ETV Bharat / sitara

Nachiketa Farzana music video : নচিকেতা-ফরজানার গানে নতুন বছরে দুই বাংলার মেলবন্ধন - নচিকেতা ফরজানার মিউজিক ভিডিও

দুই বাংলার মেলবন্ধনে মিউজিক ভিডিয়োয় (Nachiketa Farzana music video) গাইলেন নচিকেতা চক্রবর্তী এবং ফরজানা সিফাত ৷ মুক্তি পেল টিজার ৷ নতুন বছরে মুক্তি পাবে মিউজিক ভিডিয়োটি ৷

music vedio of Nachiketa Chakraborty and Farzana Sifat to be released on new year
নচিকেতা-ফরজানার গানে নতুন বছরে দুই বাংলার মেলবন্ধন
author img

By

Published : Dec 20, 2021, 11:57 AM IST

Updated : Dec 20, 2021, 7:18 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : এ বার দুই বাংলার মেলবন্ধনে হাজির মিউজিক ভিডিয়ো 'মিলিয়ে নিও...' (Nachiketa Farzana music video)। গান গেয়েছেন এ পারের নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty song) এবং ও পারের ফরজানা সিফাত (Farzana Sifat song)।

মিউজিক ভিডিয়ো 'মিলিয়ে নিও...'র কথা লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং সুর দিয়েছেন জয় সরকার । ভিডিয়োটির পরিচালনা করেছেন সৌম্যজিৎ আদক । মিউজিক ভিডিয়ো নিয়ে অন্দরের কথা জানাতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় কলকাতা প্রেস ক্লাবে । সে দিনই হাজির হয় টিজার । যা বেশ মনে ধরেছে শ্রোতাদের ৷ টিজার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন সৌম্যজিৎ আদক, নচিকেতা চক্রবর্তী, ফরজানা সিফাত, জয় সরকার-সহ আরও অনেকে ।

আরও পড়ুন: Madan Mitra in Didi number 1 : চড়াম চড়াম নয়, হবে অন্য খেলা; রচনার রিয়্যালিটি শো'তে কালারফুল মদন

মিউজিক ভিডিয়োটি মুক্তি পাবে ভারত, বাংলাদেশ এবং লন্ডনে । কলকাতার নামী দমি শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে খুশি ফরজানা । শুধু তাই নয়, তিনি কলকাতার প্রেমে পড়েছেন বলে জানালেন ইটিভি ভারতকে । সুরকার জয় সরকারও ফরজানার সঙ্গে কাজ করতে পেরে আপ্লুত । শিল্পীর ভূয়সী প্রশংসা করেন জয় ।

নচিকেতা-ফরজানার গানে নতুন বছরে দুই বাংলার মেলবন্ধন

লন্ডন নিবাসী ফরজানা এ বার এ দেশে এসে সবমিলিয়ে তিনটি গান রেকর্ড করেন । সেগুলি আসবে ধীরে ধীরে ।

আরও পড়ুন: Sangeet er Mahajuddho grand finale: কে পাবে সেরার শিরোপা ? আসছে সঙ্গীতের মহাযুদ্ধের গ্র‍্যান্ড ফিনালে

'মিলিয়ে নিও...' মুক্তি পাবে 1 জানুয়ারি, এ দেশের ইউটিউব প্ল্যাটফর্ম 'গান গপ্পো'-তে। ওই দিনই বাংলাদেশ এবং লন্ডনের দুটি নামী ইউটিউব প্ল্যাটফর্মেও আসবে মিউজিক ভিডিয়োটি ।

কলকাতা, 20 ডিসেম্বর : এ বার দুই বাংলার মেলবন্ধনে হাজির মিউজিক ভিডিয়ো 'মিলিয়ে নিও...' (Nachiketa Farzana music video)। গান গেয়েছেন এ পারের নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty song) এবং ও পারের ফরজানা সিফাত (Farzana Sifat song)।

মিউজিক ভিডিয়ো 'মিলিয়ে নিও...'র কথা লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং সুর দিয়েছেন জয় সরকার । ভিডিয়োটির পরিচালনা করেছেন সৌম্যজিৎ আদক । মিউজিক ভিডিয়ো নিয়ে অন্দরের কথা জানাতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় কলকাতা প্রেস ক্লাবে । সে দিনই হাজির হয় টিজার । যা বেশ মনে ধরেছে শ্রোতাদের ৷ টিজার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন সৌম্যজিৎ আদক, নচিকেতা চক্রবর্তী, ফরজানা সিফাত, জয় সরকার-সহ আরও অনেকে ।

আরও পড়ুন: Madan Mitra in Didi number 1 : চড়াম চড়াম নয়, হবে অন্য খেলা; রচনার রিয়্যালিটি শো'তে কালারফুল মদন

মিউজিক ভিডিয়োটি মুক্তি পাবে ভারত, বাংলাদেশ এবং লন্ডনে । কলকাতার নামী দমি শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে খুশি ফরজানা । শুধু তাই নয়, তিনি কলকাতার প্রেমে পড়েছেন বলে জানালেন ইটিভি ভারতকে । সুরকার জয় সরকারও ফরজানার সঙ্গে কাজ করতে পেরে আপ্লুত । শিল্পীর ভূয়সী প্রশংসা করেন জয় ।

নচিকেতা-ফরজানার গানে নতুন বছরে দুই বাংলার মেলবন্ধন

লন্ডন নিবাসী ফরজানা এ বার এ দেশে এসে সবমিলিয়ে তিনটি গান রেকর্ড করেন । সেগুলি আসবে ধীরে ধীরে ।

আরও পড়ুন: Sangeet er Mahajuddho grand finale: কে পাবে সেরার শিরোপা ? আসছে সঙ্গীতের মহাযুদ্ধের গ্র‍্যান্ড ফিনালে

'মিলিয়ে নিও...' মুক্তি পাবে 1 জানুয়ারি, এ দেশের ইউটিউব প্ল্যাটফর্ম 'গান গপ্পো'-তে। ওই দিনই বাংলাদেশ এবং লন্ডনের দুটি নামী ইউটিউব প্ল্যাটফর্মেও আসবে মিউজিক ভিডিয়োটি ।

Last Updated : Dec 20, 2021, 7:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.