কলকাতা : গোপাল ভাঁড়, হীরক রাজা, রাজা কৃষ্ণচন্দ্র । যুগ যুগ ধরে সব বয়সের মানুষকে আনন্দ দিয়ে আসছে এই চরিত্রগুলি । বই থেকে শুরু করে কার্টুন, ধারাবাহিক সবই রয়েছে তাঁদের নিয়ে । আর এই লকডাউনে দর্শকদের মন মাতাতে ফের আসছে তারা ।
এখন গৃহবন্দী সবাই । তবে বিনোদন দেওয়াই যাঁদের কাজ, তাঁরা এই বন্দীদশা কত দিনই বা মেনে নেবেন । বিকল্প হিসেবে বাড়িতে বসেই শুটিং করছেন তারকারা । সবটাই কিন্তু মানুষকে খুশি করতে । তেমনই একটি জনপ্রিয় চ্যানেলে 27 তারিখ থেকে আসতে চলেছে 'ননস্টপ আবোলতাবোল' ।
যেখানে নিজের বাড়িতে বসেই শুটিং করেছেন তারকারা । বাড়ি থেকে বের হননি কেউই । 'ননস্টপ আবোলতাবোল' শুরু হচ্ছে 27 এপ্রিল থেকে, ঠিক রাত সাড়ে 10 টায় । সেখানে অভিনয় করতে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ পালোধি, সাহেব চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, মিরাক্কেল খ্যাত ডক্টর কৃষ্ণেন্দুকে ।