ETV Bharat / sitara

FIR দায়ের 'দ্য কপিল শর্মা শো'-এর অভিনেতার বিরুদ্ধে - Comedy Show in television

'দ্য কপিল শর্মা শো'-এর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ কিকু শর্দা ও তাঁর সঙ্গে জড়িত এক চ্যারিটেবল ট্রাস্ট 'দ্য মুম্বই ফেস্ট'-এর বিরুদ্ধে FIR দায়ের করা হল মুম্বই পুলিশে।

কপিল শর্মা
author img

By

Published : Aug 6, 2019, 11:31 AM IST

মুম্বই : FIR-টি দায়ের করলেন আর্ট ডিরেক্টর নিতীন কুলকার্নি। তাঁর অভিযোগ যে কিকু এবং মুম্বই ফেস্ট ৫০ লাখ টাকার প্রতারণা করেছে নিতীনের সঙ্গে।

কপিল শর্মা
কিকু

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ৫১ বছর বয়সী নিতীনকে একটা কনট্র্যাক্ট দেওয়া হয় কিকু ও মুম্বই ফেস্টের পক্ষ থেকে। একটি ৩ দিনের ফেস্টিভাল অর্গানাইজ় করার দায়িত্ব দেওয়া হয় তাঁকে। গত বছর বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের MMRDA-র ময়দানে সেই ফেস্টটি হয়। তবে কাজটা করার পর যে চেকটি দেওয়া হয় নিতীনকে, সেটি বাউন্স করে।


মুম্বইয়ের আম্বোলি পুলিস স্টেশনে FIR করেন নিতীন। এক পুলিস অফিসার সর্বভারতীয় সংবাদমাধ্য়মে বলেন, "দুই পার্টির মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের কাছে FIR দায়ের করা হয়েছে। আর আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। দুই তরফের বক্তব্যই আমরা যাচাই করে দেখব।"

কপিল শর্মা
কপিলের শোয়ে অন্যবেশে কিকু..


তবে ট্রাস্টের আইনজীবী বলেন, "আমরা পুলিসকে প্রয়োজনীয় নথিপত্র দেব ও কোর্টে সমস্ত প্রমাণ পেশ করব।" অন্যদিকে কিকু পুরো ব্যাপারটা অস্বীকার করেছেন।

মুম্বই : FIR-টি দায়ের করলেন আর্ট ডিরেক্টর নিতীন কুলকার্নি। তাঁর অভিযোগ যে কিকু এবং মুম্বই ফেস্ট ৫০ লাখ টাকার প্রতারণা করেছে নিতীনের সঙ্গে।

কপিল শর্মা
কিকু

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ৫১ বছর বয়সী নিতীনকে একটা কনট্র্যাক্ট দেওয়া হয় কিকু ও মুম্বই ফেস্টের পক্ষ থেকে। একটি ৩ দিনের ফেস্টিভাল অর্গানাইজ় করার দায়িত্ব দেওয়া হয় তাঁকে। গত বছর বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের MMRDA-র ময়দানে সেই ফেস্টটি হয়। তবে কাজটা করার পর যে চেকটি দেওয়া হয় নিতীনকে, সেটি বাউন্স করে।


মুম্বইয়ের আম্বোলি পুলিস স্টেশনে FIR করেন নিতীন। এক পুলিস অফিসার সর্বভারতীয় সংবাদমাধ্য়মে বলেন, "দুই পার্টির মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের কাছে FIR দায়ের করা হয়েছে। আর আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। দুই তরফের বক্তব্যই আমরা যাচাই করে দেখব।"

কপিল শর্মা
কপিলের শোয়ে অন্যবেশে কিকু..


তবে ট্রাস্টের আইনজীবী বলেন, "আমরা পুলিসকে প্রয়োজনীয় নথিপত্র দেব ও কোর্টে সমস্ত প্রমাণ পেশ করব।" অন্যদিকে কিকু পুরো ব্যাপারটা অস্বীকার করেছেন।

Intro:Body:

FIR 'দ্য কপিল শর্মা শো'-এর অভিনেতার বিরুদ্ধে



'দ্য কপিল শর্মা শো'-এর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ কিকু শর্দা ও তাঁর সঙ্গে জড়িত এক চ্যারিটেবল ট্রাস্ট 'দ্য মুম্বই ফেস্ট'-এর বিরুদ্ধে FIR দায়ের করা হল।



মুম্বই : FIR দায়ের করলেন আর্টি ডিরেক্টর নিতীন কুলকার্নি। তাঁর অভিযোগ যে কিকু এবং মুম্বই ফেস্ট ৫০ লাখ টাকার প্রতারণা করেছে নিতীনের সঙ্গে।



এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ৫১ বছর বয়সী নিতীনকে একটা কনট্র্যাক্ট দেওয়া হয় কিকু ও মুম্বই ফেস্টের পক্ষ থেকে। একটি ৩ দিনের ফেস্টিভাল অর্গানাইজ় করার দায়িত্ব দেওয়া হয় তাঁকে। তবে কাজটা করার পর যে চেকটি দেওয়া হয় নিতীনকে, সেটি বাউন্স করে।



মুম্বইয়ের আম্বোলি পুলিস স্টেশনে FIR করেন নিতীন। তবে ট্রাস্টের আইনজীবী বলেন, "আমরা পুলিসকে প্রয়োজনীয় নথিপত্র দেব ও কোর্টে সমস্ত প্রমাণ পেশ করব।"



অন্যদিকে কিকু পুরো ব্যাপারটা অস্বীকার করেছেন।






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.