ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত 'কৃষ্ণকলি'-র নিখিল - neel bhattacharya corona

কোরোনায় আক্রান্ত 'কৃষ্ণকলি' ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্য । সম্প্রতি তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । এখন বাড়িতেই কোয়ারানটিনে রয়েছেন তিনি ।

asd
asd
author img

By

Published : Aug 4, 2020, 5:07 PM IST

কলকাতা : কয়েক মাস আগেই বলিউড ইন্ডাস্ট্রিতে থাবা বসায় কোরোনা । আক্রান্ত হন অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনুপম খেরের মা, আমির খানের মা সহ আরও অনেকেই । এবার এই ভাইরাস থাবা বসাতে শুরু করেছে বাংলা টেলি ইন্ডাস্ট্রিতেও । আক্রান্ত হয়েছেন একাধিক তারকা । আর এবার আক্রান্ত হলেন 'কৃষ্ণকলি' ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্যও ।

বাংলা টেলি ইন্ডাস্ট্রিতে খুব বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে কোরোনাভাইরাস । প্রথমে কোরোনায় আক্রান্ত হন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী ও মেয়ে । এরপর আক্রান্ত হন 'কৃষ্ণকলি' ধারাবাহিকের অভিনেতা বিভান । এছাড়াও 'সিংহ লগ্না' ধারাবাহিকের মেকআপ আর্টিস্ট দীপঙ্করের কোরোনা পরীক্ষার রিপোর্টও পজ়িটিভ এসেছিল । সূত্রের খবর, নীল ছাড়াও টেলি ইন্ডাস্ট্রির আরও 10 থেকে 11 জন কোরোনায় আক্রান্ত ।

কয়েকদিন আগে বিভানের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পরই ধারাবাহিকের পরিচালক সুশান্ত দাস ETV ভারতকে বলেছিলেন, "সামাজিক দূরত্ব মেনেই শুটিং হচ্ছে । সকলের কোরোনা পরীক্ষা করা হচ্ছে ।"

fsd
.

এদিকে বিভানের সঙ্গে মেকআপ রুম শেয়ার করতেন নীল । তাই সেখান থেকেই সংক্রমণ তাঁর শরীরে ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন ধারাবাহিকের কলাকুশলীরা । তবে নীলের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসায় আপাতত তাঁকে বিরতি দেওয়া হয়েছে ধারাবাহিক থেকে । এখন বাড়িতেই কোয়ারানটিনে রয়েছেন তিনি ।

নিখিল, অর্থাৎ নীলকে ছাড়া 'কৃষ্ণকলি' ধারাবাহিক প্রায় অসম্পূর্ণ । এখন আপাতত তাঁকে ছাড়াই চলবে ধারাবাহিকের কাজ । তাঁর অনুপস্থিতিতে চিত্রনাট্যেও বদল আনতে হবে বলে জানা গিয়েছে ।

তবে শুধু বাংলা টেলি ইন্ডাস্ট্রই নয়, টলিউডেও থাবা বসিয়েছে কোরোনা । আক্রান্ত হন কোয়েল মল্লিক সহ তাঁর পরিবারের সদস্যরা । এখন পুরোপুরি সুস্থ আছেন সবাই । কয়েকদিন আগে টুইট করে একথা জানান অভিনেত্রী ।

কলকাতা : কয়েক মাস আগেই বলিউড ইন্ডাস্ট্রিতে থাবা বসায় কোরোনা । আক্রান্ত হন অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনুপম খেরের মা, আমির খানের মা সহ আরও অনেকেই । এবার এই ভাইরাস থাবা বসাতে শুরু করেছে বাংলা টেলি ইন্ডাস্ট্রিতেও । আক্রান্ত হয়েছেন একাধিক তারকা । আর এবার আক্রান্ত হলেন 'কৃষ্ণকলি' ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্যও ।

বাংলা টেলি ইন্ডাস্ট্রিতে খুব বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে কোরোনাভাইরাস । প্রথমে কোরোনায় আক্রান্ত হন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী ও মেয়ে । এরপর আক্রান্ত হন 'কৃষ্ণকলি' ধারাবাহিকের অভিনেতা বিভান । এছাড়াও 'সিংহ লগ্না' ধারাবাহিকের মেকআপ আর্টিস্ট দীপঙ্করের কোরোনা পরীক্ষার রিপোর্টও পজ়িটিভ এসেছিল । সূত্রের খবর, নীল ছাড়াও টেলি ইন্ডাস্ট্রির আরও 10 থেকে 11 জন কোরোনায় আক্রান্ত ।

কয়েকদিন আগে বিভানের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পরই ধারাবাহিকের পরিচালক সুশান্ত দাস ETV ভারতকে বলেছিলেন, "সামাজিক দূরত্ব মেনেই শুটিং হচ্ছে । সকলের কোরোনা পরীক্ষা করা হচ্ছে ।"

fsd
.

এদিকে বিভানের সঙ্গে মেকআপ রুম শেয়ার করতেন নীল । তাই সেখান থেকেই সংক্রমণ তাঁর শরীরে ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন ধারাবাহিকের কলাকুশলীরা । তবে নীলের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসায় আপাতত তাঁকে বিরতি দেওয়া হয়েছে ধারাবাহিক থেকে । এখন বাড়িতেই কোয়ারানটিনে রয়েছেন তিনি ।

নিখিল, অর্থাৎ নীলকে ছাড়া 'কৃষ্ণকলি' ধারাবাহিক প্রায় অসম্পূর্ণ । এখন আপাতত তাঁকে ছাড়াই চলবে ধারাবাহিকের কাজ । তাঁর অনুপস্থিতিতে চিত্রনাট্যেও বদল আনতে হবে বলে জানা গিয়েছে ।

তবে শুধু বাংলা টেলি ইন্ডাস্ট্রই নয়, টলিউডেও থাবা বসিয়েছে কোরোনা । আক্রান্ত হন কোয়েল মল্লিক সহ তাঁর পরিবারের সদস্যরা । এখন পুরোপুরি সুস্থ আছেন সবাই । কয়েকদিন আগে টুইট করে একথা জানান অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.