যাশনালে শুরু হবে 'রামায়ণ'। সকাল 9টা থেকে 10টা একটি এপিসোড ও রাত 9টা থেকে 10টা আরও একটি এপিসোড সম্প্রচারিত হবে বলে জানিয়েছিলেন । তারপর বিকেলে 'মহাভারত'-এর সম্প্রচারের কথাও তিনি শেয়ার করেন ।

কোরোনা মোকাবিলায় 21 দিনের জন্য লকডাউন জারি করা হয়েছে । এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া দেশবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে সরকারের তরফে । কিন্তু, সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বাইরে বের হচ্ছেন অনেকেই । মানুষকে বাড়িতে আটকে রাখার জন্য এই ধরনের ধারাবাহিক ফের টেলিভিশনে সম্প্রচারিত করা হবে বলে মনে করছেন নেটিজ়েনদের একাংশ ।

যদিও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে খুশি অনেকেই । নস্টালজিক হয়ে পড়েছেন কেউ কেউ । আর লকডাউনের মধ্যে 'রামায়ণ' ও 'মহাভারত'-এর মতো ধারাবাহিক মানুষকে বাড়িতে থাকতে বাধ্য করবে বলে মনে করছেন তাঁরা ।

Last Updated : Mar 28, 2020, 12:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.