টেলিভিশনের পরদায় আসতে চলেছে একটি ফিকশন ও একটি নন-ফিকশন শো। নন ফিকশন শোটি হল 'এবার জমবে মজা' ও ফিকশন শোটি হল 'ঠাকুরমার ঝুলি'। 'এবার জমবে মজা' শোটিতে অ্যাঙ্কর হিসেবে দেখা যাবে 'ভজ গোবিন্দ' খ্য়াত 'রোহান'। আর এই শোয়ের বিচারপতির আসনে থাকবেন শুভশ্রী গাঙ্গুলি, বিশ্বনাথ বসু ও শিলাজিৎ মজুমদারকে। বাংলা টেলিভিশনের জনপ্রিয় শিশুশিল্পীদের সঙ্গে উঠতি শিশুশিল্পীদেরও দেখা যাবে এই শোয়ে।
আর অন্যদিকে 'ঠাকুরমার ঝুলি' শোয়ের অন্যতম প্রধান চমক নাট্যদুনিয়ার উজ্জ্বল ব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্তর উপস্থিতি। তিনিই ঠাকুমা, যার ঝুলি থেকে বেরোবে 'লালকমল নীলকমল' বা 'পাতালকন্যা মণিমালা'-র মতো গল্প। আজ থেকেই শুরু হবে এই দুই শোয়ের টেলিকাস্ট।