ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত অভিনেতা সুরজিৎ, চিকিৎসা চলছে বাড়িতেই

author img

By

Published : Jul 21, 2020, 1:00 PM IST

বাগবাজার এলাকায় পৈতৃক বাড়ি সুরজিতের । গতকাল তাঁদের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । সেই বাড়ির একটি অংশ ব্লক করে রাখা হয়েছে তাঁদের জন্য । আপাতত বাড়ির সবাই মোটামুটি ভালো আছেন বলে জানিয়েছেন অভিনেতা ।

ে্ি
ে্ি

কলকাতা : কোরোনায় আক্রান্ত টলি অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় । তবে শুধু তিনিই নন । আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী ও কন্যা দু'জনেই । যদিও হাসপাতালে ভরতি হননি তাঁরা । বাগবাজারের বাড়ির একটি ঘরে হোম কোয়ারানটিনে রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবার । বাড়িতে কেমন চিকিৎসা চলছে তাঁদের ? তা জানতে ETV ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল সুরজিতের সঙ্গে ।

বাগবাজার এলাকায় পৈতৃক বাড়ি সুরজিতের । গতকাল তাঁদের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । সেই বাড়ির একটি অংশ ব্লক করে রাখা হয়েছে তাঁদের জন্য । আপাতত বাড়ির সবাই মোটামুটি ভালো আছেন বলে জানিয়েছেন অভিনেতা ।

কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হন কোয়েল মল্লিক, তাঁর বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল । বাড়িতে থেকেই কোরোনা চিকিৎসা করছেন তাঁরা । একইভাবে বাড়িতেই রয়েছে সুরজিতের পরিবার । সুরজিতের দীর্ঘদিনের নাট্যবন্ধু দেবশংকর হালদার এক চিকিৎসকের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন । সেই চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন সুরজিৎ । তাঁর পরামর্শ মতোই সবকিছু করছেন তাঁরা ।

বাড়িতে থেকে কীভাবে চিকিৎসা চলছে এ প্রসঙ্গে সুরজিৎ বলেন, "আমার অভিনয়ে মুগ্ধ ছিলেন ওই চিকিৎসক । খবরটা পেয়ে নিজেই আমাকে টেলিফোন করলেন । খুব স্বাভাবিক ভাবে থাকতে বলেছেন । খুব বেশি উপসর্গ নেই । নুন জলে গার্গেল করছি ও নুন-লেবুর জল খাচ্ছি । প্যারাসিটামল ছাড়া কোনও ওষুধ দেননি । তবে আমাদের খিদে নেই ।"

এদিকে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় প্রযোজিত ও পরিচালিত 'কোড়া পাখি' ধারাবাহিকে কাজ করছিলেন সুরজিৎ । দিন দশেক আগে শুটিংয়ে গিয়েছিলেন তিনি । তবে শুটিং থেকে সংক্রমণ ছড়ায়নি বলে নিশ্চিত করলেন অভিনেতা । বলেন, "ওখানে কেউ সংক্রমিত হয়নি । তবে আমাদের কীভাবে সংক্রমণ হল, সেটা আমরা বুঝতে পারছি না ।"

কলকাতা : কোরোনায় আক্রান্ত টলি অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় । তবে শুধু তিনিই নন । আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী ও কন্যা দু'জনেই । যদিও হাসপাতালে ভরতি হননি তাঁরা । বাগবাজারের বাড়ির একটি ঘরে হোম কোয়ারানটিনে রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবার । বাড়িতে কেমন চিকিৎসা চলছে তাঁদের ? তা জানতে ETV ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল সুরজিতের সঙ্গে ।

বাগবাজার এলাকায় পৈতৃক বাড়ি সুরজিতের । গতকাল তাঁদের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । সেই বাড়ির একটি অংশ ব্লক করে রাখা হয়েছে তাঁদের জন্য । আপাতত বাড়ির সবাই মোটামুটি ভালো আছেন বলে জানিয়েছেন অভিনেতা ।

কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হন কোয়েল মল্লিক, তাঁর বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল । বাড়িতে থেকেই কোরোনা চিকিৎসা করছেন তাঁরা । একইভাবে বাড়িতেই রয়েছে সুরজিতের পরিবার । সুরজিতের দীর্ঘদিনের নাট্যবন্ধু দেবশংকর হালদার এক চিকিৎসকের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন । সেই চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন সুরজিৎ । তাঁর পরামর্শ মতোই সবকিছু করছেন তাঁরা ।

বাড়িতে থেকে কীভাবে চিকিৎসা চলছে এ প্রসঙ্গে সুরজিৎ বলেন, "আমার অভিনয়ে মুগ্ধ ছিলেন ওই চিকিৎসক । খবরটা পেয়ে নিজেই আমাকে টেলিফোন করলেন । খুব স্বাভাবিক ভাবে থাকতে বলেছেন । খুব বেশি উপসর্গ নেই । নুন জলে গার্গেল করছি ও নুন-লেবুর জল খাচ্ছি । প্যারাসিটামল ছাড়া কোনও ওষুধ দেননি । তবে আমাদের খিদে নেই ।"

এদিকে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় প্রযোজিত ও পরিচালিত 'কোড়া পাখি' ধারাবাহিকে কাজ করছিলেন সুরজিৎ । দিন দশেক আগে শুটিংয়ে গিয়েছিলেন তিনি । তবে শুটিং থেকে সংক্রমণ ছড়ায়নি বলে নিশ্চিত করলেন অভিনেতা । বলেন, "ওখানে কেউ সংক্রমিত হয়নি । তবে আমাদের কীভাবে সংক্রমণ হল, সেটা আমরা বুঝতে পারছি না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.