কলকাতা, 26 জানুয়ারি : ছবি পরিচালনার পাশাপাশি নিজের ছবিতেই বেশ গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে বারংবারই অভিনয় করতে দেখা গিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়কে ৷ এবার ওয়েবেও পা রাখতে চলেছেন তিনি ৷ তবে হ্যাঁ পরিচালক হিসাবে নয়, তিনি পা রাখছেন অভিনেতা হিসেবে (Kaushik Ganguly is acting in the web series Prankenstine) ৷ পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়ের হাত ধরে আসছে নতুন ওয়েব সিরিজ 'প্র্যাঙ্কেনস্টাইন' । 'মিল্কি ওয়ে ফিল্মস'এর ব্যানারে আসছে এই ওয়েব সিরিজিটি ।
গল্পের দিকে তাকালে দেখব, বিপজ্জনক এবং বেপরোয়া প্র্যাঙ্ক ভিডিও তৈরি করে প্র্যাঙ্ক স্টার গ্রুপ প্র্যাঙ্কেনস্টাইনর আজ ভারত জোড়া নামডাক । এই ভাইরাল গ্রুপের মুকুটে সিলভার এবং গোল্ড প্লে বাটনের পরে সম্প্রতি জুড়েছে আরও একটি নতুন পালক। এবছর মুম্বই শহরে সংগঠিত হতে চলা ইউটিউব ফ্যানফেস্টে আমন্ত্রণ পেয়েছেন তাঁরা । সেই আনন্দ উদযাপন করতেই তাঁরা কলকাতার উপকণ্ঠে একটি প্রাচীন রাজবাড়িতে রাত কাটানোর উদ্দেশ্যে গিয়ে উপস্থিত হয় । সেখানে তাঁদের সঙ্গে পরিচয় হয় এক রহস্যময় প্রবীণের আর তারপর ঘটতে থাকে একের পর এক মৃত্যু । রহস্যময় এই প্রবীণের চরিত্রেই অভিনয় করছেন কৌশিক । এরপর গল্প কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার ৷
আরও পড়ুন :প্রকাশ পেল রাজকুমার-ভূমির নতুন ছবি 'বধাই দো'-র ট্রেলার
অন্যান্য চরিত্রে আছেন দীপ দে, শ্রীতমা দে, ঈপ্সিতা কুন্ডু, রেমো, ভাস্কর দত্ত, রোহিনী চট্টোপাধ্যায় , সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শিনী দাশগুপ্ত, অয়ন্তিকা পাল প্রমুখ। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও নির্দেশনায় রয়েছেন সাগ্নিক নিজেই । তাঁকে সহায়তা করছেন শ্রেষ্ঠা চট্টোপাধ্যায় । চিত্রগ্রহণে অরিন্দম ভট্টাচার্য, শব্দ বিন্যাস এবং সঙ্গীত পরিচালনায় রাজদীপ গঙ্গোপাধ্যায় । পোশাক পরিকল্পনা করেছেন মেঘা চক্রবর্তী । পরিচলকের কথায়, "শুটিং শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ৷ গল্পটা লেখার সময় থেকেই ভেবে রেখেছিলাম যে এই চরিত্রে কৌশিকদাকেই নিয়ে আসব । বলতে পারেন, ওনাকে মনে রেখেই এই চরিত্র । বেশ কয়েকটা সিজনে আনার পরিকল্পনা আছে এই সিরিজ ।"