ETV Bharat / sitara

ওয়েব সিরিজ় পরিচালনার জন্য প্রস্তুত কঙ্কনা - arati das

কলকাতার 'কুইন অফ ক্যারাবে' আরতি দাসের উপর ওয়েব সিরিজ় তৈরি করতে চলেছেন কঙ্কনা সেন শর্মা । সিরিজ়ে 1960-70-র সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতিকেও তুলে ধরা হবে ।

কঙ্কনা সেন শর্মা
author img

By

Published : Aug 19, 2019, 12:57 PM IST

কলকাতা : মিস শেফালি নামে পরিচিত আরতি দাসের জীবনের উপর একটি ওয়েব সিরিজ় হতে চলেছে । সিরিজ়টির পরিচালনা করবেন কঙ্কনা সেন শর্মা ।

এই ওয়েব সিরিজ়ে আরতি দাসের জীবনকে তুলে ধরা হবে । আরতি দাসকে কলকাতার 'কুইন অফ ক্যারাবে' বলা হয় । তাঁর জীবনের মাধ্যমে 60-70 দশকের পশ্চিমবঙ্গের রাজনীতিকে তুলে ধরা হবে এই ওয়েব সিরিজ়ে ।

কঙ্কনা একটি বিবৃতিতে বলেন, "দেশ-বিভাগের পরের যুগটি আমাকে মুগ্ধ করেছিল । আমি কলকাতার মেয়ে হওয়ায় পুরো বিষয়টি ও তার কাহিনী সম্পর্কে সচেতন ছিলাম । এটি মহিলা প্রোটাগনিস্টের আকর্ষণীয় জীবন সম্পর্কে, যিনি নিজের মতো করে জীবন যাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন । এটি খুবই আকর্ষণীয় । এই কারণেই আমি সিরিজ়টি তৈরি করার সিদ্ধান্ত নিই ।"

তিনি আরও বলেন, "আমরা এখনও স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি । সামনের বছর শুটিং শুরু করার পরিকল্পনায় রয়েছি । এটি একটি আকর্ষণীয় জার্নি হতে চলেছে ।"

কঙ্কনা 2017 সালে তাঁর পরিচালনা শুরু করেন ফিচার ফিল্ম 'এ ডেথ ইন দা গুঞ্জ' ছবি দিয়ে ।

কলকাতা : মিস শেফালি নামে পরিচিত আরতি দাসের জীবনের উপর একটি ওয়েব সিরিজ় হতে চলেছে । সিরিজ়টির পরিচালনা করবেন কঙ্কনা সেন শর্মা ।

এই ওয়েব সিরিজ়ে আরতি দাসের জীবনকে তুলে ধরা হবে । আরতি দাসকে কলকাতার 'কুইন অফ ক্যারাবে' বলা হয় । তাঁর জীবনের মাধ্যমে 60-70 দশকের পশ্চিমবঙ্গের রাজনীতিকে তুলে ধরা হবে এই ওয়েব সিরিজ়ে ।

কঙ্কনা একটি বিবৃতিতে বলেন, "দেশ-বিভাগের পরের যুগটি আমাকে মুগ্ধ করেছিল । আমি কলকাতার মেয়ে হওয়ায় পুরো বিষয়টি ও তার কাহিনী সম্পর্কে সচেতন ছিলাম । এটি মহিলা প্রোটাগনিস্টের আকর্ষণীয় জীবন সম্পর্কে, যিনি নিজের মতো করে জীবন যাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন । এটি খুবই আকর্ষণীয় । এই কারণেই আমি সিরিজ়টি তৈরি করার সিদ্ধান্ত নিই ।"

তিনি আরও বলেন, "আমরা এখনও স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি । সামনের বছর শুটিং শুরু করার পরিকল্পনায় রয়েছি । এটি একটি আকর্ষণীয় জার্নি হতে চলেছে ।"

কঙ্কনা 2017 সালে তাঁর পরিচালনা শুরু করেন ফিচার ফিল্ম 'এ ডেথ ইন দা গুঞ্জ' ছবি দিয়ে ।

Intro:Body:

Konkona Sen Sharma


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.