ETV Bharat / sitara

মুক্তি পেল 'হারামি'-র ট্রেলার - harami

মুক্তি পেল 'হারামি'-র ট্রেলার । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাসমি । 21 অক্টোবর আন্তর্জাতিক বুসান ফিল্ম ফেস্টিভাল 2020-তে দেখানো হবে ছবিটি ।

df
ads
author img

By

Published : Sep 28, 2020, 8:12 PM IST

মুম্বই : মুম্বইয়ের ঘিঞ্জি বস্তি । সেখানকার মানুষের জীবনযাত্রা । লোকাল ট্রেনে পকেটমারি । এক ঝলকে দেখলে এটা নতুন কোনও বিষয় নয় । কিন্তু, এই সাধারণ পকেটমারির পিছনেই রয়েছে একটা বিশাল সিন্ডিকেট । যেখানে ঢোকা খুব সহজ । বেরিয়ে আসা ততটাই কঠিন । আর সেই গল্পই তুলে ধরা হয়েছে 'হারামি'-র ট্রেলারে । আজই মুক্তি পেয়েছে ট্রেলারটি ।

ছবিতে পকেটমারদের সেই সিন্ডিকেটের প্রধানের চরিত্রে দেখা গিয়েছে ইমরানকে । যার কথা খুবই শান্ত । কিন্তু, কোনওরকম ভুলকে কোনওভাবেই বরদাস্ত করে না সে । আর এই চরিত্রের জন্য একেবারেই অন্যরকম লুকে দেখা গিয়েছে তাঁকে । যার মাথায় লম্বা চুল, চোখে চশমা, গলায় হার । এক ঝলক দেখলে বোঝার উপায় নেই ।

ইমরান ছাড়াও ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছে রিজ়ওয়ান শেখকে । যাকে 'পচপন' নামে দেখা যাবে এই ছবিতে । আর তার বিপরীতে দেখা যাবে ধনশ্রী পাতিলকে । ছবিতে তার চরিত্রের নাম উমা । 21 অক্টোবর আন্তর্জাতিক বুসান ফিল্ম ফেস্টিভাল 2020-তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই ছবির ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

21 থেকে 30 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে বুসান ফিল্ম ফেস্টিভাল । সেই ফেস্টিভালে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে এই ছবি । ইন্দো-অ্যামেরিকান প্রযোজনায় তৈরি করা হয়েছে ছবিটি । পরিচালনা করেছেন স্যাম মাদিরাজু ।

মুম্বই : মুম্বইয়ের ঘিঞ্জি বস্তি । সেখানকার মানুষের জীবনযাত্রা । লোকাল ট্রেনে পকেটমারি । এক ঝলকে দেখলে এটা নতুন কোনও বিষয় নয় । কিন্তু, এই সাধারণ পকেটমারির পিছনেই রয়েছে একটা বিশাল সিন্ডিকেট । যেখানে ঢোকা খুব সহজ । বেরিয়ে আসা ততটাই কঠিন । আর সেই গল্পই তুলে ধরা হয়েছে 'হারামি'-র ট্রেলারে । আজই মুক্তি পেয়েছে ট্রেলারটি ।

ছবিতে পকেটমারদের সেই সিন্ডিকেটের প্রধানের চরিত্রে দেখা গিয়েছে ইমরানকে । যার কথা খুবই শান্ত । কিন্তু, কোনওরকম ভুলকে কোনওভাবেই বরদাস্ত করে না সে । আর এই চরিত্রের জন্য একেবারেই অন্যরকম লুকে দেখা গিয়েছে তাঁকে । যার মাথায় লম্বা চুল, চোখে চশমা, গলায় হার । এক ঝলক দেখলে বোঝার উপায় নেই ।

ইমরান ছাড়াও ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছে রিজ়ওয়ান শেখকে । যাকে 'পচপন' নামে দেখা যাবে এই ছবিতে । আর তার বিপরীতে দেখা যাবে ধনশ্রী পাতিলকে । ছবিতে তার চরিত্রের নাম উমা । 21 অক্টোবর আন্তর্জাতিক বুসান ফিল্ম ফেস্টিভাল 2020-তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই ছবির ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

21 থেকে 30 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে বুসান ফিল্ম ফেস্টিভাল । সেই ফেস্টিভালে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে এই ছবি । ইন্দো-অ্যামেরিকান প্রযোজনায় তৈরি করা হয়েছে ছবিটি । পরিচালনা করেছেন স্যাম মাদিরাজু ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.