কলকাতা : খুব শিগগিরিই শুরু হচ্ছে ধারাবাহিক 'কলের বউ'। নামটা যতটা নতুন, ধারাবাহিকের গল্পও একেবারে ফ্রেস। কারণ, বাংলা ধারাবাহিকে এমন গল্প আগে আসেনি। যেখানে রোবট হল ধারাবাহিকের মূল চরিত্রে। হ্যাঁ ঠিক শুনেছেন। রোবটই ধারাবাহিকের প্রোটাগেনিস্ট।
ধারাবাহিকের গল্প একটি পরিবারকে কেন্দ্র করে। একান্নবর্তী পরিবারের বিজ্ঞানী ছেলে দীপের বিয়ে হয় একটি মেয়ের সঙ্গে। তার স্ত্রী গ্রামের মেয়ে। বাড়ির কোনও কাজেই তার আগ্রহ নেই। সকাল থেকে শুরু খাওয়া ছাড়া কাজও নেই। জানে না পড়াশোনাও জানে না সে। পরিবারের সামনে স্ত্রীর সম্মান বাঁচাতে এক কাণ্ড করে বসে দীপ। স্ত্রীয়ের মতো দেখতে হবুহ রোবট বানিয়ে ফেলে সে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবই জানে সেই রোবট। আর এখান থেকেই শুরু হয় গল্প।
ধারাবাহির 'ভজ গোবিন্দ'-র পর এই ধারাবাহিকে রোহানকে বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে। অন্যদিকে 'খোকাবাবু' ধারাবাহিক খ্যাত অভিনেত্রী তৃণা কামব্যাক করলেন টেলিভিশনে। মাঝে 'থাই কারি' নামের একটি ছবি করেছেন। কমলেশ্বরের 'পাসওয়ার্ড'-এর কাজও করছেন একই সঙ্গে। ধারাবাহিকের সঙ্গে সিনেমার শুটিং, বলতে গেলে এখন ব্যবস্ততার মধ্যেই কাটছে তৃণার দিন।