ETV Bharat / sitara

এক সপ্তাহে ছয় মিলিয়ন ভিউ, 'ক্রিমিনাল জাস্টিস' নিয়ে খোলামেলা কীর্তি - কীর্তি কুলহারির খবর

এক সপ্তাহ কাটেনি এখনও । আর এরই মধ্যে 5.8, প্রায় ছয় মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন 'ক্রিমিনাল জাস্টিস : বিহাইন্ড দ্য ক্লোজ়ড ডোর্স' । ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কীর্তি কুলহারি । IANS-এর সঙ্গে কথা বললেন অভিনেত্রী ।

kirti kulhari criminal justice
kirti kulhari criminal justice
author img

By

Published : Dec 28, 2020, 9:43 PM IST

মুম্বই : OTT প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা বাড়ছে ঠিকই, তবে দর্শকও আগের থেকে অনেক বেশি বেছে কনটেন্ট দেখছেন । ভালো না লাগলে সেই কনটেন্টকে বর্জন করতেও ছাড়ছেন না তারা । এই অবস্থায় সাত দিনেরও কম সময়ে 'ক্রিমিনাল জাস্টিস'-এর এত ভিউ । কী বললেন কীর্তি ?

উচ্ছ্বসিত অভিনেত্রী তাঁর চরিত্র নিয়ে বললেন, "অনেক হোমওয়ার্ক করেছি চরিত্রটার জন্য । আমি রীতিমতো রিসার্চ করি চরিত্রটি নিয়ে ।"

যারা ম্যারিটাল রেপের শিকার হয়, তাদের মনের অবস্থা কেমন হয়, তাদের জীবন কেমন হয় এটা বুঝতে চেয়েছিলেন কীর্তি । তার জন্য মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গেও দেখা করেন তিনি ।

কীর্তি বললেন, "শুটিংয়ের দেড় মাস আগে থেকে আমি প্রস্তুতি নিতে শুরু করে দিই । স্ক্রিপ্ট পড়ার পিছনেও অনেকটা সময় দিয়েছিলাম । প্রতিটা লাইন বারবার করে পড়ে বোঝার চেষ্টা করেছিলাম ।"

তাই হয়তো আজ 'ক্রিমিনাল জাস্টিস : বিহাইন্ড দ্য ক্লোজ়ড ডোর্স'-এর এই সাফল্য । কীর্তি ছাড়াও পঙ্কজ ত্রিপাঠী, জিশু সেনগুপ্ত, দীপ্তি নাভাল, শিল্পা শুক্লার মতো একাধিক দাপুটে অভিনেতা কাজ করেছেন হটস্টারের এই থ্রিলার সিরিজ়ে ।

মুম্বই : OTT প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা বাড়ছে ঠিকই, তবে দর্শকও আগের থেকে অনেক বেশি বেছে কনটেন্ট দেখছেন । ভালো না লাগলে সেই কনটেন্টকে বর্জন করতেও ছাড়ছেন না তারা । এই অবস্থায় সাত দিনেরও কম সময়ে 'ক্রিমিনাল জাস্টিস'-এর এত ভিউ । কী বললেন কীর্তি ?

উচ্ছ্বসিত অভিনেত্রী তাঁর চরিত্র নিয়ে বললেন, "অনেক হোমওয়ার্ক করেছি চরিত্রটার জন্য । আমি রীতিমতো রিসার্চ করি চরিত্রটি নিয়ে ।"

যারা ম্যারিটাল রেপের শিকার হয়, তাদের মনের অবস্থা কেমন হয়, তাদের জীবন কেমন হয় এটা বুঝতে চেয়েছিলেন কীর্তি । তার জন্য মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গেও দেখা করেন তিনি ।

কীর্তি বললেন, "শুটিংয়ের দেড় মাস আগে থেকে আমি প্রস্তুতি নিতে শুরু করে দিই । স্ক্রিপ্ট পড়ার পিছনেও অনেকটা সময় দিয়েছিলাম । প্রতিটা লাইন বারবার করে পড়ে বোঝার চেষ্টা করেছিলাম ।"

তাই হয়তো আজ 'ক্রিমিনাল জাস্টিস : বিহাইন্ড দ্য ক্লোজ়ড ডোর্স'-এর এই সাফল্য । কীর্তি ছাড়াও পঙ্কজ ত্রিপাঠী, জিশু সেনগুপ্ত, দীপ্তি নাভাল, শিল্পা শুক্লার মতো একাধিক দাপুটে অভিনেতা কাজ করেছেন হটস্টারের এই থ্রিলার সিরিজ়ে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.