ETV Bharat / sitara

নাচ-গান-কমেডি একসঙ্গে নিয়ে আসছে নতুন রিয়েলিটি শো - টুইঙ্কেল টুইঙ্কেল ডান্সিং স্টার্স

আসছে নতুন বাংলা রিয়েলিটি শো । নাম 'টুইঙ্কেল টুইঙ্কেল ডান্সিং স্টার্স'। নাচ, গান, কমেডি সবই থাকবে এই শো-তে ।

d
sdg
author img

By

Published : Dec 3, 2019, 3:03 PM IST

কলকাতা : 5 ডিসেম্বর থেকে টেলিভিশনে শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো । নাম 'টুইঙ্কেল টুইঙ্কেল ডান্সিং স্টার্স'। এই শোয়ের মূল আকর্ষণ, এখানে খুদে প্রতিযোগিদের পাশাপাশি থাকবে সংগীত জগতের বিশিষ্ট গায়ক-গায়িকারা । এছাড়া কমেডি একটা বড় জায়গা করে নেবে শো-তে । শো হোস্ট করবেন RJ সায়ন । এই শো উপলক্ষ্যে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল । ছিলেন বিশ্বনাথ বসু, ভিনিতা চ্যাটার্জি, ঈশান, সমায়ণ সহ আরও অনেকে ।

dancing star
নতুন রিয়েলিটি শো

এই শো-তে বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে প্রতিযোগীদের । 5 থেকে 12 বছর বয়সিরা যোগ দিতে পারবে এই শো-তে । শো-এর প্রতিটা এপিসোডের থিম একটি সিনেমা বা ছবিকে কেন্দ্র করে । আর সেই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে গানের সঙ্গে অভিনয় করতে হবে প্রতিযোগীদের ।

হিন্দিতে এই ধরনের শো এর আগে অনেক হলেও, বাংলাতে এই প্রথমবার । শো-তে যারা গায়ক-গায়িকা হিসেবে থাকবেন, সতীশ, কিঞ্জল, জোজো, মণীষা, অমিত গাঙ্গুলি, শোভন, স্নিগ্ধজিৎ । নিজেদের গলায় গান গাইতে দেখা যাবে অভিনেতাদেরও ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : 5 ডিসেম্বর থেকে টেলিভিশনে শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো । নাম 'টুইঙ্কেল টুইঙ্কেল ডান্সিং স্টার্স'। এই শোয়ের মূল আকর্ষণ, এখানে খুদে প্রতিযোগিদের পাশাপাশি থাকবে সংগীত জগতের বিশিষ্ট গায়ক-গায়িকারা । এছাড়া কমেডি একটা বড় জায়গা করে নেবে শো-তে । শো হোস্ট করবেন RJ সায়ন । এই শো উপলক্ষ্যে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল । ছিলেন বিশ্বনাথ বসু, ভিনিতা চ্যাটার্জি, ঈশান, সমায়ণ সহ আরও অনেকে ।

dancing star
নতুন রিয়েলিটি শো

এই শো-তে বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে প্রতিযোগীদের । 5 থেকে 12 বছর বয়সিরা যোগ দিতে পারবে এই শো-তে । শো-এর প্রতিটা এপিসোডের থিম একটি সিনেমা বা ছবিকে কেন্দ্র করে । আর সেই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে গানের সঙ্গে অভিনয় করতে হবে প্রতিযোগীদের ।

হিন্দিতে এই ধরনের শো এর আগে অনেক হলেও, বাংলাতে এই প্রথমবার । শো-তে যারা গায়ক-গায়িকা হিসেবে থাকবেন, সতীশ, কিঞ্জল, জোজো, মণীষা, অমিত গাঙ্গুলি, শোভন, স্নিগ্ধজিৎ । নিজেদের গলায় গান গাইতে দেখা যাবে অভিনেতাদেরও ।

দেখুন ভিডিয়ো
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: আগামী 5 ডিসেম্বর থেকে বাংলা টেলিভিশনের পর্দায় দর্শকদের মনোরঞ্জনের জন্য আসছে নতুন শো টুইংকেল টুইংকেল ডান্সিং স্টার্স। নতুন এই শো আকর্ষণ হল এখানে একদিকে যেমন খুদেরা পার্টিসিপেন্ট করবে, অন্যদিকে গান গাওয়ার জন্য থাকবে সংগীতজগতের বিশিষ্ট গায়ক-গায়িকারা এবং এর পাশাপাশি এই শোতে কমেডি একটা বড় জায়গা করে থাকবে। তার কারণ শো টি হোস্ট করবে আরজে সায়ন। আর নতুন এস উপলক্ষে গতকাল সেই বেসরকারি টেলিভিশন সংস্থার অফিসে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক সম্মেলনের।যেখানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ বসু, ভিনিতা চ্যাটার্জী, ঈশান, সমায়ন সহ আরো অনেকে।


Body:যেহেতু এই শোটি বিশেষভাবে ক্ষুদেদের জন্যই ভাবা,তাই এই শো তে যোগদান করার জন্য বয়সের একটা সীমা রয়েছে যা হল পাঁচ বছর থেকে 12 বছরের মধ্যে। শো টি মূলত সিনেমা কেন্দ্রিক কারণ, প্রতি শো তেই কোনো না কোনো বিশেষ একটি ছবি বা সিনেমা কে থিম করে এগোবে। এবং শো এর থিম বা সিনেমার থিম এর সঙ্গে সামঞ্জস্য রেখে সেই নির্দিষ্ট দিন ওই ছোট ছোট খুদে প্রতিযোগীদের সেই গানে অভিনয় করার সময় অভিনেতা অভিনেত্রী যে ধরনের পোশাক পরেছিলেন, তারাও সেই ধরনের পোশাক পরবেন। হিন্দিতে এই ধরনের শো এর আগে অনেক হলেও, বাংলাতে এই প্রথমবার। শোতে একদিকে যেমন গায়ক-গায়িকারা থাকবেন লাইভ গান শোনাবার জন্য যাদের মধ্যে অন্যতম হলেন সতীশ, কিঞ্জল, যোজো, মনীষা, অমিত গাঙ্গুলি,শোভন, স্নিগ্ধজিৎ ও সুসতী,তেমনি যেদিন যে যে অভিনেতারা উপস্থিত থাকবেন তারাও নিজের গলায় গান গাইবেন ।এখন অপেক্ষা আর মাত্র দুটি দিনের, যখন দর্শকরা খুদেদের নাচ-গান এবং অতি অবশ্যই কমেডির সংমিশ্রণে নতুন এই শো টি দেখতে পাবেন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.