ETV Bharat / sitara

আসল বউ টোটাল ফেল! সংসার সামলাবে 'কলের বউ' - rohan

দেখতে হবুহ এক। একজন গ্রামের। পরনে ছাপার শাড়ির। তেল চপচপে মাথায় দুদিকে ঝুলছে বিনুনী। অন্যজন শহরের। পরিপাটি করে শাড়ি পরা। স্ট্রেট চুল। তবে এখানেই রয়েছে টুইস্ট।

কলের বউ
author img

By

Published : May 11, 2019, 5:26 PM IST

Updated : May 11, 2019, 7:01 PM IST

কলকাতা : খুব শিগগিরিই শুরু হচ্ছে ধারাবাহিক 'কলের বউ'। নামটা যতটা নতুন, ধারাবাহিকের গল্পও একেবারে ফ্রেস। কারণ, বাংলা ধারাবাহিকে এমন গল্প আগে আসেনি। যেখানে রোবট হল ধারাবাহিকের মূল চরিত্রে। হ্যাঁ ঠিক শুনেছেন। রোবটই ধারাবাহিকের প্রোটাগেনিস্ট।

ধারাবাহিকের গল্প একটি পরিবারকে কেন্দ্র করে। একান্নবর্তী পরিবারের বিজ্ঞানী ছেলে দীপের বিয়ে হয় একটি মেয়ের সঙ্গে। তার স্ত্রী গ্রামের মেয়ে। বাড়ির কোনও কাজেই তার আগ্রহ নেই। সকাল থেকে শুরু খাওয়া ছাড়া কাজও নেই। জানে না পড়াশোনাও জানে না সে। পরিবারের সামনে স্ত্রীর সম্মান বাঁচাতে এক কাণ্ড করে বসে দীপ। স্ত্রীয়ের মতো দেখতে হবুহ রোবট বানিয়ে ফেলে সে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবই জানে সেই রোবট। আর এখান থেকেই শুরু হয় গল্প।

ভিডিয়ো

ধারাবাহির 'ভজ গোবিন্দ'-র পর এই ধারাবাহিকে রোহানকে বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে। অন্যদিকে 'খোকাবাবু' ধারাবাহিক খ্যাত অভিনেত্রী তৃণা কামব্যাক করলেন টেলিভিশনে। মাঝে 'থাই কারি' নামের একটি ছবি করেছেন। কমলেশ্বরের 'পাসওয়ার্ড'-এর কাজও করছেন একই সঙ্গে। ধারাবাহিকের সঙ্গে সিনেমার শুটিং, বলতে গেলে এখন ব্যবস্ততার মধ্যেই কাটছে তৃণার দিন।

কলকাতা : খুব শিগগিরিই শুরু হচ্ছে ধারাবাহিক 'কলের বউ'। নামটা যতটা নতুন, ধারাবাহিকের গল্পও একেবারে ফ্রেস। কারণ, বাংলা ধারাবাহিকে এমন গল্প আগে আসেনি। যেখানে রোবট হল ধারাবাহিকের মূল চরিত্রে। হ্যাঁ ঠিক শুনেছেন। রোবটই ধারাবাহিকের প্রোটাগেনিস্ট।

ধারাবাহিকের গল্প একটি পরিবারকে কেন্দ্র করে। একান্নবর্তী পরিবারের বিজ্ঞানী ছেলে দীপের বিয়ে হয় একটি মেয়ের সঙ্গে। তার স্ত্রী গ্রামের মেয়ে। বাড়ির কোনও কাজেই তার আগ্রহ নেই। সকাল থেকে শুরু খাওয়া ছাড়া কাজও নেই। জানে না পড়াশোনাও জানে না সে। পরিবারের সামনে স্ত্রীর সম্মান বাঁচাতে এক কাণ্ড করে বসে দীপ। স্ত্রীয়ের মতো দেখতে হবুহ রোবট বানিয়ে ফেলে সে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবই জানে সেই রোবট। আর এখান থেকেই শুরু হয় গল্প।

ভিডিয়ো

ধারাবাহির 'ভজ গোবিন্দ'-র পর এই ধারাবাহিকে রোহানকে বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে। অন্যদিকে 'খোকাবাবু' ধারাবাহিক খ্যাত অভিনেত্রী তৃণা কামব্যাক করলেন টেলিভিশনে। মাঝে 'থাই কারি' নামের একটি ছবি করেছেন। কমলেশ্বরের 'পাসওয়ার্ড'-এর কাজও করছেন একই সঙ্গে। ধারাবাহিকের সঙ্গে সিনেমার শুটিং, বলতে গেলে এখন ব্যবস্ততার মধ্যেই কাটছে তৃণার দিন।

Intro:বর,বউ ও রোবট বউ এর মজার কান্ড কারখানা নিয়ে আসছে নতুন ধারাবাহিক কলের বউ

অমিত চক্রবর্তী, কলকাতা: দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন বাংলা ধারাবাহিক কলের বউ। ধারাবাহিকের নাম শুনেই বোঝা যাচ্ছে নতুন এই ধারাবাহিকটি আদ্যপ্রান্ত একটি কমেডি ধারাবাহিক হতে চলেছে। আর এই ধারাবাহিকে অভিনয় দিয়ে অনেকদিন বাদে প্রত্যাবর্তন ঘটতে চলেছে ভজ গোবিন্দ ধারাবাহিকের রোহান ও খোকাবাবু ধারাবাহিকের তৃনা সাহার। এছাড়া ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপঙ্কর দে, বিমল চক্রবর্তী, রত্না ঘোষাল,রূপসা চক্রবর্তী, শুভাশীষ মুখার্জি, রাজা চ্যাটার্জী সহ আরো অনেকে। তবে এবারের গল্প শুধুমাত্র ভালোবাসা নয় যার সঙ্গে রয়েছে বেশ মজার কিছু কান্ড কারখানা। এবারে ধারাবাহিকের মূল দুটি চরিত্রের একজন হলেন দ্বীপ আর অন্যজন হলেন টেপি। দ্বীপ যে একজন সাইন্টিস্ট আর তার বউ টেপি আর এদের মাঝখানে এসে উপস্থিত হয় যন্ত্রমানব যার নাম রোবট ওয়াইফ। এই ধারাবাহিকে তৃণা কে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃনা ও রোহান তাদের নতুন এই ধারাবাহিকে কাজ করা প্রসঙ্গে অনেক না জানা কথা ইটিভি ভারতের সঙ্গে শেয়ার করলেণ।


Body:ভিডিও ইন্টারভিউ


Conclusion:
Last Updated : May 11, 2019, 7:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.