কলকাতা : মুক্তি পেল 'ব্যাড ট্রিপ' মিউজ়িক ব্যান্ডের নতুন মিউজ়িক ভিডিয়ো 'আমি জানি তুমি ঠিক'। নতুন মিউজ়িক ভিডিয়ো নামটা অদ্ভুত তার কারণ এখানে ব্যঙ্গাত্মকভাবে নিজেকে ভুল প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। তবে গল্পের প্রেক্ষাপট ভালোবাসাকে কেন্দ্র করে। গায়ক হিসেবে দেখা যাচ্ছে প্রাঞ্জলকে। এছাড়া ভিডিয়োটির গিটারে দেখা যাবে পিনাকী, ড্রামে লরেনকে। পুরো এই মিউজ়িক ভিডিয়োটির সংগীত পরিচালনা করেছেন তিমির বিশ্বাস। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী।
নতুন এই মিউজ়িক ভিডিয়ো প্রসঙ্গে গায়িকা লগ্নজিতা চক্রবর্তী বলেন, "আসলে গানটা যাঁরা বানিয়েছে তাঁরা এমনই অদ্ভুত। তাঁদের কাছ থেকে এরকম ধরনের নামই আশা করা যায়। দর্শককে একটাই কথা বলব, অডিয়ো আমরা আগেই শুনেছি আর আজ ভিডিয়োটি লঞ্চ হতে চলেছে। আপনাদের যদি আমার গান শুনে ভালো লাগে, তাহলে আশা করব আমার বন্ধু বান্ধবদের গান শুনেও আপনাদের ভালো লাগবে।"
সংগীতশিল্পী তিমির বিশ্বাস বলেন, "ব্যাড ট্রিপ আমার ভীষণ প্রিয় একটি ব্যান্ড। এদের লেখা ও সুর একটু অন্যরকমের হয়। কারণ, প্রাঞ্জল আগে ড্রামার ছিল সেই জায়গা থেকে ও এখন গান লেখা শুরু করেছে। তাই সবকিছুই দর্শকদের খুবই ভালো লাগে। যখন আমি প্রথমবার গানটা শুনেছিলাম 'আমি জানি তুমি ঠিক' তখন আমার মনে হচ্ছিল, এই কথাগুলো নিয়ে একটা আলাদা করে মিউজ়িক ভিডিয়ো করা যেতেই পারে। অবশ্যই এর পেছনে একটা সামাজিক বার্তা থাকবে।"