কলকাতা, 9 জানুয়ারি : যে গান তাঁকে জাতীয় পুরস্কার এনে দিয়েছে, সেই গানের লাইন ধার করেই অনুরাগীদের কোভিড আক্রান্তের খবর দিলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty tested positive for COVID) ৷ সোশ্যাল মিডিয়ায় জাতীয় পুরস্কারজয়ী গায়িকা লিখলেন, "করোনায় আক্রান্ত হয়েছি তাই আমার দরজায় খিল ৷" দিনকয়েক ধরেই জ্বরে কাবু ইমন সম্প্রতি করোনা পরীক্ষা করিয়েছিলেন ৷ রবিবার সেই রিপোর্ট পজিটিভ আসে গায়িকার ৷
বি-টাউন হোক বা টলিউড ইন্ড্রাষ্টি ৷ দেশের সঙ্গে পাল্লা দিয়ে সিনেজগতের তারকারাও ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন ভাইরাসে ৷ গতকালই অরিজিত সিং'য়ের ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়েছিল অনুরাগীরা ৷ 24 ঘণ্টা না কাটতেই এবার মারণ ভাইরাসের কোপে ইমন চক্রবর্তী ৷ তবে যেভাবে তিনি তার নিভৃতবাসে থাকার খবরটি অনুরাগীদের দিলেন, তা নজর কেড়েছে নেটাগরিকদের ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
2016 নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'প্রাক্তন' ছবিতে অনুপম রায়ের লেখা ও সুরে 'তুমি যাকে ভালবাসো' গেয়ে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন ইমন ৷ যে গান তাঁকে পরবর্তীতে জাতীয় পুরস্কারও এনে দিয়েছিল ৷ সেই গানেরই একটি লাইন ছিল, 'আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর' ৷ সেই লাইনই এদিন ধার করে মন খারাপ করা খবর দিলেন ইমন ৷
আরও পড়ুন : Mimi Chakaraborty Tests Covid Positive : এবার করোনার কবলে মিমি, রয়েছেন নিভৃতবাসে
সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেতা পরমব্রত, রুদ্রনীল, শুভশ্রী, ঋতুপর্ণা, মিমি, ঋদ্ধি-সহ গত কয়েকদিনে করোনা আক্রান্ত হয়েছেন বহু সিনেদুনিয়ার সেলেব ৷ ইমন সেই তালিকায় নয়া সংযোজন ৷