ETV Bharat / sitara

Iman Chakraborty Infected With COVID : কোভিড পজিটিভ, দরজায় খিল দিলেন ইমন - কোভিড পজিটিভ, দরজায় খিল দিলেন ইমন

যে গান তাঁকে জাতীয় পুরস্কার এনে দিয়েছে, সেই গানের লাইন ধার করেই অনুরাগীদের কোভিড আক্রান্তের খবর দিলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty tested positive for COVID) ৷ সোশ্যাল মিডিয়ায় জাতীয় পুরস্কারজয়ী গায়িকা লিখলেন, "করোনায় আক্রান্ত হয়েছি তাই আমার দরজায় খিল ৷"

Iman Chakraborty Infected To COVID
কোভিড পজিটিভ, দরজায় খিল দিলেন ইমন
author img

By

Published : Jan 9, 2022, 6:46 PM IST

Updated : Jan 9, 2022, 10:42 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : যে গান তাঁকে জাতীয় পুরস্কার এনে দিয়েছে, সেই গানের লাইন ধার করেই অনুরাগীদের কোভিড আক্রান্তের খবর দিলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty tested positive for COVID) ৷ সোশ্যাল মিডিয়ায় জাতীয় পুরস্কারজয়ী গায়িকা লিখলেন, "করোনায় আক্রান্ত হয়েছি তাই আমার দরজায় খিল ৷" দিনকয়েক ধরেই জ্বরে কাবু ইমন সম্প্রতি করোনা পরীক্ষা করিয়েছিলেন ৷ রবিবার সেই রিপোর্ট পজিটিভ আসে গায়িকার ৷

বি-টাউন হোক বা টলিউড ইন্ড্রাষ্টি ৷ দেশের সঙ্গে পাল্লা দিয়ে সিনেজগতের তারকারাও ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন ভাইরাসে ৷ গতকালই অরিজিত সিং'য়ের ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়েছিল অনুরাগীরা ৷ 24 ঘণ্টা না কাটতেই এবার মারণ ভাইরাসের কোপে ইমন চক্রবর্তী ৷ তবে যেভাবে তিনি তার নিভৃতবাসে থাকার খবরটি অনুরাগীদের দিলেন, তা নজর কেড়েছে নেটাগরিকদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2016 নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'প্রাক্তন' ছবিতে অনুপম রায়ের লেখা ও সুরে 'তুমি যাকে ভালবাসো' গেয়ে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন ইমন ৷ যে গান তাঁকে পরবর্তীতে জাতীয় পুরস্কারও এনে দিয়েছিল ৷ সেই গানেরই একটি লাইন ছিল, 'আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর' ৷ সেই লাইনই এদিন ধার করে মন খারাপ করা খবর দিলেন ইমন ৷

আরও পড়ুন : Mimi Chakaraborty Tests Covid Positive : এবার করোনার কবলে মিমি, রয়েছেন নিভৃতবাসে

সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেতা পরমব্রত, রুদ্রনীল, শুভশ্রী, ঋতুপর্ণা, মিমি, ঋদ্ধি-সহ গত কয়েকদিনে করোনা আক্রান্ত হয়েছেন বহু সিনেদুনিয়ার সেলেব ৷ ইমন সেই তালিকায় নয়া সংযোজন ৷

কলকাতা, 9 জানুয়ারি : যে গান তাঁকে জাতীয় পুরস্কার এনে দিয়েছে, সেই গানের লাইন ধার করেই অনুরাগীদের কোভিড আক্রান্তের খবর দিলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty tested positive for COVID) ৷ সোশ্যাল মিডিয়ায় জাতীয় পুরস্কারজয়ী গায়িকা লিখলেন, "করোনায় আক্রান্ত হয়েছি তাই আমার দরজায় খিল ৷" দিনকয়েক ধরেই জ্বরে কাবু ইমন সম্প্রতি করোনা পরীক্ষা করিয়েছিলেন ৷ রবিবার সেই রিপোর্ট পজিটিভ আসে গায়িকার ৷

বি-টাউন হোক বা টলিউড ইন্ড্রাষ্টি ৷ দেশের সঙ্গে পাল্লা দিয়ে সিনেজগতের তারকারাও ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন ভাইরাসে ৷ গতকালই অরিজিত সিং'য়ের ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়েছিল অনুরাগীরা ৷ 24 ঘণ্টা না কাটতেই এবার মারণ ভাইরাসের কোপে ইমন চক্রবর্তী ৷ তবে যেভাবে তিনি তার নিভৃতবাসে থাকার খবরটি অনুরাগীদের দিলেন, তা নজর কেড়েছে নেটাগরিকদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2016 নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'প্রাক্তন' ছবিতে অনুপম রায়ের লেখা ও সুরে 'তুমি যাকে ভালবাসো' গেয়ে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন ইমন ৷ যে গান তাঁকে পরবর্তীতে জাতীয় পুরস্কারও এনে দিয়েছিল ৷ সেই গানেরই একটি লাইন ছিল, 'আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর' ৷ সেই লাইনই এদিন ধার করে মন খারাপ করা খবর দিলেন ইমন ৷

আরও পড়ুন : Mimi Chakaraborty Tests Covid Positive : এবার করোনার কবলে মিমি, রয়েছেন নিভৃতবাসে

সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেতা পরমব্রত, রুদ্রনীল, শুভশ্রী, ঋতুপর্ণা, মিমি, ঋদ্ধি-সহ গত কয়েকদিনে করোনা আক্রান্ত হয়েছেন বহু সিনেদুনিয়ার সেলেব ৷ ইমন সেই তালিকায় নয়া সংযোজন ৷

Last Updated : Jan 9, 2022, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.