ETV Bharat / sitara

Cannes-এ নিজের প্রথম ফিল্মের পোস্টার লঞ্চ হিনার - Cannes 2019

৭২ তম Cannes ফেস্টিভালের ইন্ডিয়ান প্যাভেলিয়নে মুক্তি পেল হিনা খানের আগামী ছবির পোস্টার।

হিনা খান
author img

By

Published : May 17, 2019, 11:34 PM IST

ফ্রান্স : Cannes-এ নিজের দুর্দান্ত ডেবিউ করেছেন হিনা খান। তাঁর ডেবিউ নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তারা প্রত্যেকেই সোশাল মিডিয়াতে তুমুল সমালোচিত হয়েছেন। এবার হিনার সাফল্যের টুপিতে আর একটা পালক। এই ঝলমলে ফেস্টিভালে হিনা তাঁর পরবর্তী ছবির পোস্টার লঞ্চ করলেন। ছবির নাম 'লাইনস'।

'লাইনস' এক কমবয়সী মেয়ের গল্প যে মানসিকভাবে খুবই শক্ত। সে বাস করে দেশের একেবারে বর্ডার লাইনে। বর্ডারের সেই লাইনগুলোই তার জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে। কীভাবে সে সেই সমস্যার মুখোমুখি হয় সেই নিয়েই গল্প।

হিনা নিজের ইনস্টাগ্রামে ইতিমধ্যেই শেয়ার করেছেন ছবির পোস্টার। ক্যাপশনে তিনি লিখেছেন, "কোনও বর্ডারের এপার আর ওপারের জন্য কোনও মানুষের অনুভূতির পার্থক্য হয় না। নাজ়িয়া সেই সমস্ত মেয়ের জীবনকে তুলে ধরবে যাঁরা একটা কঠিন জীবনে কিছু সহজ সমস্যার মুখোমুখি হয়।"

ফ্রান্স : Cannes-এ নিজের দুর্দান্ত ডেবিউ করেছেন হিনা খান। তাঁর ডেবিউ নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তারা প্রত্যেকেই সোশাল মিডিয়াতে তুমুল সমালোচিত হয়েছেন। এবার হিনার সাফল্যের টুপিতে আর একটা পালক। এই ঝলমলে ফেস্টিভালে হিনা তাঁর পরবর্তী ছবির পোস্টার লঞ্চ করলেন। ছবির নাম 'লাইনস'।

'লাইনস' এক কমবয়সী মেয়ের গল্প যে মানসিকভাবে খুবই শক্ত। সে বাস করে দেশের একেবারে বর্ডার লাইনে। বর্ডারের সেই লাইনগুলোই তার জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে। কীভাবে সে সেই সমস্যার মুখোমুখি হয় সেই নিয়েই গল্প।

হিনা নিজের ইনস্টাগ্রামে ইতিমধ্যেই শেয়ার করেছেন ছবির পোস্টার। ক্যাপশনে তিনি লিখেছেন, "কোনও বর্ডারের এপার আর ওপারের জন্য কোনও মানুষের অনুভূতির পার্থক্য হয় না। নাজ়িয়া সেই সমস্ত মেয়ের জীবনকে তুলে ধরবে যাঁরা একটা কঠিন জীবনে কিছু সহজ সমস্যার মুখোমুখি হয়।"

Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.