ETV Bharat / sitara

ইরা আর আকাশ বোলপুরে, সম্পর্কে নতুন মোড়? - Irabotir Chupkotha

ইরাবতী আর আকাশ এবার বোলপুরে। জড়তা কাটিয়ে এবার কাছাকাছি তারা।

ইরাবতীর চুপকথা
author img

By

Published : May 2, 2019, 10:10 PM IST

'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকে গত সপ্তাহে দর্শক দেখেছেন বিয়ের পর ইরা ও আকাশের সংসারে বিপদ লেগেই রয়েছে। তার কারণ ইরার বোন ঝিলাম প্রতিজ্ঞা করেছে যে সে ইরাকে শান্তিতে ঘর করতে দেবে না। তাই আকাশকে ইরার বিরুদ্ধে ভুল বুঝিয়ে সে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। সে চায় ইরার জীবনকে তছনছ করে দিতে।

এই সপ্তাহে একেবারে নতুন মোড়। ইরা ও আকাশ বোলপুরে গেছে। তাদের সঙ্গে গেছে অভিক-মেঘনা ও ঝিলামও। দীর্ঘদিন পরে ইরাকে কলকাতার বাইরে এইভাবে আনন্দ করতে দেখে আকাশ খুব খুশি। বোলপুর যে ইরার সবথেকে প্রিয় জায়গা সেটা জানত আকাশ। একটু একটু করে স্বামী-স্ত্রীর স্বাভাবিক সম্পর্কের মধ্যে ঢুকছে তারা।

ইরাবতীর চুপকথা
বোলপুরে...

তবে এর মধ্যেও রয়েছে বিপদের আশঙ্কা। সবাই যখন আনন্দ করতে ব্যস্ত তখন একজন অচেনা ব্যক্তি ইরার পিছনে ধাওয়া করতে থাকে। এটা কি ঝিলামের কোনও চক্রান্ত? উত্তর আছে 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকের পরবর্তী এপিসোডগুলোতে।

ইরাবতীর চুপকথা
বোলপুরে

'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকে গত সপ্তাহে দর্শক দেখেছেন বিয়ের পর ইরা ও আকাশের সংসারে বিপদ লেগেই রয়েছে। তার কারণ ইরার বোন ঝিলাম প্রতিজ্ঞা করেছে যে সে ইরাকে শান্তিতে ঘর করতে দেবে না। তাই আকাশকে ইরার বিরুদ্ধে ভুল বুঝিয়ে সে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। সে চায় ইরার জীবনকে তছনছ করে দিতে।

এই সপ্তাহে একেবারে নতুন মোড়। ইরা ও আকাশ বোলপুরে গেছে। তাদের সঙ্গে গেছে অভিক-মেঘনা ও ঝিলামও। দীর্ঘদিন পরে ইরাকে কলকাতার বাইরে এইভাবে আনন্দ করতে দেখে আকাশ খুব খুশি। বোলপুর যে ইরার সবথেকে প্রিয় জায়গা সেটা জানত আকাশ। একটু একটু করে স্বামী-স্ত্রীর স্বাভাবিক সম্পর্কের মধ্যে ঢুকছে তারা।

ইরাবতীর চুপকথা
বোলপুরে...

তবে এর মধ্যেও রয়েছে বিপদের আশঙ্কা। সবাই যখন আনন্দ করতে ব্যস্ত তখন একজন অচেনা ব্যক্তি ইরার পিছনে ধাওয়া করতে থাকে। এটা কি ঝিলামের কোনও চক্রান্ত? উত্তর আছে 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকের পরবর্তী এপিসোডগুলোতে।

ইরাবতীর চুপকথা
বোলপুরে
Intro:Body:

ইরা আর আকাশ বোলপুরে, সম্পর্কে নতুন মোড়?



'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকে গত সপ্তাহে দর্শক দেখেছেন বিয়ের পর ইরা ও আকাশের সংসারে বিপদ লেগেই রয়েছে। তার কারণ ইরার বোন ঝিলাম প্রতিজ্ঞা করেছে যে সে ইরাকে শান্তিতে ঘর করতে দেবে না। তাই আকাশকে ইরার বিরুদ্ধে ভুল বুঝিয়ে সে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। সে চায় ইরার জীবনকে তছনছ করে দিতে।



এই সপ্তাহে একেবারে নতুন মোড়। ইরা ও আকাশ বোলপুরে গেছে। তাদের সঙ্গে গেছে অভিক-মেঘনা ও ঝিলামও। দীর্ঘদিন পরে ইরাকে কলকাতার বাইরে এইভাবে আনন্দ করতে দেখে আকাশ খুব খুশি। বোলপুর যে ইরার সবথেকে প্রিয় জায়গা সেটা জানত আকাশ। একটু একটু করে স্বামী-স্ত্রীর স্বাভাবিক সম্পর্কের মধ্যে ঢুকছে তারা।



তবে এর মধ্যেও রয়েছে বিপদের আশঙ্কা। সবাই যখন আনন্দ করতে ব্যস্ত তখন একজন অচেনা ব্যক্তি ইরার পিছনে ধাওয়া করতে থাকে। এটা কি ঝিলামের কোনও চক্রান্ত? উত্তর আছে 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকের পরবর্তী এপিসোডগুলোতে।




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.