ETV Bharat / sitara

ঢাক বাজিয়ে মন ভোলাবে 'যমুনা ঢাকি'

author img

By

Published : Jul 2, 2020, 9:52 AM IST

অনেক মাস পর এল নতুন ধারাবাহিকের খবর, নাম 'যমুনা ঢাকি' ।

bengali serial jamuna dhaki
bengali serial jamuna dhaki

কলকাতা : জি বাংলায় নতুন ধারাবাহিক আসতে চলেছে, নাম 'যমুনা ঢাকি' । মহিলা ঢাকিদের লড়াইয়ের কথা বলবে এই ধারাবাহিক । সেখানে যমুনা ঢাকির চরিত্রে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য এবং তাঁর বিপরীতে রয়েছেন রুবেল দাস । রয়েছেন কৌশিক ব্যানার্জি, দেবযানী চ্যাটার্জির মতো অভিনেতারাও ।

বাংলা ধারাবাহিকে ছকভাঙা কিছু বিষয় নিয়ে হামেশাই কাজ হয় । নারী উত্থানের গল্প সেই তালিকায় অন্যতম । একদিকে যেমন ছোটো পরদা মাতিয়ে চলেছেন রানী রাসমণি, অন্যদিকে দুটি চ্যানেলে দেশের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী দেবীর লড়াইয়ের গল্প শুরু হয়েছে । সম্প্রতি আবার আসছে মুক ও বধির মহিলা পাইলটের কাহিনিও ।

মহিলা মৃৎশিল্পীকে নিয়ে আগেই গল্প বলা হয়ে গেছে 'বাজল তোমার আলোর বেণু' ধারাবাহিকে । এবার এক মহিলা ঢাকির গল্পে সাজবে ধারাবাহিক । রায়বাড়িতে সাবেকি পুজোতে প্রতি বছর ঢাক বাজায় এক নির্দিষ্ট ঢাকি । তার ঢাকে কাঠি না পড়লে অসম্পূর্ণ থাকে রায়বাড়ির পুজো । এদিকে দুর্গাপুজোতে ঢাক বাজাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি । তখন তার মেয়ে যমুনা তুলে নেয় বাবার ঢাক । রায়বাড়িতে মেয়ে ঢাকি দেখে আপত্তি ওঠে । গল্পের নায়ক রুবেলের ইন্ধনে যমুনা শুরু করে তার জয়যাত্রা ।


বিভিন্ন পেশায় মহিলাদের লড়াই নিয়ে গল্প বলেই চলেছেন পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজকেরা । যমুনা ঢাকিও তেমনই একটি লড়াইয়ের কাহিনি বলবে । এই লাগাতার প্রয়াস জারি থাকলে হয়তো আমাদের সমাজ থেকে নারী-পুরুষের বিভেদ মিটবে একদিন । আশাই রাখে ETV ভারত সিতারা ।

কলকাতা : জি বাংলায় নতুন ধারাবাহিক আসতে চলেছে, নাম 'যমুনা ঢাকি' । মহিলা ঢাকিদের লড়াইয়ের কথা বলবে এই ধারাবাহিক । সেখানে যমুনা ঢাকির চরিত্রে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য এবং তাঁর বিপরীতে রয়েছেন রুবেল দাস । রয়েছেন কৌশিক ব্যানার্জি, দেবযানী চ্যাটার্জির মতো অভিনেতারাও ।

বাংলা ধারাবাহিকে ছকভাঙা কিছু বিষয় নিয়ে হামেশাই কাজ হয় । নারী উত্থানের গল্প সেই তালিকায় অন্যতম । একদিকে যেমন ছোটো পরদা মাতিয়ে চলেছেন রানী রাসমণি, অন্যদিকে দুটি চ্যানেলে দেশের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী দেবীর লড়াইয়ের গল্প শুরু হয়েছে । সম্প্রতি আবার আসছে মুক ও বধির মহিলা পাইলটের কাহিনিও ।

মহিলা মৃৎশিল্পীকে নিয়ে আগেই গল্প বলা হয়ে গেছে 'বাজল তোমার আলোর বেণু' ধারাবাহিকে । এবার এক মহিলা ঢাকির গল্পে সাজবে ধারাবাহিক । রায়বাড়িতে সাবেকি পুজোতে প্রতি বছর ঢাক বাজায় এক নির্দিষ্ট ঢাকি । তার ঢাকে কাঠি না পড়লে অসম্পূর্ণ থাকে রায়বাড়ির পুজো । এদিকে দুর্গাপুজোতে ঢাক বাজাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি । তখন তার মেয়ে যমুনা তুলে নেয় বাবার ঢাক । রায়বাড়িতে মেয়ে ঢাকি দেখে আপত্তি ওঠে । গল্পের নায়ক রুবেলের ইন্ধনে যমুনা শুরু করে তার জয়যাত্রা ।


বিভিন্ন পেশায় মহিলাদের লড়াই নিয়ে গল্প বলেই চলেছেন পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজকেরা । যমুনা ঢাকিও তেমনই একটি লড়াইয়ের কাহিনি বলবে । এই লাগাতার প্রয়াস জারি থাকলে হয়তো আমাদের সমাজ থেকে নারী-পুরুষের বিভেদ মিটবে একদিন । আশাই রাখে ETV ভারত সিতারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.