ETV Bharat / sitara

ডান্স গুরু হিসেবে ছোটো পরদায় ফিরছেন মিঠুন চক্রবর্তী - Bangla

অনেকদিন ক্যামেরা থেকে দূরে থেকেছেন । অসুস্থতার কারণে অভিনয় করেননি ছবিতেও । এবার ফের ডান্স গুরু হিসেবে ছোটো পরদায় ফিরছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । একটি বাংলা ডান্স রিয়্যালিটি শো'তে বিচারকের ভূমিকায় দেখা যাবে তাঁকে ।

মিঠুন চক্রবর্তী
author img

By

Published : Sep 9, 2019, 7:58 AM IST

Updated : Sep 9, 2019, 8:46 AM IST

কলকাতা : টেলিভিশনের পরদায় প্রতিভাবানদের সুযোগ করে দিতে শুরু হয় রিয়্যালিটি শো সুপার সিঙ্গার জুনিয়র । নতুন প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে শো'টি । একই ফরম্যাটে শুরু হতে চলেছে নতুন ডান্স রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র' ।

নতুন এই শোয়ের মাধ্যমে ছোটো ছোটো ছেলেমেয়েরা নিজেদের ডান্সার হিসেবে আরও ভালো করে তৈরি করার সুযোগ পাবে । এই শোয়ের হাত ধরে ফের বাংলা ছোটো পরদায় ফিরছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । অসুস্থতার জন্য তিনি বর্তমানে কোনও ছবিতে অভিনয় করছেন না । তবে এই শো'তে বিচারকের ভূমিকায় দেখা যাবে তাঁকে ।

মহাগুরুর সঙ্গে এই শো'তে বিচারক হিসেবে রয়েছেন টলিউডের অন্যতম অভিনেত্রী শ্রাবন্তী ও অভিনেতা সোহম । 21 সেপ্টেম্বর থেকে 'ডান্স ডান্স জুনিয়র' দর্শকদের সামনে আসতে চলেছে ।

কলকাতা : টেলিভিশনের পরদায় প্রতিভাবানদের সুযোগ করে দিতে শুরু হয় রিয়্যালিটি শো সুপার সিঙ্গার জুনিয়র । নতুন প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে শো'টি । একই ফরম্যাটে শুরু হতে চলেছে নতুন ডান্স রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র' ।

নতুন এই শোয়ের মাধ্যমে ছোটো ছোটো ছেলেমেয়েরা নিজেদের ডান্সার হিসেবে আরও ভালো করে তৈরি করার সুযোগ পাবে । এই শোয়ের হাত ধরে ফের বাংলা ছোটো পরদায় ফিরছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । অসুস্থতার জন্য তিনি বর্তমানে কোনও ছবিতে অভিনয় করছেন না । তবে এই শো'তে বিচারকের ভূমিকায় দেখা যাবে তাঁকে ।

মহাগুরুর সঙ্গে এই শো'তে বিচারক হিসেবে রয়েছেন টলিউডের অন্যতম অভিনেত্রী শ্রাবন্তী ও অভিনেতা সোহম । 21 সেপ্টেম্বর থেকে 'ডান্স ডান্স জুনিয়র' দর্শকদের সামনে আসতে চলেছে ।

Intro:মহাগুরু মিঠুন চক্রবর্তীর বাংলাতে কামব্যাক করছেন রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়র দিয়ে

অমিত চক্রবর্তী, কলকাতা: টেলিভিশনের পর্দায় উঠতি ও প্রতিভাবান গায়ক-গায়িকাদের সুযোগ করে দিতে শুরু হয়েছিল নতুন রিয়ালিটি শো সুপার সিঙ্গার জুনিয়র। নতুন প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে শো টি ।সেই জায়গা থেকে এবার শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়ার। নতুন এই ডান্স ডান্স জুনিয়র শো এর মাধ্যমে উঠতি প্রজন্মের ছোট ছেলেমেয়েরা নিজেদেরকে ভালো নৃত্য শিল্পী হিসেবে গড়ে তোলার সুযোগ পাবেন। তবে এই রিয়েলিটি শো এর সবথেকে বড় চমক হল ফের একবার ডান্স গুরু হিসেবে এই শো দিয়ে বাংলাতে কামব্যাক করছেন মিঠুন চক্রবর্তী। শারীরিক অসুস্থতার জন্য তিনি ইদানিং খুব একটা ছবিতে অভিনয় করেন না। তবেই তিনি নিজে যেহেতু টার সময় এর হিন্দি ছবিতে অসাধারণ ডান্স করে দর্শকদের মন জয় করেছিলেন, সেই জায়গা থেকেই মহাগুরুর পাশাপাশি তার আরো একটি নাম খেতে হয় সেটি হচ্ছে ডান্সগুরু।তাই এই শোতে বিচারক হিসেবে কাজ করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে পারেননি। এছাড়াও মহাগুরু সঙ্গে এই ডান্স রিয়েলিটি শো তে বিচারক হিসেবে দেখা যাবে টলিউডের অন্যতম ও এক সময়ের সেরা জুটি সোহম ও শ্রাবন্তী কে। যারা একটা সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। আগামী ২১শে সেপ্টেম্বর থেকে প্রতি শনি ও রবিবার রাত আটটায় নতুন রিয়েলিটি শোটি সম্প্রচারিত হতে চলেছে।


Body:স্টিল কফি


Conclusion:
Last Updated : Sep 9, 2019, 8:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.