ETV Bharat / sitara

Uma Serial New Twist: ফুলশয্যার দিনেই 'উমা'র সামনে বড় চ্যালেঞ্জ - ফুলশয্যার দিনেই উমার সামনে বড় চ্যালেঞ্জ

চলছে বিয়ের মরশুম । অন্যদিকে একেবারে রীতি মেনে বিয়ের হিড়িক পড়ে গিয়েছে বাংলা ধারাবাহিকেও । 'উমা' ধারাবাহিকেও উমা-অভির বিয়ে সম্পন্ন । এবার সময় ফুলশয্যার । কেমন হবে এই বিশেষ পর্বটি সেটাই এখন দেখার (Uma serial is taking a big turn) ৷

new challenge is coming for uma
ফুলশয্যার দিনেই 'উমা'র সামনে বড় চ্যালেঞ্জ
author img

By

Published : Jan 25, 2022, 12:33 PM IST

Updated : Jan 25, 2022, 1:25 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: বাংলা ধারাবাহিকের গতানুগতিক ধারা অনুযায়ী গল্পের নায়ক-নায়িকার বিয়ে হলেও ফুলশয্যার দিনে ঠিক তৈরি হয় কোনও না কোনও বিপত্তি ৷ কোনও না কোনও কারণে ঠিক আলাদা করে দেওয়া হয় দু‘জনকে । এবার জনপ্রিয় ধারাবাহিক 'উমা'-তেও বিবাহপর্ব মিটেছে অভি এবং উমার ৷ কিন্তু ফুলশয্যার পর্বটিতেই আসতে চলেছে বড় চমক, উমা এবং অভিকেও এই দিনে আলাদা (Big twist is coming up in the uma serial ) থাকতে হবে।

গল্পের ভিলেন আলিয়ার ষড়যন্ত্রের জালে বাঁধা উমার জীবন । তার উপরে অভির মামমাম অর্থাৎ পিসিমণির অঙ্গুলি হেলনে চলে গোটা আচার্য পরিবার । উমাকে শুরুর দিন থেকেই তাঁর অপছন্দ । আর এখন তো তা সীমা ছাড়িয়েছে । এহেন গল্প ঘিরেই এগিয়ে চলেছে উমা । টিআরপি দৌড়ে হনহন করে হাঁটছে এই ধারাবাহিক । ২৫ জানুয়ারি গল্পে আসছে দারুণ চমক, এমনটাই জানিয়েছে চ্যানেল । কিভাবে ষড়যন্ত্রের জালে উমাকে বেঁধে ফেলে আলিয়া, সেটাই এই পর্বের মূল আকর্ষণ । গল্পে উমা একজন ক্রিকেটার। ওদিকে ভিলেন আলিয়াও ক্রিকেটার । ধারাবাহিকের ধারা অনুযায়ী উমাকে আলিয়া কিছুতেই খেলার মঞ্চে প্রতিষ্ঠিত হতে দেবে না । তাই নিত্যনতুন ষড়যন্ত্রের জাল মাথায় পাকায় সে । সব উপেক্ষা করে উমা এগিয়ে যাবে এটাও জানে দর্শক । তবু ঘটনার ঘনঘটা দেখার আগ্রহ আছে সবার । অভিনেতা অভিনেত্রীদেরও বক্তব্য একই, আসছে অনেক নতুন চমক ৷ তাই তাঁদের সঙ্গ দর্শকরা যেন না ছাড়েন ৷

আরও পড়ুন : ধারাবাহিকে নয়, এবার সত্যিই রান্নাঘরের দায়িত্ব শ্যামার কাঁধে

আর তাই নানা পর্বে নানা চমক নিয়ে হাজির হয় প্রত্যেকটি ধারাবাহিক। ফুলশয্যা পর্বে কী ঘটতে চলেছে 'উমা' তে, তা নিয়েও আগ্রহের অন্ত নেই দর্শকমনে । অপেক্ষা আর কিছুক্ষণের । প্রসঙ্গত, একের পর এক মহিলা খেলোয়াড়কে টেলিভিশনের পর্দায় হাজির করেছেন প্রযোজক সুশান্ত দাস । উমা একজন ক্রিকেটার । এর আগে ফুটবলার জয়ী, ব্যাডমিন্টন খেলোয়াড় দিয়াকে এনেছেন তিনি । আর এখন চলছে উমার ব্যাটিং । ওদিকে একজন জিমন্যাস্টকেও নিয়ে এসেছেন তিনি । চলছে 'আলতা ফড়িং'। তাঁর জীবনটাও গোলমেলে । এঁদের নিয়েই জমে ওঠে দর্শকদের প্রতিদিনের সন্ধ্যা । ২৫ জানুয়ারি 'উমা' ধারাবাহিকে আছে উমা-অভির ফুলশয্যা পর্ব । থাকবে টানটান উত্তেজনা ।

কলকাতা, 25 জানুয়ারি: বাংলা ধারাবাহিকের গতানুগতিক ধারা অনুযায়ী গল্পের নায়ক-নায়িকার বিয়ে হলেও ফুলশয্যার দিনে ঠিক তৈরি হয় কোনও না কোনও বিপত্তি ৷ কোনও না কোনও কারণে ঠিক আলাদা করে দেওয়া হয় দু‘জনকে । এবার জনপ্রিয় ধারাবাহিক 'উমা'-তেও বিবাহপর্ব মিটেছে অভি এবং উমার ৷ কিন্তু ফুলশয্যার পর্বটিতেই আসতে চলেছে বড় চমক, উমা এবং অভিকেও এই দিনে আলাদা (Big twist is coming up in the uma serial ) থাকতে হবে।

গল্পের ভিলেন আলিয়ার ষড়যন্ত্রের জালে বাঁধা উমার জীবন । তার উপরে অভির মামমাম অর্থাৎ পিসিমণির অঙ্গুলি হেলনে চলে গোটা আচার্য পরিবার । উমাকে শুরুর দিন থেকেই তাঁর অপছন্দ । আর এখন তো তা সীমা ছাড়িয়েছে । এহেন গল্প ঘিরেই এগিয়ে চলেছে উমা । টিআরপি দৌড়ে হনহন করে হাঁটছে এই ধারাবাহিক । ২৫ জানুয়ারি গল্পে আসছে দারুণ চমক, এমনটাই জানিয়েছে চ্যানেল । কিভাবে ষড়যন্ত্রের জালে উমাকে বেঁধে ফেলে আলিয়া, সেটাই এই পর্বের মূল আকর্ষণ । গল্পে উমা একজন ক্রিকেটার। ওদিকে ভিলেন আলিয়াও ক্রিকেটার । ধারাবাহিকের ধারা অনুযায়ী উমাকে আলিয়া কিছুতেই খেলার মঞ্চে প্রতিষ্ঠিত হতে দেবে না । তাই নিত্যনতুন ষড়যন্ত্রের জাল মাথায় পাকায় সে । সব উপেক্ষা করে উমা এগিয়ে যাবে এটাও জানে দর্শক । তবু ঘটনার ঘনঘটা দেখার আগ্রহ আছে সবার । অভিনেতা অভিনেত্রীদেরও বক্তব্য একই, আসছে অনেক নতুন চমক ৷ তাই তাঁদের সঙ্গ দর্শকরা যেন না ছাড়েন ৷

আরও পড়ুন : ধারাবাহিকে নয়, এবার সত্যিই রান্নাঘরের দায়িত্ব শ্যামার কাঁধে

আর তাই নানা পর্বে নানা চমক নিয়ে হাজির হয় প্রত্যেকটি ধারাবাহিক। ফুলশয্যা পর্বে কী ঘটতে চলেছে 'উমা' তে, তা নিয়েও আগ্রহের অন্ত নেই দর্শকমনে । অপেক্ষা আর কিছুক্ষণের । প্রসঙ্গত, একের পর এক মহিলা খেলোয়াড়কে টেলিভিশনের পর্দায় হাজির করেছেন প্রযোজক সুশান্ত দাস । উমা একজন ক্রিকেটার । এর আগে ফুটবলার জয়ী, ব্যাডমিন্টন খেলোয়াড় দিয়াকে এনেছেন তিনি । আর এখন চলছে উমার ব্যাটিং । ওদিকে একজন জিমন্যাস্টকেও নিয়ে এসেছেন তিনি । চলছে 'আলতা ফড়িং'। তাঁর জীবনটাও গোলমেলে । এঁদের নিয়েই জমে ওঠে দর্শকদের প্রতিদিনের সন্ধ্যা । ২৫ জানুয়ারি 'উমা' ধারাবাহিকে আছে উমা-অভির ফুলশয্যা পর্ব । থাকবে টানটান উত্তেজনা ।

Last Updated : Jan 25, 2022, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.