ETV Bharat / sitara

তারাকে পেতে নিশি এখন শরণাপন্ন রত্নাকরী তান্ত্রিকের - Nishir Daak

'নিশির ডাক' ধারাবাহিকে তারাকে নিয়ে যেতে রূপ বদল করে নিশি শ্রীময়ী আর রুদ্রর পরিবারে প্রবেশ করেছে। সেটা এখন জেনে গেছেন দর্শক। বিভিন্ন সময়ে বিভিন্ন কারসাজিতে সে শ্রীময়ীর পরিবারকে বিপদে ফেলছে বারবার। শ্রীময়ী হাজার চেষ্টা করেও এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারছে না তার পরিবারকে। আর এই সপ্তাহে গল্পে আবার নতুন চমক। নিশি এবারে রত্নাকরী তান্ত্রিকের দ্বারস্থ হচ্ছে।

নিশির ডাক
author img

By

Published : Mar 17, 2019, 5:30 PM IST

নিশির চরিত্রে অভিনয় করছেন সৈরিতী বললেন, "আমি এখন শক্তি বাড়াতে বেশি শক্তিশালী মানুষের কাছে এসেছি। তার নাম রত্নাকরী মা। ও আমায় বেশি শক্তি দিচ্ছে যাতে আমি তারাকে ওঁর কাছে নিয়ে আসতে পারি।" আর অন্যদিকে তারার মধ্যেও একটা শক্তিশালী অবতার আসতে চলেছে, জানালেন সৈরিতী।

রত্নাকরী মায়ের চরিত্রে অভিনয় করছেন চৈতালি চক্রবর্তী। তিনি বললেন, "আমি আর নিশি মিলে নানাভাবে শ্রীময়ীকে বিপদে ফেলতে চাইছি।" তারাকেও মারার প্ল্য়ান রয়েছে রত্নাকরী, জানালেন চৈতালি।

পুরোটা জানতে দেখুন ভিডিয়ো।

নিশির ডাক


নিশির চরিত্রে অভিনয় করছেন সৈরিতী বললেন, "আমি এখন শক্তি বাড়াতে বেশি শক্তিশালী মানুষের কাছে এসেছি। তার নাম রত্নাকরী মা। ও আমায় বেশি শক্তি দিচ্ছে যাতে আমি তারাকে ওঁর কাছে নিয়ে আসতে পারি।" আর অন্যদিকে তারার মধ্যেও একটা শক্তিশালী অবতার আসতে চলেছে, জানালেন সৈরিতী।

রত্নাকরী মায়ের চরিত্রে অভিনয় করছেন চৈতালি চক্রবর্তী। তিনি বললেন, "আমি আর নিশি মিলে নানাভাবে শ্রীময়ীকে বিপদে ফেলতে চাইছি।" তারাকেও মারার প্ল্য়ান রয়েছে রত্নাকরী, জানালেন চৈতালি।

পুরোটা জানতে দেখুন ভিডিয়ো।

নিশির ডাক


Intro:Body:

তারাকে পেতে নিশি এখন শরণাপন্ন রত্নাকরী তান্ত্রিকের



তারাকে নিয়ে যেতে রূপ বদল করে নিশি শ্রীময়ী আর রুদ্রর পরিবারে প্রবেশ করেছে। সেটা এখন জেনে গেছেন দর্শক। বিভিন্ন সময়ে বিভিন্ন কারসাজিতে সে শ্রীময়ীর পরিবারকে বিপদে ফেলছে বারবার। শ্রীময়ী হাজার চেষ্টা করেও এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারছে না তার পরিবারকে। আর এই সপ্তাহে গল্পে আবার নতুন চমক। নিশি এবারে রত্নাকরী তান্ত্রিকের দ্বারস্থ হচ্ছে।



নিশির চরিত্রে অভিনয় করছেন সৈরিতী বললেন, "আমি এখন শক্তি বাড়াতে বেশি শক্তিশালী মানুষের কাছে এসেছি। তার নাম রত্নাকরী মা। ও আমায় বেশি শক্তি দিচ্ছে যাতে আমি তারাকে ওঁর কাছে নিয়ে আসতে পারি।" আর অন্যদিকে তারার মধ্যেও একটা শক্তিশালী অবতার আসতে চলেছে, জানালেন সৈরিতী।



রত্নাকরী মায়ের চরিত্রে অভিনয় করছেন চৈতালি চক্রবর্তী। তিনি বললেন, "আমি আর নিশি মিলে নানাভাবে শ্রীময়ীকে বিপদে ফেলতে চাইছি।" তারাকেও মারার প্ল্য়ান রয়েছে রত্নাকরী, জানালেন চৈতালি।



পুরোটা জানতে দেখুন ভিডিয়ো।




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.