ETV Bharat / sitara

"মূল্য দেওয়ার জন্য প্রস্তুত হন", 'তাণ্ডব' নির্মাতাদের হুঁঁশিয়ারি যোগীর মিডিয়া উপদেষ্টার

author img

By

Published : Jan 18, 2021, 8:39 PM IST

সিরিজ়ের নির্মাতা সহ অভিনেতাদের হুঁশিয়ারি দেওয়া হয় । যোগীর মিডিয়া উপদেষ্টা শালাভ মানি ত্রিপাঠী একটি টুইট করেন । সেখানে তিনি লেখেন, "ধর্মীয় ভাবাবেগে আঘাতের মূল্য দেওয়ার জন্য তৈরি হয়ে যান...উত্তরপ্রদেশ পুলিশ গাড়িতে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে । এফআইআর-এ একাধিক মজবুত ধারা যোগ করা হয়েছে ।"

asd
asd

মুম্বই : হিন্দি ওয়েব সিরিজ় 'তাণ্ডব'-কে কেন্দ্র করে উত্তাল দেশের বিভিন্ন জায়গা । ওই সিরিজ়ে হিন্দু দেব-দেবীকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন একাধিক বিজেপি নেতাসহ নেটিজ়েনদের একাংশ । সিরিজ়ের অভিনেতা, পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছে । আর এবার নির্মাতা ও অভিনেতাদের হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা ।

শুক্রবার অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'তাণ্ডব'। সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান, মহম্মদ জ়িশান আয়ুব, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভারসহ আরও অনেকে । সিরিজ়ে কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে জ়িশান আয়ুবকে শিবের চরিত্রে দেখা যায় । আর সেই দৃশ্য নিয়েই তোলপাড় হয় সোশাল মিডিয়া । সিরিজ় থেকে ওই দৃশ্য বাদ দেওয়ার দাবি জানান বিজেপি বিধায়ক রাম কদম । পাশাপাশি এফআইআরও দায়ের করেন তিনি ।

এরপর আজ সিরিজ়ের নির্মাতা সহ অভিনেতাদের হুঁশিয়ারি দেন যোগীর মিডিয়া উপদেষ্টা শালাভ মানি ত্রিপাঠী । টুইটারে তিনি লেখেন, "ধর্মীয় ভাবাবেগে আঘাতের মূল্য দেওয়ার জন্য তৈরি হয়ে যান...উত্তরপ্রদেশ পুলিশ গাড়িতে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে । এফআইআর-এ একাধিক মজবুত ধারা যোগ করা হয়েছে ।" এই টুইটে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও ট্যাগ করেন তিনি । লেখেন, "আশাকরি এই বিষয়ে কাউকে বাঁচানোর জন্য আপনি আসবেন না ।"

  • श्रीमान @Mdzeeshanayyub @aliabbaszafar @iHimanshuMehra @_gauravsolanki व सैफ अली

    UP पुलिस मुंबई निकल चुकी है,वो भी गाड़ी से,FIR में मजबूत धाराएं लगी हैं,तैयार रहना,धार्मिक भावनाओं को आहत करने की कीमत तो चुकानी ही पड़ेगी।

    श्री @OfficeofUT जी,उम्मीद है आप इनके बचाव में ना आएंगे pic.twitter.com/B1hXb57dMW

    — Shalabh Mani Tripathi (@shalabhmani) January 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া ভোরের দিকে আরও একটি টুইট করেছিলেন তিনি । সেখানে লেখেন, "মানুষের বিশ্বাসের সঙ্গে খেলা করা কখনওই মেনে নেওয়া হবে না । বাজে ওয়েব সিরিজ়ের মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর জন্য 'তাণ্ডব'-এর গোটা টিমের বিরুদ্ধে যোগীজির উত্তরপ্রদেশে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । গ্রেপ্তারির জন্য প্রস্তুত হন ।" লখনউয়ের হজ়রতগঞ্জ থানায় এই সিরিজ়ের নির্মাতা ও অভিনেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ।

  • जन भावनाओं के साथ खिलवाड़ बर्दाश्त नहीं, घटिया वेब सीरीज की आड़ मं नफरत फैलाने वाली वेब सीरीज तांडव की पूरी टीम के खिलाफ योगीजी के उत्तर प्रदेश में गंभीर धाराओं में मामला दर्ज, जल्द गिरफ्तारी की तैयारी !! pic.twitter.com/V9ZewGNOHw

    — Shalabh Mani Tripathi (@shalabhmani) January 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে লখনউয়ের পাশাপাশি দিল্লিতেও ওই সিরিজ়ের নির্মাতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে ।

মুম্বই : হিন্দি ওয়েব সিরিজ় 'তাণ্ডব'-কে কেন্দ্র করে উত্তাল দেশের বিভিন্ন জায়গা । ওই সিরিজ়ে হিন্দু দেব-দেবীকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন একাধিক বিজেপি নেতাসহ নেটিজ়েনদের একাংশ । সিরিজ়ের অভিনেতা, পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছে । আর এবার নির্মাতা ও অভিনেতাদের হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা ।

শুক্রবার অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'তাণ্ডব'। সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান, মহম্মদ জ়িশান আয়ুব, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভারসহ আরও অনেকে । সিরিজ়ে কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে জ়িশান আয়ুবকে শিবের চরিত্রে দেখা যায় । আর সেই দৃশ্য নিয়েই তোলপাড় হয় সোশাল মিডিয়া । সিরিজ় থেকে ওই দৃশ্য বাদ দেওয়ার দাবি জানান বিজেপি বিধায়ক রাম কদম । পাশাপাশি এফআইআরও দায়ের করেন তিনি ।

এরপর আজ সিরিজ়ের নির্মাতা সহ অভিনেতাদের হুঁশিয়ারি দেন যোগীর মিডিয়া উপদেষ্টা শালাভ মানি ত্রিপাঠী । টুইটারে তিনি লেখেন, "ধর্মীয় ভাবাবেগে আঘাতের মূল্য দেওয়ার জন্য তৈরি হয়ে যান...উত্তরপ্রদেশ পুলিশ গাড়িতে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে । এফআইআর-এ একাধিক মজবুত ধারা যোগ করা হয়েছে ।" এই টুইটে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও ট্যাগ করেন তিনি । লেখেন, "আশাকরি এই বিষয়ে কাউকে বাঁচানোর জন্য আপনি আসবেন না ।"

  • श्रीमान @Mdzeeshanayyub @aliabbaszafar @iHimanshuMehra @_gauravsolanki व सैफ अली

    UP पुलिस मुंबई निकल चुकी है,वो भी गाड़ी से,FIR में मजबूत धाराएं लगी हैं,तैयार रहना,धार्मिक भावनाओं को आहत करने की कीमत तो चुकानी ही पड़ेगी।

    श्री @OfficeofUT जी,उम्मीद है आप इनके बचाव में ना आएंगे pic.twitter.com/B1hXb57dMW

    — Shalabh Mani Tripathi (@shalabhmani) January 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া ভোরের দিকে আরও একটি টুইট করেছিলেন তিনি । সেখানে লেখেন, "মানুষের বিশ্বাসের সঙ্গে খেলা করা কখনওই মেনে নেওয়া হবে না । বাজে ওয়েব সিরিজ়ের মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর জন্য 'তাণ্ডব'-এর গোটা টিমের বিরুদ্ধে যোগীজির উত্তরপ্রদেশে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । গ্রেপ্তারির জন্য প্রস্তুত হন ।" লখনউয়ের হজ়রতগঞ্জ থানায় এই সিরিজ়ের নির্মাতা ও অভিনেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ।

  • जन भावनाओं के साथ खिलवाड़ बर्दाश्त नहीं, घटिया वेब सीरीज की आड़ मं नफरत फैलाने वाली वेब सीरीज तांडव की पूरी टीम के खिलाफ योगीजी के उत्तर प्रदेश में गंभीर धाराओं में मामला दर्ज, जल्द गिरफ्तारी की तैयारी !! pic.twitter.com/V9ZewGNOHw

    — Shalabh Mani Tripathi (@shalabhmani) January 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে লখনউয়ের পাশাপাশি দিল্লিতেও ওই সিরিজ়ের নির্মাতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.