মুম্বই : টেলিভিশনের অভিনেতাদের পক্ষে বলিউডে পাকা জায়গা পাওয়া সোজা নয়, মনে করেন জনপ্রিয় টেলিভিশন অ্যাক্টর হিনা খান । তিনি মনে করেন যে, টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীরা বলিউডে কাজ করার যথেষ্ট সুযোগ পান না ।
হিনা বললেন, "সুশান্ত সিং রাজপুতের জার্নি আমায় অনুপ্রেরণা দিয়েছে । শুধুমাত্র পরিশ্রম করে ও ভারতীয় সিনেমায় একটা জায়গা তৈরি করেছে । আমাদের মতো আউটসাইডারদের কোনও গডফাদার থাকে না । আমাদের একটু স্বকৃতি আর সম্মান তো প্রয়োজন । তাহলেই ইন্ডাস্ট্রিতে সমতা থাকবে ।"
"আমি জানি না, টেলিভিশন অভিনেতাদের কেন ছোটো করে দেখেন ভারতীয় দর্শক । একজন অভিনেতা শুধুমাত্র একজন অভিনেতাই । সে ধারাবাহিকে কাজ করছে না ফিল্মে না ডিজিটাল প্ল্যাটফর্মে, সেটা ম্যাটার করে না । তাঁর যোগ্যতা থাকলে অ্যাপ্রিসিয়েশন পাবে না কেন ?", প্রশ্ন তুলেছেন হিনা ।
কান ফেস্টিভালের রেড কার্পেটে হেঁটেছিলেন হিনা । তখন কিন্তু তাঁকে কোনও ভারতীয় ডিজ়াইনার সাহায্য করেননি, বরং আন্তর্জাতিক মানের ডিজ়াইনাররাই এগিয়ে এসেছিলেন সানন্দে, ফিরে দেখলেন হিনা । এই বৈষম্য বন্ধ করা উচিত, মনে করেন অভিনেত্রী ।
কাজের ক্ষেত্রে, হিনার ওয়েব ফিল্ম 'আনলক' মুক্তি পয়েছে জ়ি ফাইভে ।