কলকাতা, 20 ডিসেম্বর: শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'সোনা রোদের গান'(Sona roder gaan)। এই ধারাবাহিকের হাত ধরেই পাক্কা আড়াই বছর পর লিড রোলে ফিরছেন অভিনেত্রী পায়েল দে (tv actress Payel Dey)। শুটিং শুরু হতে আর ক'দিন বাকি । তার আগে ইটিভি ভারতের সঙ্গে পায়েল (Payel Dey Exclusive) ভাগ করে নিলেন কিছু কথা ।
ইটিভি ভারত: বেশ অনেকদিন পর আবার লিডে । এক্সাইটেড কতখানি ?
পায়েল: আনন্দীকে পেয়ে আমি সত্যিই আনন্দিত । প্রায় আড়াই বছর পর আমি আবার লিড হিসেবে ফিরছি টেলিভিশনের পর্দায় (new bengali serial)। শেষ কাজ লিড হিসেবে 'মা দুর্গা'-তে, এই একই চ্যানেলে । তারপরে ভেবে দেখলাম, নিজেকে এক্সপ্লোর করতে হবে । তাই প্রোটাগনিস্ট থেকে অ্যান্টাগনিস্ট-এর চরিত্রে অভিনয় করলাম । তারপর পার্শ্বচরিত্রেও কাজ করলাম । তারপর আবার কামব্যাক করলাম আনন্দী হিসেবে । এক্সাইটমেন্টের অনেক কারণ আছে । প্রথমত, প্রোটাগনিস্ট চরিত্র করা বিশাল চ্যালেঞ্জ । পাশাপাশি আনন্দী স্বাধীন, সাধারণ, ভীষণ ঘরোয়া, এই দিকগুলো আমাকে খুব আকর্ষিত করেছে । তাই সত্যিই আমি সুপার এক্সাইটেড।
ইটিভি ভারত: মাঝখানে এই আড়াই বছর লিডে তোমাকে না পাওয়ার কি আরও কোনও বিশেষ কারণ আছে?
পায়েল: সিদ্ধান্তটা আমারই । নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাইছিলাম । তাছাড়া ফ্যামিলি প্ল্যানিং ছিল । বেবি ছোট থাকলে প্রোটাগনিস্ট চরিত্র করাটা সহজ হত না । তাই আমি নিজেকে লিড রোলে ওই সময়ে চাইনি । অন্যভাবে নিজেকে দেখতে চাইছিলাম ।
ইটিভি ভারত: সাধারণত জার্নি যাদের লিড দিয়ে শুরু হয় তারা পার্শ্বচরিত্রে নিজেদের দেখতে একটু কুণ্ঠিত বোধ করে । এই ব্যাপারে কী বলবে ?
পায়েল: আমি তো একজন অভিনেতা । আমার কাছে লিড রোল করাটা বাধ্যতামূলক নয়। সব ধরনের চরিত্রেই নিজেকে দেখতে চাই। শুধু লিড ক্যারেক্টার কোনও গল্প এগিয়ে নিয়ে যেতে পারে না, পার্শ্বচরিত্র ছাড়া । এটা একটা টিম ওয়ার্ক । পার্শ্বচরিত্ররা যেমন গুরুত্বপূর্ণ তেমনি টেকিনিশিয়ান, ডিরেক্টোরিয়াল টিম-- সকলে সমান গুরুত্বপূর্ণ । সব ধরনের রোল করতে চাই । নিজেকে মেলে ধরতে চাই সহজ কথায় ।
আরও পড়ুন: new bengali tv serial: ছোটপর্দায় সোনা রোদের গান গাইবেন পায়েল-ঋষি
ইটিভি ভারত: আনন্দীকে কেমন লাগে তোমার ?
পায়েল: ভীষণই কাছের মানুষ বলে মনে হয় । আনন্দী যেমন সংসার নিয়ে থাকতে ভালবাসে, তেমনি পায়েলও ভালবাসে সংসার নিয়ে থাকতে । আনন্দীর জগত তার সংসার ঘিরে, প্রোমো সেই আভাসই দেয় । শান্ত প্রকৃতির, স্বাধীন মানুষ সে । অন্যায়ের সঙ্গে আপোষ করে না ৷ আনন্দী । আনন্দীকে ভীষণ কাছের মানুষ মনে হচ্ছে তাই । আমি ওকে নিজের সঙ্গে রিলেট করতে পারি ।
ইটিভি ভারত: তুমি খুব ভ্রমণপিপাসু । লিড মানেই তো নো ছুটি জার্নি । এই ব্যাপারে কী ভাবলে ?
পায়েল: এটা খুব ভুল ধারণা । কই ? আমি তো ছুটি পেয়েছি । যখন আমি আগেও লিড করেছি তখনও কিন্তু আমি সময় বের করে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছি । সেই রকম ভাবেই আমি গোটা বছরের প্ল্যান করে রাখি । যে কোনও প্রজেক্ট শুরুর আগেই আমি চ্যানেল এবং প্রোডাকশন হাউজের কাছে একটা দাবি পেশ করি যে, আমায় ওই ক'টা দিন ছুটি দিতে হবে ঘুরতে যাওয়ার জন্য । আর পুজোর ক'টা দিনও আমি ছুটি নিই ।
ইটিভি ভারত: শুটিং শুরু কবে থেকে ?
পায়েল: যতদূর শুনছি ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে আমরা ফ্লোরে যেতে পারব । প্রোমো শুট তো হয়ে গিয়েছে । এসেও গিয়েছে প্রোমো । এ বার কাজটা শুরুর অপেক্ষায় আছি ।
আরও পড়ুন: Bhoy Peyo Na : শ্রাবন্তী-ওমকে সঙ্গে নিয়ে বড়পর্দায় ডেবিউ করছেন অয়ন দে
ইটিভি ভারত: এই চরিত্রের জন্য অফার কে দিয়েছিলেন ?
পায়েল: অর্ক গঙ্গোপাধ্যায়ের হাউজ, অরগ্যানিক স্টুডিয়ো থেকেই আমার সঙ্গে যোগাযোগ করা হয় । এ ভাবেই আসা এই চরিত্রের জন্য ।
ইটিভি ভারত: একটা সময়ে মাইথোলজিক্যাল করেছ খুব দক্ষতার সঙ্গে ৷ আবার পেলে করবে নিশ্চয়ই ?
পায়েল: তিন-চার বছর আগে এবং তারও আগে মাইথোলজিক্যাল চরিত্র করেছি । তাই একটা ইমেজ আমার তৈরি হয়ে গিয়েছিল । এই ইমেজটা আমার ভাঙার দরকার ছিল । মানুষ শুধু আমাকে দুর্গা হিসেবেই চিনুক আমি চাইনি । তবে ও রকম চরিত্র এলে আমি আবারও করব । সেই চরিত্র যদি হয় মহিষাসুরমর্দিনীর, তা হলে তো আর কথাই নেই ।