ETV Bharat / sitara

Basanta Bilash: টিভিতে বসন্ত বিলাপের স্মৃতি ফেরাবেন কাঞ্চন, সঙ্গী কমলিকা - কাঞ্চন মল্লিকের ছবি

টেলিভিশনে সত্তরের দশকের সুপারহিট ছবি বসন্ত বিলাপের স্মৃতি ফেরাবেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)৷ তাঁকে সঙ্গ দেবেন কমলিকা বন্দ্যোপাধ্যায় (Kamalika Banerjee)। আসছে বসন্ত বিলাস (Basanta Bilash)৷

kanchan-mallicks-basanta-bilash-to-be-a-fresh-treat-to-tv-viewers
টিভিতে বসন্ত বিলাপের স্মৃতি ফেরাবেন কাঞ্চন, সঙ্গী কমলিকা
author img

By

Published : Nov 21, 2021, 1:24 PM IST

কলকাতা, 21 নভেম্বর: বাংলা টেলিভিশনে এবার মেস বাড়ির মজা । থাকবে বন্ধুত্ব, প্রেম, খুনসুটি, ঝামেলা । সব মিলিয়ে ভরপুর বিনোদন । মেস বাড়ির মালিক আর মালকিনের ভূমিকায় কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং কমলিকা বন্দ্যোপাধ্যায় (Kamalika Banerjee)।

1973 সালে মুক্তিপ্রাপ্ত দীনেন গুপ্ত পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, সুমিত্রা মুখোপাধ্যায়, রবি ঘোষ, চিন্ময় রায় অভিনীত সেই বিখ্যাত ছবি 'বসন্ত বিলাপ'-এর কথা মনে আছে ? মনে আছে সেই মেস বাড়ির মজা ? এবার সে রকমই এক স্বাদ নিয়ে টেলিভিশনে আসছে বাংলা ধারাবাহিক 'বসন্ত বিলাস'। পাক্কা সাতটি বছর পর বাংলা ধারাবাহিকে কাঞ্চন মল্লিক । তাঁর সঙ্গে জুটি বাঁধছেন কমলিকা বন্দ্যোপাধ্যায় । এই ধারাবাহিকে স্বামী-স্ত্রী'র ভূমিকায় দেখা যাবে তাঁদের । কাঞ্চন মল্লিক এর আগে অবশ্য সংশ্লিষ্ট চ্যানেলের একটি নন ফিকশনে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন ।

আরও পড়ুন: Yash Nusrat: 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'-র মহরতে যশ-নুসরত

গল্প আবর্তিত হবে একটি মেসবাড়িকে কেন্দ্রে রেখে । বাংলার বিভিন্ন জায়গা থেকে সেই মেস বাড়িতে আসে ছেলেমেয়েরা । এদের এক একজনের চোখে এক এক রকমের স্বপ্ন । তাদের নানাবিধ কর্মকাণ্ড নিয়েই এগোবে গল্প । এদের মধ্যেই দু‘জন মহুয়া এবং রাহুল । বলতে গেলে গল্পের নায়ক-নায়িকা তারাই । গড়ে ওঠে সম্পর্ক । জমাট বাঁধে প্রেম । বাকিটা জানান দেবে সময় ।

আরও পড়ুন: IFFI : মার্কিন ও হাঙ্গেরির চিত্রনির্মাতাকে সত্যজিৎ রায় পুরস্কার, বিশেষ সম্মান হেমা-প্রসূনকে

22 নভেম্বর থেকে টিভির পর্দায় আসছে এই ধারাবাহিক । এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কাঞ্চন মল্লিক (দুঃখ ভজন), কমলিকা বন্দ্যোপাধ্যায় (মানদা সুন্দরী), নন্দিনী (মহুয়া), অর্পণ (রাহুল), ফাল্গুনি সান্যাল (পাহাড়ি সান্যাল), তানিয়া (দ্রৌপদী), নির্ণয় (দশরথ), জয়প্রকাশ (নিবারণ), সুমন কুণ্ডু (রাজশেখর), অভিজিৎ (হুলো দা), মাফিন চক্রবর্তী (সুনন্দা দেবী), অরুণ চক্রবর্তী (ভজনন্দ বুজরুকি)-সহ আরও অনেকে ।

আরও পড়ুন: The Eken: বড় পর্দায় আসছে 'একেন বাবু'

22 নভেম্বর থেকে প্রতি সোম থেকে শুক্র রাত 9 টায় হবে 'বসন্ত বিলাস'।

আরও পড়ুন: Golondaaj: বাংলাদেশে মুক্তি পেল দেবের 'গোলন্দাজ'

কলকাতা, 21 নভেম্বর: বাংলা টেলিভিশনে এবার মেস বাড়ির মজা । থাকবে বন্ধুত্ব, প্রেম, খুনসুটি, ঝামেলা । সব মিলিয়ে ভরপুর বিনোদন । মেস বাড়ির মালিক আর মালকিনের ভূমিকায় কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং কমলিকা বন্দ্যোপাধ্যায় (Kamalika Banerjee)।

1973 সালে মুক্তিপ্রাপ্ত দীনেন গুপ্ত পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, সুমিত্রা মুখোপাধ্যায়, রবি ঘোষ, চিন্ময় রায় অভিনীত সেই বিখ্যাত ছবি 'বসন্ত বিলাপ'-এর কথা মনে আছে ? মনে আছে সেই মেস বাড়ির মজা ? এবার সে রকমই এক স্বাদ নিয়ে টেলিভিশনে আসছে বাংলা ধারাবাহিক 'বসন্ত বিলাস'। পাক্কা সাতটি বছর পর বাংলা ধারাবাহিকে কাঞ্চন মল্লিক । তাঁর সঙ্গে জুটি বাঁধছেন কমলিকা বন্দ্যোপাধ্যায় । এই ধারাবাহিকে স্বামী-স্ত্রী'র ভূমিকায় দেখা যাবে তাঁদের । কাঞ্চন মল্লিক এর আগে অবশ্য সংশ্লিষ্ট চ্যানেলের একটি নন ফিকশনে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন ।

আরও পড়ুন: Yash Nusrat: 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'-র মহরতে যশ-নুসরত

গল্প আবর্তিত হবে একটি মেসবাড়িকে কেন্দ্রে রেখে । বাংলার বিভিন্ন জায়গা থেকে সেই মেস বাড়িতে আসে ছেলেমেয়েরা । এদের এক একজনের চোখে এক এক রকমের স্বপ্ন । তাদের নানাবিধ কর্মকাণ্ড নিয়েই এগোবে গল্প । এদের মধ্যেই দু‘জন মহুয়া এবং রাহুল । বলতে গেলে গল্পের নায়ক-নায়িকা তারাই । গড়ে ওঠে সম্পর্ক । জমাট বাঁধে প্রেম । বাকিটা জানান দেবে সময় ।

আরও পড়ুন: IFFI : মার্কিন ও হাঙ্গেরির চিত্রনির্মাতাকে সত্যজিৎ রায় পুরস্কার, বিশেষ সম্মান হেমা-প্রসূনকে

22 নভেম্বর থেকে টিভির পর্দায় আসছে এই ধারাবাহিক । এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কাঞ্চন মল্লিক (দুঃখ ভজন), কমলিকা বন্দ্যোপাধ্যায় (মানদা সুন্দরী), নন্দিনী (মহুয়া), অর্পণ (রাহুল), ফাল্গুনি সান্যাল (পাহাড়ি সান্যাল), তানিয়া (দ্রৌপদী), নির্ণয় (দশরথ), জয়প্রকাশ (নিবারণ), সুমন কুণ্ডু (রাজশেখর), অভিজিৎ (হুলো দা), মাফিন চক্রবর্তী (সুনন্দা দেবী), অরুণ চক্রবর্তী (ভজনন্দ বুজরুকি)-সহ আরও অনেকে ।

আরও পড়ুন: The Eken: বড় পর্দায় আসছে 'একেন বাবু'

22 নভেম্বর থেকে প্রতি সোম থেকে শুক্র রাত 9 টায় হবে 'বসন্ত বিলাস'।

আরও পড়ুন: Golondaaj: বাংলাদেশে মুক্তি পেল দেবের 'গোলন্দাজ'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.