ETV Bharat / sitara

'দা নাইটিঙ্গেল'-র পোস্টার কপি করে কলকির 'ভ্রম'-র পোস্টার ? - copy poster

আজ একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে 'ভ্রম'-র পোস্টারের সঙ্গে অস্ট্রেলিয়ান গথিক থ্রিলার 'দা নাইটিঙ্গেল'-র পোস্টারের সঙ্গে সাদৃশ্যের কথা জানানো হয়েছে ।

ভ্রম
author img

By

Published : Sep 4, 2019, 6:10 PM IST

মুম্বই : কলকি কেকলা অভিনীত ওয়েব শো 'ভ্রম'-র একটি নতুন পোস্টার বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে । পোস্টারে অস্ট্রেলিয়ান গথিক থ্রিলার 'দা নাইটিঙ্গেল'-র পোস্টারের সঙ্গে একটি অস্বাভাবিক সাদৃশ্য রয়েছে ।

আজ একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই সাদৃশ্যের কথা জানানো হয় । সঙ্গে 'দা নাইটিঙ্গেল' ও 'ভ্রম'-র অনুরূপ পোস্টারগুলোর স্ন্যাপশট শেয়ার করেছে ।

'দা নাইটিঙ্গেল'-র পোস্টারটিতে নায়িকা অ্যাইসলিং ফ্র্যানসিওসির চিন্তিত চেহারা রয়েছে এবং তাঁর সামনে দিয়ে একটি কালো পাখি উড়ে আসায় মুখের এক অংশ ঢেকে গেছে ।

'ভ্রম'-র পোস্টারেও একই অভিব্যক্তিতে কলকির চেহারা রয়েছে । তাঁরও সামনে দিয়ে একটি কালো পাখি উড়ে আসায় মুখের এক অংশ ঢেকে গেছে ।

ছবিটির ক্যাপশনে লেখা, "আমরা দেখছি চিল । কিন্তু ভাবছি এটি একটি কাক ।"

কে হরি কুমার রচিত ও সংগীত সিবন পরিচালিত 'ভ্রম' একটি আট এপিসোডের ওয়েব সিরিজ় । অভিনয় করতে দেখা যাবে চন্দন রায় সান্যালকেও ।

জেনিফার কেন্ট পরিচালিত 'দা নাইটিঙ্গেল'-এ 1825 সালের ভ্যান ডিয়েমেনের ল্যান্ডের ব্রিটিশ পেনাল কলোনির সেট তৈরি করা হয় । ছবিতে দেখানো হয় একজন দোষী সাব্যস্ত মহিলা তার পরিবারের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ ঘটনার প্রতিশোধ নিতে চায় । ছবিটি এবছর অগাস্ট মাসে মুক্তি পায় ।

মুম্বই : কলকি কেকলা অভিনীত ওয়েব শো 'ভ্রম'-র একটি নতুন পোস্টার বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে । পোস্টারে অস্ট্রেলিয়ান গথিক থ্রিলার 'দা নাইটিঙ্গেল'-র পোস্টারের সঙ্গে একটি অস্বাভাবিক সাদৃশ্য রয়েছে ।

আজ একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই সাদৃশ্যের কথা জানানো হয় । সঙ্গে 'দা নাইটিঙ্গেল' ও 'ভ্রম'-র অনুরূপ পোস্টারগুলোর স্ন্যাপশট শেয়ার করেছে ।

'দা নাইটিঙ্গেল'-র পোস্টারটিতে নায়িকা অ্যাইসলিং ফ্র্যানসিওসির চিন্তিত চেহারা রয়েছে এবং তাঁর সামনে দিয়ে একটি কালো পাখি উড়ে আসায় মুখের এক অংশ ঢেকে গেছে ।

'ভ্রম'-র পোস্টারেও একই অভিব্যক্তিতে কলকির চেহারা রয়েছে । তাঁরও সামনে দিয়ে একটি কালো পাখি উড়ে আসায় মুখের এক অংশ ঢেকে গেছে ।

ছবিটির ক্যাপশনে লেখা, "আমরা দেখছি চিল । কিন্তু ভাবছি এটি একটি কাক ।"

কে হরি কুমার রচিত ও সংগীত সিবন পরিচালিত 'ভ্রম' একটি আট এপিসোডের ওয়েব সিরিজ় । অভিনয় করতে দেখা যাবে চন্দন রায় সান্যালকেও ।

জেনিফার কেন্ট পরিচালিত 'দা নাইটিঙ্গেল'-এ 1825 সালের ভ্যান ডিয়েমেনের ল্যান্ডের ব্রিটিশ পেনাল কলোনির সেট তৈরি করা হয় । ছবিতে দেখানো হয় একজন দোষী সাব্যস্ত মহিলা তার পরিবারের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ ঘটনার প্রতিশোধ নিতে চায় । ছবিটি এবছর অগাস্ট মাসে মুক্তি পায় ।

Intro:Body:

poster of bhram


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.