মুম্বই : এই কঠিন সময়ের মধ্যেও এক নিষ্পাপ শিশুর মুখে হাসি ফোটালেন মন্দিরা ও তাঁর স্বামী রাজ । চার বছরের এক মেয়েকে দত্তক নিয়েছেন তাঁরা ।
সোশাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করলেন অভিনেত্রী । দত্তক নেওয়া হয়েছে 28 জুলাই । তবে একটু সময় নিয়েই খবরটা ঘোষণা করলেন তিনি । জানালেন তাঁর মেয়ের নামও ।
"ওকে আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছি, ভালোবাসা আর আদর দিয়ে । ওকে পেয়ে আমরা কৃতজ্ঞ ও ধন্য । ও তারা বেদি কৌশল"...লিখেছেন মন্দিরা ।
ছবিতে মন্দিরা আর রাজের ছেলে বীরকেও দেখা যাচ্ছে । তারও চোখে মুখে খুশির ঝলক । দেখে নিন অভিনেত্রীর পোস্ট..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">