ETV Bharat / sitara

দুর্গাপুজোর আমেজে পালিত নান্দীকারের জাতীয় থিয়েটার ফেস্টিভাল - সোহিনী সেনগুপ্ত

নান্দীকারের জাতীয় থিয়েটার ফ্যাস্টিভাল উদযাপিত হচ্ছে মধ্য কলকাতায় অবস্থিত অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে । 16 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব ।

dgf
f
author img

By

Published : Dec 22, 2019, 8:05 PM IST

Updated : Dec 23, 2019, 4:47 PM IST

কলকাতা : ঠিক যেন দুর্গাপুজোর আমেজ 'নান্দীকার'এ । কারণ, শুরু হয়েছে তাদের নাট্য উৎসব '36তম জাতীয় থিয়েটার ফেস্টিভাল 2019'। বছরের এই সময়টা তাই নান্দীকারের প্রত্যেকের জন্যেই উদযাপনের । আর তাদের এই উৎসবের আমেজে মেতে উঠেছেন নাট্যপ্রেমী মানুষও ।

gf
থিয়েটার ফেস্টিভালের কিছু মুহূর্ত

নান্দীকারের জাতীয় থিয়েটার ফ্যাস্টিভাল উদযাপিত হচ্ছে মধ্য কলকাতায় অবস্থিত অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে । 16 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব ।

gf
থিয়েটার ফেস্টিভালের কিছু মুহূর্ত

উদ্বোধনের দিন সেখানে উপস্থিত ছিলেন পার্বতী বাউল । এবছর নান্দীকারের অন্যতম অঙ্গ রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে সংবর্ধনা দেওয়া হয় । রুদ্রপ্রসাদ বলেন, "আমি বিষয়টি নিয়ে মরমে মরে আছি । মজাও লেগেছে খুব । নিজের বাড়িতে নিজেই সম্বর্ধিত হচ্ছি ।"

dg
থিয়েটার ফেস্টিভালের কিছু মুহূর্ত

এবারের 36তম জাতীয় নাট্যমেলা 2019'-এ নান্দীকারের 'মানুষ', 'নাচনী', 'পাঞ্চজন্য' মঞ্চস্থ হচ্ছে । দলের কচিকাঁচাদের 'উলুবেড়ের গুপ্তধন ঘ্যাঁঘাসুর সুকুমারের পাঠশালা' মঞ্চস্থ হবে 25 ডিসেম্বর । বড়দিনের ছুটিতে খুদে দর্শকদের জন্য নান্দীকারের উপহারও বলা যেতে পারে । এছাড়াও, স্বপ্নসন্ধানীর 'একলা চলো রে', একতারা কালারীর 'রাধাভাব', মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের 'নাসিকা পুরাণ', মুখোমুখির 'ঘটক বিদায়', প্রাক্সিসের 'আর্ট', ঝাড়খণ্ডের চক্রধরপুরের 'সফেদ', মার্কিন যুক্তরাষ্ট্রের এবং থিয়েট্রাইক্সের 'বিষন্ন বারুদ', অল্টারনেটিভ লিভিং থিয়েটারের 'লংমার্চ', রসিকতার 'ফলসী চড়ার উপাখ্যান', হাওড়া নাটধার 'মহাভারত 2', বিহারের নির্মাণ কলা মঞ্চের 'বিদেশিয়া', দিল্লির এনএসডি রেপার্টরি কোম্পানির 'পহেলা সত্যাগ্রহী', কলকাতা রঙ্গিলার 'অটো' মঞ্চস্থ হচ্ছে নান্দীকারের নাট্যোৎসবে ।

dg
থিয়েটার ফেস্টিভালের কিছু মুহূর্ত

"এটা আমাদের দুর্গাপুজো । এই সময় আমরা ভালো ভালো শাড়ি পরি । সমস্ত বন্ধুবান্ধবরা আসে দেখতে । এবং খুব ভালো থিয়েটার হয় । সিলেকশনও আমরা সারা বছর ধরে করি । বাংলায় কী কাজ হচ্ছে বা ভারতবর্ষে কী কাজ হচ্ছে, সেটার ট্রুথফুল সিলেকশন দেখতে গেলে নান্দীকারের ফেস্টিভাল একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা । যাঁরা আসছেন না খুব মিস করছেন । তাই সবাই আসুন..." বলেন নান্দীকারের অন্যতম নির্দেশক ও অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : ঠিক যেন দুর্গাপুজোর আমেজ 'নান্দীকার'এ । কারণ, শুরু হয়েছে তাদের নাট্য উৎসব '36তম জাতীয় থিয়েটার ফেস্টিভাল 2019'। বছরের এই সময়টা তাই নান্দীকারের প্রত্যেকের জন্যেই উদযাপনের । আর তাদের এই উৎসবের আমেজে মেতে উঠেছেন নাট্যপ্রেমী মানুষও ।

gf
থিয়েটার ফেস্টিভালের কিছু মুহূর্ত

নান্দীকারের জাতীয় থিয়েটার ফ্যাস্টিভাল উদযাপিত হচ্ছে মধ্য কলকাতায় অবস্থিত অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে । 16 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব ।

gf
থিয়েটার ফেস্টিভালের কিছু মুহূর্ত

উদ্বোধনের দিন সেখানে উপস্থিত ছিলেন পার্বতী বাউল । এবছর নান্দীকারের অন্যতম অঙ্গ রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে সংবর্ধনা দেওয়া হয় । রুদ্রপ্রসাদ বলেন, "আমি বিষয়টি নিয়ে মরমে মরে আছি । মজাও লেগেছে খুব । নিজের বাড়িতে নিজেই সম্বর্ধিত হচ্ছি ।"

dg
থিয়েটার ফেস্টিভালের কিছু মুহূর্ত

এবারের 36তম জাতীয় নাট্যমেলা 2019'-এ নান্দীকারের 'মানুষ', 'নাচনী', 'পাঞ্চজন্য' মঞ্চস্থ হচ্ছে । দলের কচিকাঁচাদের 'উলুবেড়ের গুপ্তধন ঘ্যাঁঘাসুর সুকুমারের পাঠশালা' মঞ্চস্থ হবে 25 ডিসেম্বর । বড়দিনের ছুটিতে খুদে দর্শকদের জন্য নান্দীকারের উপহারও বলা যেতে পারে । এছাড়াও, স্বপ্নসন্ধানীর 'একলা চলো রে', একতারা কালারীর 'রাধাভাব', মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের 'নাসিকা পুরাণ', মুখোমুখির 'ঘটক বিদায়', প্রাক্সিসের 'আর্ট', ঝাড়খণ্ডের চক্রধরপুরের 'সফেদ', মার্কিন যুক্তরাষ্ট্রের এবং থিয়েট্রাইক্সের 'বিষন্ন বারুদ', অল্টারনেটিভ লিভিং থিয়েটারের 'লংমার্চ', রসিকতার 'ফলসী চড়ার উপাখ্যান', হাওড়া নাটধার 'মহাভারত 2', বিহারের নির্মাণ কলা মঞ্চের 'বিদেশিয়া', দিল্লির এনএসডি রেপার্টরি কোম্পানির 'পহেলা সত্যাগ্রহী', কলকাতা রঙ্গিলার 'অটো' মঞ্চস্থ হচ্ছে নান্দীকারের নাট্যোৎসবে ।

dg
থিয়েটার ফেস্টিভালের কিছু মুহূর্ত

"এটা আমাদের দুর্গাপুজো । এই সময় আমরা ভালো ভালো শাড়ি পরি । সমস্ত বন্ধুবান্ধবরা আসে দেখতে । এবং খুব ভালো থিয়েটার হয় । সিলেকশনও আমরা সারা বছর ধরে করি । বাংলায় কী কাজ হচ্ছে বা ভারতবর্ষে কী কাজ হচ্ছে, সেটার ট্রুথফুল সিলেকশন দেখতে গেলে নান্দীকারের ফেস্টিভাল একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা । যাঁরা আসছেন না খুব মিস করছেন । তাই সবাই আসুন..." বলেন নান্দীকারের অন্যতম নির্দেশক ও অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত ।

দেখুন ভিডিয়ো
Intro:ঠিক যেন দুর্গাপুজোর আমেজ 'নান্দিকার'এ! কারণ, শুরু হয়েছে তাদের নাট্য উৎসব '৩৬তম জাতীয় থিয়েটার ফেস্টিভ্যাল ২০১৯'। বছরের এই সময়টা তাই নান্দিকারের প্রত্যেকের জন্যেই উদযাপনের। আর তাদের এই উৎসবের আমেজে মেতে উঠেছেন নাট্যপ্রেমী মানুষও। উৎসবে হাজির থেকে খোঁজ নিল ETV ভারত সিতারা।


Body:নান্দীকারের জাতীয় থিয়েটার ফ্যাস্টিভ্যাল উদযাপিত হচ্ছে মধ্য কলকাতায় অবস্থিত অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব।

উদ্বোধনের দিন সেখানে উপস্থিত ছিলেন পার্বতী বাউল। তিনিই উৎসবের উদ্বোধন করেন। এবছর নান্দীকারের অন্যতম অঙ্গ রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে সংবর্ধনা দেওয়া হয়। রুদ্রপ্রসাদ আমাদের বলেন, "আমি বিষয়টি নিয়ে মরমে মরে আছি। মজাও লেগেছে খুব। নিজের বাড়িতে নিজেই সম্বর্ধিত হচ্ছি। তৎসত্ত্বেও মজা লেগেছে খুব।"

এবারের ৩৬তম জাতীয় নাট্যমেলা ২০১৯'এ নান্দীকারের 'মানুষ', 'নাচনী', 'পাঞ্চজন্য' মঞ্চস্থ হচ্ছে। দলের কচিকাঁচাদের 'উলুবেড়ের গুপ্তধন ঘ্যাঁঘাসুর সুকুমারের পাঠশালা' মঞ্চস্থ হবে ২৫শে ডিসেম্বর। বড়দিনের ছুটিতে খুদে দর্শকদের জন্য নান্দীকারের উপহারও বলা যেতে পারে। এছাড়াও, স্বপ্নসন্ধানীর 'একলা চলো রে', একতারা কালারীর 'রাধাভাব', মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের 'নাসিকা পুরাণ', মুখোমুখির 'ঘটক বিদায়', প্রাক্সিসের 'আর্ট', ঝাড়খণ্ডের চক্রধরপুরের 'সফেদ', মার্কিন যুক্তরাষ্ট্রের এবং থিয়েট্রাইক্সের 'বিষন্ন বারুদ', অল্টারনেটিভ লিভিং থিয়েটারের 'লংমার্চ', রসিকতার 'ফলসী চড়ার উপাখ্যান', হাওড়া নাটধার 'মহাভারত ২', বিহারের নির্মাণ কলা মঞ্চের 'বিদেশিয়া', দিল্লির এনএসডি রেপার্টরি কোম্পানির 'পহেলা সত্যাগ্রহী', কলকাতা রঙ্গিলার 'অটো' মঞ্চস্থ হচ্ছে নান্দীকারের নাট্যোৎসবে।





Conclusion:"এটা আমাদের দুর্গাপুজো। এই সময় আমরা ভালো ভালো শাড়ি পরি। সমস্ত বন্ধুবান্ধবরা আসে দেখতে। এবং খুব ভালো থিয়েটার হয়। সিলেকশনও আমরা সারা বছর ধরে করি। বাংলায় কী কাজ হচ্ছে বা ভারতবর্ষে কী কাজ হচ্ছে, সেটার ট্রুথফুল সিলেকশন দেখতে গেলে নান্দীকারের ফেস্টিভ্যাল একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। যাঁরা আসছেন না খুব মিস করছেন। তাই সবাই আসুন..." বলেন নান্দীকারের অন্যতম নির্দেশক ও অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত।


Last Updated : Dec 23, 2019, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.